মনামী ঘোষ
অবয়ব
মনামী ঘোষ | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯৭ - বর্তমান |
মনামী ঘোষ ভারতের পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় বাঙালি চিত্রাভিনেত্রী৷ ছোটবেলা কেটেছে বসিরহাট শহরে৷ ছোটবেলায় নৃত্যশিক্ষা করেন ও বহুবার মঞ্চেও নৃত্য পরিবেশন করেছেন৷ ১৯৯৭ সালে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন সমরেশ মজুমদার রচিত উপন্যাস সাত কাহন অবলম্বনে দেবীদাস ভট্টাচার্য্যের টেলিভিশনের চলচ্চিত্রের নায়িকা চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে৷
তার অভিনীত ছায়াছবিগুলির মধ্যে ষড়রিপু, কালোচিতা, বনভূমি, বক্স নং ১৩১৩ অন্যতম৷ এছাড়া তার অভিনীত টেলিভিশন ধারাবাহিকগুলির মধ্যে শ্যাওলা, সাতকাহন, এক আকাশের নিচে, কস্তুরী, ইরাবতীর চুপকথা।
কাজসমূহ
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]- মাটি (২০১৮) জিনিয়া হিসেবে
- এক মুঠো ছবি
- বেলাশেষে (২০১৫) পিউ হিসেবে
- ওগো বধু সুন্দরী (২০১০)
- ভূতের ভবিষ্যৎ (২০১২) লছমি হিসেব
- ভালু সরদার (২০১২)
- হয়তো প্রেমের জন্য (অপ্রকাশিত)
- বক্স নং ১৩১৩ (২০০৮)
- কালোচিতা (২০০৪)
- বেলা শুরু (২০১৯)
টেলিভিশন
[সম্পাদনা]শ্রী রামকৃষ্ণ. ডিডি বাংলা মা সারদা 1998
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Monami Ghosh Age, Boyfriend, Husband, Wiki & Biography"। muchfeed.com। ২০২০-১১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৩।