বিষয়বস্তুতে চলুন

মেইজু কিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেইজু কিন
জন্ম (1994-01-03) ৩ জানুয়ারি ১৯৯৪ (বয়স ৩০)
আনশান, লিয়াওনিং, চীন
মাতৃশিক্ষায়তনআলবার্টা বিশ্ববিদ্যালয়
আদি নিবাসসাংহাই, চীন
উচ্চতা১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
উপাধিমিস ইউনিভার্স চীন ২০১৮
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
চুলের রংবাদামি
চোখের রংকালো
প্রধান
প্রতিযোগিতা
মিস ইউনিভার্স চীন ২০১৭
(দ্বিতীয় রানার আপ)
মিস ইউনিভার্স চীন ২০১৮
(বিজয়ী)
মিস ইউনিভার্স ২০১৮

মেইজু কিন (চীনা: 秦美苏; জন্ম ৩ জানুয়ারি ১৯৯৪) হলেন একজন চীনা মডেল, যিনি মিস ইউনিভার্স চীন ২০১৮ খেতাব লাভ করেছিলেন এবং মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় চীনের প্রতিনিধিত্ব করেছিলেন।[১]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

মেইজু কিন জন্মেছিলেন চীনের লিয়াওনিং প্রদেশের আনশানে, ১৯৯৪ সালের ৩ জানুয়ারিতে। তিনি বর্তমানে সাংহাইতে বাস করেন।

মেইজু কিন কানাডার এডমন্টনের আলবার্টা বিশ্ববিদ্যালয় থেকে গণিতের উপরে স্নাতক ডিগ্রি লাভ করেছেন।

সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ[সম্পাদনা]

মিস ইউনিভার্স চীন ২০১৭[সম্পাদনা]

মেইজু কিন মিস ইউনিভার্স চীন ২০১৭ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হিসেবে ঘোষিত হন। সেবার মিস ইউনিভার্স চীন খেতাব লাভ করেছিলেন রোজেটে কিউ।

মিস ইউনিভার্স চীন ২০১৮[সম্পাদনা]

মেইজু কিন ২০১৮ সালের এপ্রিল মাসের ১৮ তারিখে মিস ইউনিভার্স চীন খেতাব লাভ করেন।[২] ফলশ্রুতিতে তিনি মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় চীনের প্রতিনিধিত্ব করার সুযোগ লাভ করেন।

মিস ইউনিভার্স ২০১৮[সম্পাদনা]

মেইজু কিন ২০১৮ সালে থাইল্যান্ডের ব্যাংককে মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় চীনের প্রতিনিধিত্ব করেছিলেন।তিনি সেখানে খেতাব জিততে পারেন নি। মিস ইউনিভার্স ২০১৮ খেতাব জিতেছিলেন ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Miss Universe China 2018 is Qin Meisu"vnexpress.net (Vietnamese ভাষায়)। ২৭ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৮ 
  2. "Meisu Qin crowned Miss Universe China 2018"Beauty Pageant - India Times। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৮ 
  3. News, Joel Guinto, ABS-CBN। "Catriona Gray crowned Miss Universe"ABS-CBN News