মুখার্জী-সমর্থ পরিবার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুখার্জী-সমর্থ পরিবার
বলিউড চলচ্চিত্র গোষ্ঠী
দেশব্রিটিশ ভারত (১৯৩০-১৯৪৭)
ভারত (১৯৪৭-বর্তমান)
বর্তমান অঞ্চলউত্তরপ্রদেশ
প্রতিষ্ঠিত১৯৩০-এর দশক
প্রতিষ্ঠাতাশশধর মুখার্জী
সংযুক্ত সদস্য

মুখার্জী-সমর্থ পরিবার বাঙালি-মারাঠি হিন্দু পরিবার যেটি ১৯৩০-এর দশক থেকে বলিউড চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত। শোভনা সমর্থ ১৯৩৫ সালে প্রথম চলচ্চিত্র অভিনয় করেছিলেন। ১৯৭৩ সালে তনুজা শমু মুখার্জীর সাথে বিবাহবন্ধনের মাধ্যমে মুখার্জী-সমর্থ পরিবারের সাথে যুক্ত হয়েছিলেন।[১]

মুখার্জী[সম্পাদনা]

মুখার্জী পরিবার ছিল একটি বাঙালি হিন্দু পরিবার, যার নেতৃত্বে ছিলেন শশধর মুখার্জী। তিনি ফিল্মালয় স্টুডিও প্রতিষ্ঠা করেছিলেন।[২] তিনি অশোক কুমারের বোন সতীরাণী গাঙ্গুলিকে বিয়ে করেছিলেন। তাদের পাঁচ পুত্র রোনো মুখার্জী, জয় মুখার্জী, দেব মুখার্জী, শমু মুখার্জী এবং সুবীর মুখার্জী পারিবারিক অনুসরণে চলচ্চিত্র শিল্পে কর্মজীবন শুরু করেছিলেন। রোনো একটি চলচ্চিত্রের পরিচালনা ও সুর করেছিলেন। তিনি অভিনেত্রী শর্বাণী মুখার্জীর পিতা। জয় ও দেব দুজনেই অভিনেতা ছিলেন। দেবের পুত্র অয়ন মুখার্জি একজন পরিচালক এবং কন্যা সুনিতা পরিচালক আশুতোষ গোয়ারিকরকে বিয়ে করেছেন। শমু একজন পরিচালক ও প্রযোজক ছিলেন। তাঁর কন্যা অভিনেত্রী কাজলতানিশা। চন্দনা মুখার্জী ছিলেন তাঁর সময়ের পণ্ডিত। সমস্ত মুখার্জী সন্তানের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। তিনি তাঁদের সময়ের জমিদার গুহ পরিবারে বিয়ে করেছিলেন। সুবীর মুখার্জী ছিলেন একজন প্রযোজক।

শশধরের কনিষ্ঠ ভাই সুবোধ মুখার্জী ছিলেন একজন পরিচালক, যিনি ২০০৫ সালের ২১ মে মারা যান। তাঁর স্ত্রী কমলা, পুত্র সুভাষ ও সঞ্জয় ও কন্যা গীতাঞ্জলি।

শশধরের জ্যেষ্ঠ ভাই ছিলেন রবীন্দ্রমোহন মুখার্জী। তাঁর ছেলে রাম মুখার্জী ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক এবং ফিল্মালয়া স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা। ২০১৭ সালের ২২ অক্টোবর তিনি মারা যান। তার স্ত্রী কৃষ্ণা মুখার্জী, অভিনেত্রী রানী মুখার্জী[৩] এবং নির্মাতা রাজা মুখার্জী তাদের সন্তান।[৪]

ফিল্মালয়া স্টুডিওস বর্তমানে মুখার্জী ভাইদের মালিকানাধীন।

সমর্থ[সম্পাদনা]

সমর্থ একটি মারাঠি চন্দ্রসেনিয়া কায়স্থ প্রভু (সিকেপি) পরিবার। চলচ্চিত্রে তাঁদের প্রথম উত্তরাধিকার ছিলেন ১৯৪০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী রতন বাঈ তাঁর কন্যা শোভনা সমর্থ (১৯১৬-২০০০) একজন অভিনেত্রী ছিলেন, যিনি লাভ ইন সিমলা (১৯৬০)-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, এতে জয় মুখার্জীও ছিলেন।

উল্লেখযোগ্য বর্তমান সদস্য[সম্পাদনা]

কাজল[সম্পাদনা]

২০১৩ সালে অজয় দেবগনের সাথে কাজল

অভিনেত্রী তনুজা সমর্থ ও চলচ্চিত্রনির্মাতা শমু মুখার্জীর কন্যা, কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।[৫] চলচ্চিত্রে অভিনয়ের জন্য রেকর্ড সংখ্যক পাঁচবার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়াও শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জনকারী প্রথম অভিনেত্রী তিনি। তার ব্লকবাস্টার চলচ্চিত্রের মধ্যে রয়েছে বাজীগর (১৯৯৩), দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে (১৯৯৫), গুপ্ত: দ্য হিডেন ট্রুথ (১৯৯৭), ইশ্‌ক (১৯৯৭), প্যায়ার তো হোনা হি থা (১৯৯৮), কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮), কাভি খুশি কাভি গাম... (২০০১) এবং ফানা (২০০৬)।

কাজল অভিনেতা অজয় দেবগনকে বিয়ে করেছেন।[৬] এই দম্পতির এক কন্যা নাইসা দেবগন[৭] এবং এক পুত্র যুগ দেবগন।[৮] কয়েক বছর ধরে, তিনি বিবাহ এবং মাতৃত্বের দিকে মনোনিবেশের কারণে অভিনয়ে বিরতি নিয়েছিলেন। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত আমির খানের বিপরীতে ফানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রে ফিরে আসেন। কাজল তার স্বামীর পরিচালনায় ইউ মি অর হাম (২০০৮) চলচ্চিত্রে প্রথম অভিনয় করেছেন।

তার ছোট বোন তানিশা মুখার্জী, খালা নূতন, ঠাকুমা শোভনা, দাদি রতন বাই। চাচাতো ভাই শরবানী মুখার্জী, মহনিশ ও রানিও বলিউড অভিনেতা। অন্য এক চাচাত ভাই, আয়ান একজন পরিচালক। তার দাদা কুমারসেন সমর্থ ছিলেন কবি।[৯][১০]

অজয় দেবগন[সম্পাদনা]

রানী মুখার্জী[সম্পাদনা]

আদিত্য চোপড়া[সম্পাদনা]

মোহনিশ বেহল[সম্পাদনা]

অয়ন মুখার্জি[সম্পাদনা]

আশুতোষ গোয়ারিকর[সম্পাদনা]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Cousins Rani Mukherjee and Kajol to be neighbours"। ডিএনএ ইন্ডিয়া। ১৩ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০ 
  2. "The Hindu : The immortal Dadamoni"। Hinduonnet.com। ১০ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৩ 
  3. সেন, রাজা (১৪ নভেম্বর ২০০৭)। "First-time fumblings"। Rediff.com। ২৭ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০০৭ 
  4. "Enter, queen bee's brother"দ্য টেলিগ্রাফ (কলকাতা)। ১৯ জানুয়ারি ২০০৬। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৪ 
  5. রহমান ও ঠাকুর ২০০৯, পৃ. ১০৯।
  6. শ্রীনিবাসন, ভি.এস. (২৫ ফেব্রুয়ারি ১৯৯৯)। "Quietly were they wed" (ইংরেজি ভাষায়)। রেডিফ.কম। ৮ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭ 
  7. "Kajol delivers baby girl"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২০ এপ্রিল ২০০৩। ২০১৩-১১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯ 
  8. "Kajol, Ajay welcome baby boy"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ১৩ সেপ্টেম্বর ২০১০। ২০১৩-১১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯ 
  9. বর্মা, অনুরাধা (১৪ জুন ২০০৯)। "In Bollywood, everyone's related!"দ্য টাইমস অব ইন্ডিয়াদ্য টাইমস গ্রুপ। ২০১৩-১২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭ 
  10. জোশি, তুষার (১২ আগস্ট ২০০৮)। "Waking up Ayan"মিড ডেমুম্বই: মিড ডে ইনফোমিডিয়া। ৩ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭ 

উৎস[সম্পাদনা]

  • রহমান, আর.; ঠাকুর, এ. কে. (২০০৯)। Women Entrepreneurship। দ্বীপ অ্যান্ড দ্বীপ পাবলিকেশন্স। আইএসবিএন 978-81-8450-165-0। ৩০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।