রিয়া শুক্লা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিয়া শুক্লা
শুক্লা ২০২০ সালে
জন্ম
রিয়া শুক্লা

(2000-01-01) ১ জানুয়ারি ২০০০ (বয়স ২৪)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
মডেল
কর্মজীবন২০১৫-বর্তমান
পরিচিতির কারণনাতি পিঙ্কি কি লম্বী লাভস্টোরি

রিয়া শুক্লা একজন ভারতীয় অভিনেত্রী। তিনি নীল বাততে সান্নাটা ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ছবিটিতে তিনি স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছিলেন, একজন শিশু শিল্পী হিসাবে। বর্তমানে তিনি কালার্স টিভি চ্যানেলে পিঙ্কি কি লম্বী লাভস্টোরি ধারাবাহিকে শীর্ষ অভিনেত্রী পিঙ্কির চরিত্রে অভিনয় করছেন।[১][২]

প্রথম জীবন[সম্পাদনা]

রিয়া ২০০০ সালের ১-লা জানুয়ারি উত্তরপ্রদেশের লখনউ তে জন্মগ্রহণ করেন। তিনি নিজের পড়াশোনা শেষ করেন লখনউ-র এম.কে.এস.ডি ইন্টার কলেজ থেকে।

অভিনয় জীবন[সম্পাদনা]

রিয়া হিন্দুস্থান কে হুনারবুজ নামক একটি রিয়ালিটি শো তে একজন অংশগ্রহণকারী হিসাবে বিনোদন জগতে প্রবেশ করেন।

২০১৫ সালে তিনি নীল বাততে সান্নাটা ছবিতে আপ্পু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি তাঁর অভিনয় জীবন শুরু করেন। এবং আপ্পু চরিত্রের জন্যে তিনি স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেরা শিশু শিল্পী হিসেবে।

এছাড়াও তিনি হিচকি এবং থার্ড আই ছবিতে অভিনয় করেছেন।

২০২০ সাল থেকে তিনি নাতি পিঙ্কি কি লম্বী লাভ স্টোরি ধারাবাহিকে পিঙ্কি চরিত্রে অভিনয় করে চলেছেন। এমনকি তিনি নেটফ্লিক্স এর একটি শো রাত আকেলি-তে চুন্নি চরিত্রে অভিনয় করেছেন।

ধারাবাহিক[সম্পাদনা]

সাল ধারাবাহিক চরিত্র চ্যানেল নোটস
২০২০ নাতি পিঙ্কি কি লম্বী লাভ স্টোরি লাবণ্য কাশ্যপ কালার্স টিভি শীর্ষ অভিনেত্রী

চলচ্চিত্র[সম্পাদনা]

বছর চরিত্র ছবি
২০১৫ আপ্পু নীল বাতে সান্নাটা
২০১৭ শিল্পা পরিচালক বাটারফ্লাইস এন্ড হারিকেন্স
২০১৮ - হিচকি
২০১৯ - থার্ড আই[৩]
২০২০ চুন্নি রাত আকেলি হে[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ghosh, Suktara (২০১৬-১২-০৫)। "Star Screen Awards 2016 Winners: A Big Night For Pink & Alia Bhatt"TheQuint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৮ 
  2. "I am not a dwarf, nor do I play one in Naati Pinky Ki Lambi Story: Lucknow girl Riya Shukla - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৮ 
  3. "3rd Eye Movie"Times of India। সংগ্রহের তারিখ 18 march 2021  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. "Patriarchy a living character in society:Raat Akeli hai director Terhan."The Tribune। সংগ্রহের তারিখ 18march 2021  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]