মুরাদ বাকশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুহাম্মদ মুরাদ বাকশ
মুঘল শাহাজাদা
জন্ম৮ ই অক্টোবর ১৬২৪
রোহতাসগড় দুর্গ, মুঘল সাম্রাজ্য(বর্তমান ভারত)
মৃত্যু১৪ই ডিসেম্বর ১৬৬১
গোয়ালিওর দুর্গ, মুঘল সাম্রাজ্য(বর্তমান ভারত)
সমাধি
গোয়ালিওর
দাম্পত্য সঙ্গীসখিনা বানু বেগম
বংশধরমুহাম্মদ ইয়ার মির্জা

ইজ্জাদ বাকশ মির্জা দোস্তদার বানু বেগম আসাইশ বানু বেগম

হামরাজ বানু বেগম
পূর্ণ নাম
মুহাম্মদ মুরাদ বাকশ বিন খুররাম শাহ
পিতাশাহ জাহান
মাতামুমতাজ মহল

মুহাম্মদ মুরাদ বাকশ ফার্সি(محمد مراد بكش)(৯ই অক্টোবর ১৬২৪-১৪ই ডিসেম্বর ১৬৬১)ছিলেন একজন মুঘল শাহাজাদা।তিনি মুঘল সম্রাট শাহ জাহান এবং তার প্রধান সম্রাজ্ঞী মুমতাজ মহল এর সর্বকনিষ্ঠ পুত্র সন্তান।