যীশু সেনগুপ্ত অভিনীত চলচ্চিত্রের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১ সালে নৌকাডুবি চলচ্চিত্রে যীশু সেনগুপ্ত

যীশু সেনগুপ্ত হলেন একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক এবং উপস্থাপক। তিনি প্রধানত বাংলা সিনেমায় কাজ করেন, এছাড়াও বেশ কিছু হিন্দি ও তেলেগু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি মহাপ্রভু নামক বাংলা টিভি সিরিজে চৈতন্য মহাপ্রভুর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন । পরবর্তীকালে, তিনি প্রিয়জন (১৯৯৯) এর মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি শ্যাম বেনেগলের জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নেতাজি সুভাষ চন্দ্র বোস: দ্য ফরগোটেন হিরো (২০০৪) দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। তার কর্মজীবনে একটি টার্নিং পয়েন্ট আসে যখন তিনি ঋতুপর্ণ ঘোষের সাথে আবহমান ছবিতে কাজ করেন সমালোচকদের প্রশংসা অর্জন করেন। তার পরবর্তী সময়ে আবার ঋতুপর্ণ ঘোষের সাথে সব চরিত্র কাল্পনিক এবং নৌকাডুবি চলচ্চিত্রের জন্য কাজ করেন তাকে সমালোচনামূলক এবং বাণিজ্যিক সাফল্যের উচ্চতর স্থানে নিয়ে গেছে।

চলচ্চিত্র ছাড়াও, তিনি সক্রিয়ভাবে ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব (২০১৭) সহ রিয়েলিটি শো এবং অ্যাওয়ার্ড শো উপস্থাপনা করে থাকেন। ২০১১ সালে স্টার জলসার জন্য প্রযোজিত অপরাজিতোর মাধ্যমে ফিকশন বিভাগে টেলিভিশনে প্রত্যাবর্তন করেন ।

চলচ্চিত্র[সম্পাদনা]

২০২০ দশক[সম্পাদনা]

বছর চলচ্চিত্র চরিত্র ভাষা মন্তব্য
২০২৪ থালাইভার ১৭১ টিবিএ তামিল
খাদান মোহন দাস বাংলা
ল্যান্টরানি হিন্দি
সাইন্ধব মাইকেল তেলুগু
২০২৩ দশম অবতার বিশ্বরূপ বর্ধন বাংলা
টাইগার নাগেশ্বর রাও সিআই মৌলি তেলুগু
পালান পুপাই বাংলা
স্পাই আবদুর রহমান তেলুগু
শকুন্তলম ইন্দ্র দেব [১]
২০২২ সীতা রামম রাজকুমারী নূর, জাহানের ভাই
কিশমিশ বাংলা বিশেষ উপস্থিতি
আচার্য রাঠোড তেলুগু
অভিযান সৌমিত্র চট্টোপাধ্যায বাংলা
বাবা বেবি ও মেঘ রোদ্দুর চ্যাটার্জি বাংলা
২০২১ শ্যাম সিংহ রায় দেবেন্দ্র সিংহ রায় তেলুগু
অ্যান্টিম: দ্য ফাইনাল ট্রুথ পিত্য বাগারে হিন্দি
উস্তাদ সিআই এন রবিন্দর /ববি তেলুগু হটস্টারে মুক্তি পেয়েছে
থালাইভি সোবহান বাবু
পাওয়ার রামদাস ঠাকুর হিন্দি
২০২০ দূর্গামতি: পুরাণ এসিপি অভয় সিং হিন্দি
শিরোনাম বাংলা
সড়ক ২ যোগেশ দেশাই হিন্দি
শকুন্তলা দেবী পরিতোষ ব্যানার্জী
ভীষ্ম রাঘবন তেলুগু
অশ্বথামা ডাঃ মনোজ কুমার

২০১০ দশক[সম্পাদনা]

বছর চলচ্চিত্র চরিত্র ভাষা মন্তব্য
২০১৯ মারদানি ২ বিক্রম রায় হিন্দি
বর্ণপরিচয় ধনঞ্জয় বাংলা
ঘরে বাইরে আজ সন্দীপ
বসু পরিবার রাজা
মহালয়া উত্তম কুমার
মুখোমুখী
মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি গঙ্গাধর হিন্দি
এনটিআর কথানায়কুডু এলভি প্রসাদ তেলুগু তেলুগু অভিষেক
শঙ্কর মুদি লিভ-ইন জামাই
২০১৮ এক যে ছিল রাজা মহেন্দ্র কুমার চৌধুরী বাংলা
সোনার পাহাড় সৌম্য মুখোপাধ্যায়
উমা হিমাদ্রি সেন
ঘরে ও বাইরে অমিত
২০১৭ জিও পাগলা অনন্ত সেন বাংলা
ব্যোমকেশ ও অগ্নিবাণ ব্যোমকেশ বক্সী
ইয়েতি অভিযান জং বাহাদুর রানা
পোস্ত অর্ণব লাহিড়ী
অরণ্যদেব
দ্য বং এগেইন যীশু বাংলা, ইংরেজি
২০১৬ ব্যোমকেশ ও চিড়িয়াখানা ব্যোমকেশ বক্সী বাংলা
জুলফিকার কাশীনাথ কুন্ডু
হেমন্ত হীরক
কেলোর কীর্তি জয়
২০১৫ আরশিনগর তৈয়ব
ব্যোমকেশ বক্সী ব্যোমকেশ বক্সী
রাজকাহিনী কবির
রুম নং ১০৩
পিকু সৈয়দ হিন্দি
নির্বাক রাহুল বাংলা
২০১৪ মারদানী বিক্রম রায় হিন্দি
জাতিশ্বর রোহিত মেহতা বাংলা
অভিশপ্ত নাইটি
২০১৩ গোলমালে পিরিত করো না
২০১২ বর্ফী! রঞ্জিত সেনগুপ্ত হিন্দি
চিত্রাঙ্গদা: দ্য ক্রাউনিং উইশ পার্থ মজুমদার বাংলা
২০১১ নৌকাডুবি বাংলা
তখন তেইশ তমদীপ
২০১০ লুকোচুরি
কাছে আছো তুমি
কখনো বিদায় বলো না
আরেকটি প্রেমের গল্প উদয়
আবহমান
ঘর সংসার

২০০০ দশক[সম্পাদনা]

বছর চলচ্চিত্র চরিত্র ভাষা মন্তব্য
২০০৯ প্রেমের ফান্দে কাকাতুয়া
বাঙ্গাল ঘোটি ফাটাফাটি
আবহমান অপ্রতীম
সব চরিত্র কাল্পনিক শেখর
নীল আকাশের চাদনী নীল
২০০৮ রাম বলরাম
জনতার আদালত
বর আসবে এখুনি অভি
ভালোবাসা রাহুল
গোলমাল সিদ্ধার্থ বাংলা
প্রেমের কাহিনী মেজর গৌতম
এক নদীর গল্প
জন্মদাতা
৯০ ঘন্টা রিশিন
২০০৭ চক্র
কালিশঙ্কর পুলিশ
দ্য লাস্ট লিয়ার গৌতম ইংরেজি
২০০৬ পিতা
আমরা অমিত রায়
হাঙ্গামা বিজয়
তপস্যা
অন্ধকারের শব্দ
২০০৫ শুধু ভালোবাসা
স্বপ্ন সুজয়
মায়ার রাজা
চোরে চোরে মাসতুতো ভাই রাহুল
নেতাজি সুভাষ চন্দ্র বোস: দ্য ফরগোটেন হিরো শিশির কুমার বসু হিন্দি হিন্দি অভিষেক
২০০৪ অন্যায় অত্যাচার রাজা
গ্যাঁড়াকল
প্রেমী সুমিত
রাজা বাবু
সজনী রাহুল
সমুদ্র সাক্ষী
২০০৩ গুরু পরিদর্শক
মনের মাঝে তুমি অরুণ বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা
আবার অরণ্যে যীশু বাংলা
বিশ্বাসঘাতক
মেমসাহেব
স্নেহের প্রতিদান
২০০২ ছেলেবেলা [২]
দেবদাস পারোর ছেলে বাংলা
মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার আকাশ ইংরেজি
কুরুক্ষেত্র সাগর চৌধুরী বাংলা
মানুষ অমানুষ বাংলা
২০০১ বিধাতার খেলা বাংলা
একটু ছায়া বাংলা
২০০০ ঋণমুক্তি বাংলা
শেষ ঠিকানা বাংলা
১৯৯৯ প্রিয়জন বাংলা অভিষিক্ত চলচ্চিত্র

ওয়েব ধারাবাহিক[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা ভাষা প্ল্যাটফর্ম রেফ.
২০২৩ ব্রাইন হিন্দি
পিআই মীনা হিন্দি অ্যামাজন প্রাইম ভিডিও
দ্য ট্রাইল রাজীব সেনগুপ্ত হিন্দি ডিজনি+ হটস্টার
২০২০ ক্রিমিনাল জাস্টিস: বিহাইন্ড ক্লোস্ড ডোর বিক্রম চন্দ্র হিন্দি হটস্টার [৩]
২০১৯ টাইপরাইটার অমিত রায় হিন্দি নেটফ্লিক্স [৪]
স্কাইফায়ার হর্ষবর্ধন ধর্ম হিন্দি জি৫ [৫]

টেলিভিশন[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা ভাষা মন্তব্য
২০২০ তারাদের শেষ তর্পন নিজেই বাংলা টকশো
ডান্স বাংলা ডান্স জুনিয়র বিচারক বাংলা জি বাংলা রিয়েলিটি শো
সুপার সিঙ্গার উপস্থাপক স্টার জলসা রিয়েলিটি শো
২০১৭ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০১৭
সারেগামাপা বাংলা জি বাংলা রিয়েলিটি শো
২০১১-১২ অপরাজিত বাংলা স্টার জলসা মৌলিক অনুষ্ঠান
প্রতিবিম্ব
হিয়ার মাঝে
মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু বাংলা অভিনয় জীবনে আত্মপ্রকাশ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "When will Shaakuntalam premiere on OTT? Check release date, time and where to watch Samantha Ruth Prabhu's film online"The Economic Times। ২০২৩-০৫-০৭। আইএসএসএন 0013-0389। ২০২৩-০৫-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৩ 
  2. "rediff.com, Movies: Chhelebela will capture the poet's childhood"www.rediff.com। ২০১৭-০৫-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৩ 
  3. "Pankaj Tripathi returns to save Kirti Kulhari in Criminal Justice Behind Closed Doors"India Today (ইংরেজি ভাষায়)। ২০২২-০৯-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৩ 
  4. "Typewriter Actor Jisshu Sengupta: Live Every Character Between 'Action' And 'Cut'"NDTV.com। ২০১৯-০৭-১৬। ২০২৩-০৪-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৩ 
  5. "Bengali actor Jisshu Sengupta plays a social worker in web series Skyfire"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-২২। ২০২৩-০৬-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৩