মৌন ওঁঠ মুখর হৃদয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মৌন ওঁঠ মুখর হৃদয়
লেখকয়েছে দরজে ঠংচি
অঙ্কনশিল্পীবিকাশজ্যোতি বরুয়া
প্রচ্ছদ শিল্পীঅরুণ নাথ
দেশঅসম, ভারত
ভাষাঅসমীয়া
ধরনউপন্যাস
প্রকাশকবনলতা
প্রকাশনার তারিখ
২০০১
মিডিয়া ধরনমুদ্রণ
পৃষ্ঠাসংখ্যা১৭৫
আইএসবিএন৮১-৭৩৩৯-৩১০-৯

মৌন ওঁঠ মুখর হৃদয় হচ্ছে য়েছে দরজে ঠংচি দ্বারা রচিত অরুণাচলের পাহাড়ি জনজীবনকে প্রতিফলিত করা একটি অসমীয়া উপন্যাস। এই উপন্যাসের জন্যই তিনি ২০০৫ সালে সাহিত্য অকাডেমি পুরস্কার লাভ করেন। সাথে ভাষা-ভারতী সাহিত্য পুরস্কারও লাভ করেন। উপন্যাসটির প্রথম সংস্করণ প্রকাশ পায় অসম সাহিত্য সভা অধিবেশন, ২০০১ সালে। দশম সংস্করণ প্রকাশ পায় সেপ্টেম্বর, ২০১৮ সালে। গ্রন্থাকারে প্রকাশ হয়ে ওঠার আগেই উপন্যাসটি খণ্ড খণ্ডভাবে ১৯৯১ সালে প্রান্তিকে প্রকাশ পেয়েছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]