দেবদাস (২০০২-এর বাংলা চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেবদাস
দেবদাস চলচ্চিত্রের পোস্টার
পরিচালকশক্তি সামন্ত
চিত্রনাট্যকার
  • শক্তিপদ রাজগুরু
  • শক্তি সামন্ত
উৎসশরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক 
দেবদাস
শ্রেষ্ঠাংশে
সুরকারবাবুল বোস
চিত্রগ্রাহকনন্দু ভট্টাচার্য্য
সম্পাদকসুধীর বর্মা
মুক্তি২০০২
স্থিতিকাল১২৮ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

দেবদাস শক্তি সামন্ত পরিচালিত ২০০২ সালের বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র। ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিয়োগাত্মক উপন্যাস দেবদাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন শক্তিপদ রাজগুরু ও শক্তি সামন্ত। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পার্বতী চরিত্রে অর্পিতা পাল এবং চন্দ্রমুখী চরিত্রে ইন্দ্রানী হালদার[১][২]

কুশীলব[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

দেবদাস চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন বাবুল বোস। গীত রচনা করেছেন মুকুল দত্ত। গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোসলে, বাবুল সুপ্রিয়কুমার শানু

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মারিয়া, শান্তা (১৪ ফেব্রুয়ারি ২০১৬)। "'দেবদাস' - বাঙালির প্রেমের অমর আখ্যান"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭ 
  2. "কালে কালে যত 'দেবদাস'"বাংলাদেশ প্রতিদিন। ১২ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]