মহর্ষি জাবালি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জাবালি ঋষি (সংস্কৃত: जाबालि ऋषि) বা মহর্ষি জাবালি ছিলেন একজন হিন্দু ঋষি ও দার্শনিক।[১] তাঁর নামে জবলপুর শহরের নামকরণ করা হয়েছে।[২]

তিনি সত্যকাম জাবাল এর বংশধর, একজন দাসীর পুত্র, এবং শূদ্র বর্ণের অন্তর্ভুক্ত ছিলেন।[২] সত্যকামকে গৌতম ঋষি উপাধ্যায় দিয়েছিলেন, যার ভিত্তিতে তিনি ব্রাহ্মণ হয়েছিলেন।[২]

কিংবদন্তি[সম্পাদনা]

জাবালি বহু বছর নর্মদা নদীর তীরে ধ্যান করে কাটিয়েছেন।[৩][৪] এই এলাকার গুহা এবং মার্বেল শিলা কখনও কখনও আশ্রয় হিসাবে ব্যবহৃত হত।[৪] জাবালি তিরুমালার পবিত্র স্থানে বাস করতেন এবং তপস অনুশীলন করতেন, যেটি আজ তিরুপতির কাছে "জাবালি থেরথাম" নামে পরিচিত।[৩][৪] গুরুতর গ্রহ দোষের সমাধান করতে এবং দেবতা হনুমানবিগ্নেশ্বরের উপাসনা করতে মানুষ বর্তমানে এই স্থানে যান।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. About: Jaabaali, dbpedia.org (ইংরেজি ভাষায়)''
  2. Find the word definition, What is "jaabaali"
  3. JAABAALI, INTRODUCTION, BY R.HARISHANKAR, hinduscriptures (ইংরেজি ভাষায়)
  4. Jaabaali, Leben, de.wikibrief.org (ইংরেজি ভাষায়)