মসজিদে ওমর ইবনে আল-খাত্তাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওমর ইবনে খাত্তাব মসজিদ
২০১০ সালে মসজিদের বাহির হতে
ধর্ম
পবিত্রীকৃত বছর১৯৮৩
অবস্থান
অবস্থানফজ ডু লাগচি, ব্রাজিল
দেশব্রাজিল
স্থাপত্য
ধরনমসজিদ
প্রতিষ্ঠার তারিখ২৩ মার্চ ১৯৮৩
বিনির্দেশ
গম্বুজসমূহ
মিনার

ওমর ইবনে আল-খাতব মসজিদ (মেসকিটা ফোজ ডু ইগুয়াউ) ব্রাজিলের পারানির ফোস ডো ইগুয়াউতে অবস্থিত একটি মসজিদ। এটি ইগুয়াসু জলপ্রপাতের নিকটবর্তী শহরে অবস্থিত।[১]

ইতিহাস[সম্পাদনা]

সাদা রঙে আঁকা একটি সুন্দর বাহ্যিক নকশার সমন্বয়ে ১৯৮৩ সালের ২৩ মার্চ মসজিদটির উদ্বোধন করা হয়েছিল। এর স্থাপত্যটি জেরুজালেমের আল-আকসা মসজিদ এর মত করা হয়েছে হয়েছিল। মসজিদটির নামকরণ করা হয়েছে ওমর ইবনে আল-খাত্ততাবের নামে। মসজিদের বাইরে লম্বা দুটি মিনার রয়েছে।

মসজিদের অভ্যন্তরটি বাইরের চেয়েও সুন্দর। এখানে একটি প্রশস্ত মূল প্রার্থনা হল রয়েছে যা মোট নির্মিত আয়তনের ৪০০মিটার আয়তন ৬০০মিটার প্রধান প্রার্থনা স্থান মসজিদের সামনে দেয়ালে একটি সুন্দর মিহরাব নির্মিত রয়েছে। মসজিদের সুন্দরভাবে সাজানো মিহরাব সৌদি আরবের পবিত্র মসজিদ মক্কার দিকে দিক নির্দেশ করে, যেখানে নামাজ আদায় করার সময় সমস্ত মুসলমানকে মুখোমুখি হতে হয়।

চিত্র[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mesquita"pmfi.pr.gov.br। ২০ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৮