মণিকুন্তলা সেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মণিকুন্তলা সেন
জন্ম(১৯১০-১২-১১)১১ ডিসেম্বর ১৯১০
বরিশাল ব্রিটিশ ভারত (বর্তমানে বাংলাদেশ)
মৃত্যু১১ সেপ্টেম্বর ১৯৮৭(1987-09-11) (বয়স ৭৬)
পেশাস্বাধীনতা সংগ্রামী, শিক্ষকতা ও জননেত্রী
দাম্পত্য সঙ্গীজলি কল
পিতা-মাতাবিলাশচন্দ্র সেন (পিতা)

মণিকুন্তলা সেন (১১ ডিসেম্বর ১৯১০ - ১১ সেপ্টেম্বর ১৯৮৭) ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম কয়েকজন সক্রিয় মহিলা সদস্যাদের মধ্যে অন্যতম। অবিভক্ত বাংলার প্রথম সারির মহিলা নেত্রী ও বঙ্গীয় প্রাদেশিক মহিলা আত্মরক্ষার সমিতির অন্যতম প্রতিষ্ঠাত্রী। উনি ওনার স্মৃতিকথা 'সেদিনের কথা' (ইংরেজিতে 'ইন সার্চ অফ ফ্রিডম: অ্যান আনফিনিশড জার্নি') - এর জন্য বিখ্যাত।[১]

জন্ম ও প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মণিকুন্তলা সেনের জন্ম ১৯১০ খ্রিস্টাব্দের ১১ ডিসেম্বর [২] অধুনা বাংলাদেশের বরিশালে। পিতা বিলাশচন্দ্র সেন ছিলেন বরিশাল জেলার স্থানীয় জমিদারের কমন ম্যানেজার। উনি বিখ্যাত জাতীয়তাবাদী নেতা ও শিক্ষাবিদ অশ্বিনী কুমার দত্ত, যিনি ওনার পরিবারের পরিচিত ছিলেন, দ্বারা প্রভাবিত হন। এছারাও ছিলেন উনি যেখান থেকে স্নাতক হন, সেই ব্রজমোহন কলেজের অধ্যক্ষ জগদীশ চন্দ্র মুখোপাধ্যায়। ১৯২৩ সালে মহাত্মা গান্ধী যখন বরিশালে যান তখন ওনারে সাথে মণিকুন্তলা সেনের দেখা হয়।[৩]

রচিত গ্রন্থ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. আইএসবিএন ৮১-৮৫৬০৪-২৬-৬
  2. অঞ্জলি বসু সম্পাদিত,সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ২৯২, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
  3. Sengupta, Nitish K. (২০১১)। Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to MujibPenguin Books। পৃষ্ঠা 212। আইএসবিএন 978-0143416784