মণিপুরের পাঙ্গাল গণহত্যা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৯৩ এর পাঙাল গণহত্যা
ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা এবং হিংসাত্মক ঘটনাবলি-এর অংশ
মণিপুর রাজ্যের অবস্থান
তারিখ৩ মে, ১৯৯৩
অবস্থান
প্রক্রিয়াসমূহহত্যাকাণ্ড, লুণ্ঠন
নাগরিক সংঘাতের দলসমূহ
ক্ষয়ক্ষতি
এককভাবে পাঙাল নিহত হয়েছিল৷
৯০-১৩০ জন নিহত হয়েছিল

টেমপ্লেট:ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা এবং হিংসাত্মক ঘটনাবলি

১৯৯৩ এর পাঙাল গণহত্যা হল ভারতের মণিপুর রাজ্যের আদিবাসী পাঙাল মুসলিম সম্প্রদায়ের উপর সংখ্যাগুরু মণিপুরীদের দ্বারা কৃত এক নরসংহার৷ এটা ৩ মে ১৯৯৩ সালে সংঘটিত হয়েছিল৷[১][২][৩]

পটভূমি[সম্পাদনা]

ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে হিন্দু ও মুসলমানদের মধ্যে ধর্মীয় সহিংসতা দেখা যায়নি, যা উত্তর ভারতে তুলনামূলক বেশি৷ তবে ভূমি বিরোধ এবং বাঙালি মুসলমানদের অনুপ্রবেশ নিয়ে ভয় রয়েছে।[৪] পাঙ্গাল সম্প্রদায় সপ্তদশ শতাব্দীতে এ অঞ্চলে বসতি স্থাপন করে। তাদের নাম হয় মৈতৈলন বা পাঙ্গাল।[৫]

মূল ঘটনা[সম্পাদনা]

কীভাবে সহিংসতা শুরু হয়েছিল তা নিয়ে পরস্পর বিরোধী বিবরণ রয়েছে৷ একটি বর্ণনা বলছে যে হিন্দু বিচ্ছিন্নতাবাদীরা একজন মুসলিম অস্ত্র চোরাকারবারীর কাছ থেকে অস্ত্র কেনার চেষ্টা করে প্রত্যাখ্যাত হয়ে ঘটনার সূত্রপাত ঘটায়। অন্য একটি বিবরণ বলছে যে হিন্দু বিদ্রোহীরা একটি মুসলিম গ্রাম থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছিল যারা প্রতিরোধ করেছিল তাদের উপর আক্রমণ হয়েছিল।[৬] সহিংসতা 1993 সালের 3 মে হতে শুরু হয়ে এবং 5 মে পর্যন্ত অব্যাহত থাকে। মুসলিম যাত্রীদের বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পাঙ্গাল ও মৈতৈয়ের মধ্যে সংঘর্ষ হয়৷[৭] লোকজন রাস্তাঘাটে মরে পরেছিল, বাড়িঘর, দোকানপাট আগুনে পুড়েছিল[৮] এক হিসেব মতে, ৯০ হতে ১৩০ জন লোক হত্যাকাণ্ডের শিকার হয়েছিল[৯][৮] রাজ্য সরকার দাঙ্গার পর রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে মণিপুরের উপজাতিদের সাথে কাজ করেছে।[১০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Manipur at a Glance An Ethnics Dilemma Part 2 By Khulakfam Altab Ali"e-pao.net। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "How mob justice in Manipur was given a communal tone"Rediff (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৯ 
  3. Datta-Ray, B. (২০০৬)। The Journal of the North-East India Council for Social Science Research (ইংরেজি ভাষায়)। B. D. Ray। পৃষ্ঠা 76। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৯ 
  4. https://www.chicagotribune.com/news/ct-xpm-1993-05-05-9305050344-story.html
  5. https://www.newsclick.in/troll-army-strikes-manipuri-pangal-community
  6. name="CT">
  7. Ahmed, Farzand (৩১ মে ১৯৯৩)। "Naga-Kuki clash: Communal riots rouse temperatures in Manipur"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৯ 
  8. Mander, Harsh। "Lynching of young Muslim entrepreneur in Manipur last year shows such acts are carefully planned"Scroll.in। Scroll India। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৯ 
  9. Dutta, Anuradha; Bhuyan, Ratna (২০০৮)। Women and Peace: Chapters from Northeast India (ইংরেজি ভাষায়)। Akansha Publishing House। পৃষ্ঠা 78। আইএসবিএন 9788183701266। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৯ 
  10. Das, Samir Kumar (২০০৮)। Blisters on their Feet: Tales of Internally Displaced Persons in India's North East (ইংরেজি ভাষায়)। SAGE Publications India। পৃষ্ঠা 208। আইএসবিএন 9788132100195। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৯