ভবানী (অভিনেত্রী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভবানী
জন্ম
চেন্নাই, ভারত
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৭৪–বর্তমান
দাম্পত্য সঙ্গীরেঘু কুমার (সংগীত পরিচালক)

ভবানী (জন্ম: ৯ নভেম্বর, ১৯৫৩[তথ্যসূত্র প্রয়োজন]), একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী। তিনি মালয়ালম, কন্নড়, তামিল এবং তেলুগু সিনেমাতে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। [১] তিনি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির প্রধান অভিনেত্রী ছিলেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

ভবানীর জন্য চেন্নাইয়ে। তিনি মালায়ালাম প্রযোজক এবং সংগীত পরিচালক রেঘু কুমারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রেঘু থালাভাট্টম এবং হ্যালো মাই ডিয়ার রাং নম্বরের মত জনপ্রিয় চলচ্চিত্রের জন্য পরিচিত ছিলেন। [২] এ দম্পতির ঘরে দু’জন কন্যা সন্তান জন্ম নেয়– ববিতা এবং ভাবনা। [৩] বিয়ে-বাচ্চার পর ভবানী মালয়ালম চলচ্চিত্র থান্ডবম এর মাধ্যমে আবার অভিনয়ে ফিরে আসেন। বর্তমানে তিনি তামিল সিরিয়ালে অভিনয় করছেন। [৪] তিনি তেলুগু অভিনেত্রী গায়ক রুশ্যেন্দ্রমণির নাতনি। তার মাতৃভাষা তেলুগু।

কর্মজীবন[সম্পাদনা]

ভবানীর অভিনয়ে হাতেখড়ি কন্নড়ের চলচ্চিত্র ভূতায়না মাগা আয়ু (১৯৭৪) তে অভিনয়ের মাধ্যমে। এ চলচ্চিত্রে অভিনয় করে তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। এ চলচ্চিত্রেই তিনি কিংবদন্তি অভিনেত্রী, পরামর্শদাতা এবং মাতামহী রুশ্যেন্দ্রমণির সাথে সহ-অভিনেত্রী সাথে কাজ করেন। অবশ্য একই ছবির জন্য রুশ্যেন্দ্রমণিও সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। এ সাফল্যের পর তিনি মাত্র চার বছরের ব্যবধানে ৭৫টি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৭০ এর দশকে তিনি তামিল, কন্নড়, তেলুগু এবং মালয়ালম চলচ্চিত্রে শীর্ষস্থানীয় অভিনেত্রীদের একজন হিসাবে বিবেচিত হয়েছিলেন। এছাড়াও তিনি মালয়ালম ভাষায় প্রেম নাজির, জয়ান এবং সুকুমারন, কন্নড় ভাষায় বিষ্ণুবর্ধন এবং রজনীকান্ত, তামিল ভাষায় আর. মুথুরামন, জয়শঙ্কর, এমজি রামচন্দ্রন, এবং শিবাজি গণেসান এবং এনটি রামা রাও, চন্দ্রামো, চন্দ্রামুরি, বালকৃষ্ণ এবং তেলুগু চলচ্চিত্রের শ্রীধর এর মত প্রভাবশালী অভিনেতাদের সাথে অভিনয় করেন। তিনি মালায়ালাম মুভি লিসা -তে অভিনয়ের জন্য বিখ্যাত হয়েছিলেন। বর্তমানে টিভি ধারাবাহিকে মা ও নেতিবাচক চরিত্রে অভিনয়ে ব্যস্ত তিনি।[তথ্যসূত্র প্রয়োজন]

চলচ্চিত্র তালিকা[সম্পাদনা]

মালয়লাম[সম্পাদনা]

  • কালভম (২০০৬) .... লক্ষ্মী (লাচু)
  • পৌরাণ (২০০৫) .... ললিথাম্বিকা
  • কথা (২০০৫) .... নন্দনের মা
  • কেরালা হাউস উদান ভিল্পনাক্কু (২০০৪) .... দীনেশের মা
  • কান্নিনুম কান্নাদিক্কুম (২০০৪) .... অভিরামীর মা
  • ব্যালেটান (২০০৩) .... দেবকীর মা
  • থান্ডবম (২০০২).... স্বানিনাথনের স্ত্রী
  • নরেন্দ্রন মাকান জয়কান্তন ভাকা (২০০১) .... বিনোধিনীর মা
  • মুথুচিপ্পিকাল (১৯৮০) .... দেবু
  • সরস্বতীয়ামম (১৯৮০) .... শালিনী
  • প্রতীক্ষা (১৯৭৯)
  • পাম্বারম (১৯৭৯) .... গীতা
  • সর্পম (১৯৭৯) .... সাহেরা
  • ভালেদুথাভান ভালাল (১৯৭৯)
  • অনুপল্লবী (১৯৭৯) .... মালিনী
  • মোচনম (১৯৭৯) .... জানু
  • পরীক্ষা (১৯৭৯)
  • সরপঞ্চরাম (১৯৭৯) .... মল্লি
  • ইভাল ওরু নাদোদি (১৯৭৯)
  • ইথা ওরু থেরাম (১৯৭৯) ..... ভালসালা
  • মামাঙ্কম (১৯৭৯) .... সুহারা
  • নীলথামারা (১৯৭৯) .... রত্নম
  • চুলা (১৯৭৯)
  • পিচিপু (১৯৭৮)
  • অষ্টমুদিককাল (১৯৭৮)
  • মাত্তোরু কারনান (১৯৭৮)
  • লিসা(১৯৭৮) ... পি লক্ষ্মী

আম্মুভিন্টে আত্তিঙ্কুট্টি (১৯৭৮)

কন্নড়[সম্পাদনা]

তামিল[সম্পাদনা]

  • উঝাইকুম কারাঙ্গল (১৯৭৬) .... কুমারী পঙ্কজাম চরিত্রে - তামিল ভাষায় অভিষেক
  • ভদ্রকালী (১৯৭৬) .... জয়ন্তী চরিত্রে
  • "সহোদারা সপাথম" (১৯৭৭)
  • আসাই মানবী (১৯৭৭)
  • ওরুভানুক্কু ওরুথি (১৯৭৭)
  • সোনাথাই সেভেন (১৯৭৭)
  • পুন্নিয়া বুমি (১৯৭৮)
  • আলী দরবার (১৯৭৮)
  • ভারুভান ভাদিভেলান (১৯৭৮)
  • আভাল ওরু পচাইকুজন্ধাই (১৯৭৮)
  • চিন্না চিন্না ভিদু কাট্টি (১৯৮০)
  • ইরাত্তাই মনিথান (১৯৮২) ... ভবানী চরিত্রে
  • মারিকোঝুন্ধু (১৯৯১) ... এঝুথু চরিত্রে
  • মারভান (১৯৯৩)
  • ভান্দিচোলাই চিনরাসু (১৯৯৪)
  • "সিলুনু ওরু সন্ধিপ্পু" (২০১৩)

তেলেগু[সম্পাদনা]

  • বনজা গিরিজা (১৯৭৬)
  • সীতা গীতা দাতিতে (১৯৭৭)… দীপা চরিত্রে
  • শ্রী মদবীরতা পারভম (১৯৭৭)… উত্তরা চরিত্রে

টেলিভিশন[সম্পাদনা]

বছর টিভি অনুষ্ঠান চ্যানেল ভাষা মন্তব্য
২০০৩ পার্বতী সূর্য টিভি মালায়লাম
২০০৪ বিভাহিত এশিয়ানেট মালায়লাম
২০০৫ কদমাত্তথু কাথানার এশিয়ানেট মালায়লাম
২০০৫ বসন্তাম সান টিভি তামিল
২০০৫–২০০৬ সেলভি সান টিভি তামিল
২০০৮–২০১০ পারিজাতাম এশিয়ানেট মালায়লাম
২০০৯–২০১০ সুন্দরকান্দা জেমিনি টিভি তেলেগু
২০০৯ কল্যানম সান টিভি তামিল
২০১০ আবিরমি কালাইগনার টিভি তামিল
২০১০ ইলাভারসি সান টিভি তামিল
২০১০ মুন্ধনাই মুদিচু সান টিভি তামিল তার স্থলাভিষিক্ত হয়েছেন রেখা সুরেশ
২০১১ মুথারাম সান টিভি তামিল জে ললিতার স্থলাভিষিক্ত
২০১১–২০১২ পারিজাতাম বিজয় টিভি তামিল
২০১২–২০১৩ ভাল্লী সান টিভি তামিল
২০১২–২০১৩ পোক্কিশাম কালাইঙ্গার টিভি তামিল
২০১২ পারিজাত তারকা সুবর্ণা কন্নড়
২০১৩–২০১৪ ভাগ্যদেবতা মাজহাবিল মনোরমা মালায়লাম
২০১৩–২০১৪ দেবমগল সান টিভি তামিল
২০১৪ কল্যাণ পরীসু সান টিভি তামিল ধারিণী দ্বারা প্রতিস্থাপিত
২০১৪ আক্কা থাঙ্গাই কালিনার টিভি তামিল
২০১৪–২০১৫ অন্ডাল আজাগর বিজয় টিভি তামিল স্থলাভিষিক্ত হয়েছেন শান্তি উইলিয়ামস
২০১৫–২০১৭ কায়রাসি কুদুম্বম জয়া টিভি তামিল
২০২০ নিন্নে পেল্লাদথা জি তেলেগু তেলেগু

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Music Director Raghu Kumar Died"। ২৬ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৪ 
  2. "Manorama Online | Malayalam News | Latest News |"। ২০ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৪ 
  3. "Music composer Raghu Kumar is no more"Kerala Online News। ২৬ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৪ 
  4. "Music director Raghu Kumar passes away"। ২৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]