ব্যবহারকারী আলাপ:Yasin Ararat

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আধুনিক শিক্ষার সমন্বয়ে উন্নতমানের একটি দ্বীনি প্রতিষ্ঠান

ইমামগঞ্জ নাগেরহাট নুরানী দাখিল মাদ্রাসা

গ্রামঃ নন্দীগ্রাম, থানাঃ চন্দ্রগঞ্জ, উপজেলাঃ সদর, লক্ষ্মীপুর। স্থাপিত ১৯৯৭ ইং

বিভাগ সমূহ

নূরানী বিভাগ

এবতেদায়ী বিভাগ

দাখিল বিভাগ

সুপার (প্রধান) মাওলানা আলমগীর কবীর

বৈশিষ্ট সমূহঃ

১। সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।

২। নিরিবিলি মনোরম পরিবেশে মাদ্রাসাটি অবস্থিত।

৩। একঝাঁক অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান

৪। দূর্বল ও অমনোযোগী ছাত্র-ছাত্রীদের যত্ন সহকারে পাঠদান করা হয়। ৫। লেখা-পড়ার মান উন্নয়নের লক্ষে মাসিক পরীক্ষা গ্রহণ।।

৬। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা।

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

ইমামগঞ্জ (নাগেরহাট) নূরানী দাখিল মাদ্রাসা নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ইমামগঞ্জ (নাগেরহাট) নূরানী দাখিল মাদ্রাসা নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণের জন্য বিচারধারার স১ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে, কারণ এই পাতাটিতে পূর্বেও কখনো গঠনমূলক কোনো তথ্য সংযোজিত হয়নি, অথবা নিবন্ধের অধিকাংশ স্থানে স্পষ্টত অর্থহীন শব্দ ব্যবহার করা হয়েছে। আপনি যদি পরীক্ষা করার জন্য এই নিবন্ধটি তৈরী করে থাকেন, তবে অনুগ্রহ করে খেলাঘর পাতায় আপনার এই ধরনের পরীক্ষাগুলো সম্পন্ন করুন। এই বিষয়ে কোনো তথ্য জানার থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। ইউনুছ মিঞা (আলাপ) ২১:০৩, ১০ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ইমামগঞ্জ নাগের হাট নূরানী দাখিল মাদ্রাসা[সম্পাদনা]

বিস্মিল্লাহির রাহমানির রাহিম

আধুনিক শিক্ষার সমন্বয়ে উন্নতমানের একটি দ্বীনি প্রতিষ্ঠান

ইমামগঞ্জ নাগেরহাট নুরানী দাখিল মাদ্রাসা

গ্রামঃ নন্দীগ্রাম, থানাঃ চন্দ্রগঞ্জ, উপজেলাঃ সদর, লক্ষ্মীপুর।

বিভাগ সমূহ

নূরানী বিভাগ

এবতেদায়ী বিভাগ

দাখিল বিভাগ

বৈশিষ্ট সমূহঃ

১। সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।

২। নিরিবিলি মনোরম পরিবেশে মাদ্রাসাটি অবস্থিত।

৩। একঝাঁক অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান

৪। দূর্বল ও অমনোযোগী ছাত্র-ছাত্রীদের যত্ন সহকারে পাঠদান করা হয়। ৫। লেখা-পড়ার মান উন্নয়নের লক্ষে মাসিক পরীক্ষা গ্রহণ।।

৬। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা।

(সুপার) 01740-938268, (মাওঃ হাবিবুর রহমান) 01777-928083 (পারভেজ মোশাররফ) 01727-113627, (মাওঃ মানসুর আহম্মদ) 01747-045521 Yasin Ararat (আলাপ) ২১:৫৭, ১০ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

মাওলানা নুরুল হুদা হাফিযাহুল্লাহ[সম্পাদনা]

মাওলানা নুরুল হুদা হাফিজাহুল্লাহ লক্ষ্মীপুরের দত্তপাড়া ইউনিয়নের বরপাড়া গ্রামে ২৪/১২/১৯৬০ ইং সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তার পিতার  মরহুম আবদুল ওয়াহাব  ও দাদা আব্দুল কাদের মুন্সি। পারিবারিক ভাবেই তারা ছিলেন দ্বীনদার ও ধর্মের প্রতি অনুরাগী।

দশ ভাই বোনের মধ্যে তিনি সর্ব কনিষ্ঠ।

ছোট বেলা থেকে পিতা মাতার নিবিড় তত্বাবধানে  বেড়ে ওঠেন। এবং নিজ বাবার কাছে পবিত্র কুরআন শিখার মধ্য দিয়ে পড়া লেখার বিসমিল্লাহ করেন।

বরপাড়া নিবাসী মাও. আব্দুল জাব্বার কাসেমী (রহ.)'র কাছে পবিত্র কুরআনের নাজেরা ও তালিমুল ইসলাম  কিতাবের সম্পূর্ণ পাঠ লাভ করেন।

ছোট বেলায় তাকে নিজ গ্রামে প্রাচীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হলে সেখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়া লেখা করেন। অত:পর দত্তপাড়া রামরতন হাইস্কুল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে পঞ্চম শ্রেণীর পড়া শেষ করে রামরতন হাইস্কুলে ভর্তি হয়ে সেখানে কিছুদিন পড়াশোনা করেন।

তার আব্বা ও মেঝ ভাই মরহুম হারুনুর রশীদ তারা উভয় পরামর্শ করে তাকে বটতলীর মাওলানা সাহেবের সান্নিধ্যে নিয়ে গেলে মাও. সাহেব নিজ তত্বাবধানে বটতলী  মাদরাসায় ভর্তি করেন।

সেখানে মাদরাসা শিক্ষার  প্রাথমিক ও মাধ্যমিক স্তর শেষ করে ফেনী ছাগলনাইয়া আযীযিয়া মাদরাসায় ভর্তি হন।সেখানে মাও. বজলুর রহমান (খলীফা শাহ সুলতান আহমদ নানুপুরী) সাহেবের তত্বাবধানে উচ্চ মাধ্যমিক স্তর শেষ করে অতঃপর  উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার বিখ্যাত দ্বীনি বিদ্যাপিঠ জামিয়া বাবুনগরে পাড়ি জমান এবং সেখানে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর (দাওরায়ে হাদীস) সমাপ্ত করেন।

হাদীস বিষয়ক আরো উচ্চতর ডিগ্রি লাভের জন্য জামিয়া বাবুনগরের উলূমুল হাদীস বিভাগে আরো একবছর নিজেকে অধ্যায়ের কাজে নিয়োজিত রাখেন।

অধ্যায়ন শেষে তিনি গবেষণামূলক দুটি প্রবন্ধ (থিসিস) লিখে নিজের মেধা ও কৃতিত্বের সাক্ষর রাখেন।

প্রবন্ধ দুটি

১. تخريج أحاديث الدجال

২. فتح الودود برجال أبي داؤد

জামিয়া বাবুনগরে অধ্যায়নকালে তিনি উপমহাদেশের বহু বিখ্যাত আলেমগনের শিষ্যত্ব লাভ করে ধন্য হন।

তাদের মধ্যে যাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য

আল্লামা হারুন বাবুনগরী (রহ.)

আল্লামা ইসহাক আল-গাজী (রহ.) বড় ভাই হারুন ইসলামাবাদী

আল্লামা ইউনুস (রহ.) হাটহাজারী

আল্লামা উবাইদুর রহমান (রহ.) বড় ভাই ফকিহুল মিল্লাত

আল্লামা আবুল হাসান (রহ.) লিখক তানযীমুল আশতাত

আল্লাম মুহিব্বুল্লাহ বাবুনগরী (রহ.) আমীরে হেফাজত

আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) সাবেক শাইখুল হাদীস জামিয়া হাটহাজারী

পড়ালেখা শেষে এই মহা মনীষী শিক্ষকতা পেশার মধ্য দিয়ে নিজের বর্ণাঢ্য কর্ম জীবন শুরু করেন।

কর্ম জীবনে তিনি পাঠদান ও প্রজন্ম গঠনে নিজেকে নিয়োজিত রাখেন।

স্বীয় উস্তাদ আল্লামা বাবুনগরী পরামর্শে খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলাধীন তবলছড়ী কওমী মাদরাসায় সর্বপ্রথম শিক্ষক হিসেবে নিয়োগ পান।

সেখানে তিন বছর শিক্ষকতা করে বাবুনগরীরই তত্বাবধানে কুমিল্লা চৌদ্দগ্রামের নারানকরা মাদরাসায় দুই বছর পাঠদান করান। সেখানে সহীহ মুসলিম সহ হাদীস শাস্ত্রের আরো অনেক গুরুত্বপূর্ণ কিতাবের দরস দান করেন।

অতঃপর বাবুনগরীরই নির্দেশে ফেনী পরশুরাম গুথুমা দারুস সুন্নাহ মাদরাসায় তিন বছর পাঠদান করে বটতলীর মাওলানা আব্দুল কবীর (রহ.) সাহেবের আহ্বানে বাবুনগরীর পরামর্শক্রমে বটতলী মাদরাসায় এসে দীর্ঘ দশ বছর কওমী সিলেবাসের অনেক গুরুত্বপূর্ণ কিতাবের পাঠদান কারন।

বটতলী মাদরাসায় থাকাকালীন সময় ২০০৩ ইং সালে তিনি দত্তপড়ায় ইলমী নববীর ছোট্ট একটি বীজ বপন করেন। কিছুদিন বটতলী মাদরাসায় থেকে আমীরুল মুমিনীন মাদরাসা পরিচলনা করেন। সময়ের প্রেক্ষিতে এলাকাবাসীর আবেদনে তার আধ্যাত্মিক শায়েখ ও উস্তাদ মুফতী সাঈদ (রহ.) এর পরামর্শে বটতলী মাদরাসার আব্দুল কবীর সাহেব (রহ.) থেকে অনুমতি নিয়ে ২০০৫ ইং সালে আমীরুল মুমিনীন মাদরাসকে গড়ার লক্ষ্যে পুরোদমে প্রস্তুতি নিয়ে চলে আসেন।

অদ্যাবধি অত্যান্ত সুনামের সাথে  মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।

বর্তমান মাদরাসার সার্বিক উন্নতি চোখে পড়ার মত।

আধ্যাত্মিক উন্নতি সাধনের লক্ষ্যে অষ্টম শ্রেণী পড়াকালীন সময় স্বীয় উস্তাদ মুফতী সাঈদ আহমদ (রহ.) তাকে শাহ সুলতান আহমদ নানুপুরীর হাতে বায়াত করান। নানুপুরী (রহ.) এর ইন্তিকালের পর সাঈদ আহমদ (রহ.) এর কাছে বায়াত হন। এবং সর্বশেষ তার থেকে ইজাজত লাভ করেন।

পারিবারিক জীবনে তিন ছেলের জনক তিনি, তার প্রত্যেক ছেলেই হাফেজ আলেম। Yasin Ararat (আলাপ) ২২:৩৫, ১০ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

দত্তপাড়া আমীরুল মুমিনীন কওমী মাদরাসা[সম্পাদনা]

দত্তপাড়া আমীরুল মুমিনীন কওমী মাদরাসা[সম্পাদনা]

দত্তপাড়া আমীরুল মুমিনীন মাদরাসা লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া ইউনিয়নের উত্তর দত্তপাড়ায় অবস্থিত। মাদ্রাসাটি স্থানীয় লোকদের নিকট আমীরুল মুমিনীন মাদরাসা হিসাবে সুপরিচিত। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি সুপ্রাচীন এবং এলাকার সুনামধন্য একটি আধুনিক শিক্ষায় সমন্বিত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান।

দত্তপাড়া আমীরুল মুমিনীন কওমী মাদরাসা

ঠিকানা

দত্তপাড়া, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর, দত্তপাড়া ইউনিয়ন

লক্ষ্মীপুর

৩৭০৬

বাংলাদেশ

তথ্য

নীতিবাক্য

"হে প্রভু আমাকে জ্ঞান দাও"

প্রতিষ্ঠাকাল

১ জানুয়ারি ২০০৩; ২২ বছর আগে

প্রতিষ্ঠাতা

মাওলানা নুরুল হুদা

মাদরাসা বোর্ড

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)

অধ্যক্ষ

মাওলানা নুরুল হুদা

শিক্ষার্থী সংখ্যা

৫০০(প্রায়)

ভাষা

বাংলা, আরবি এবং ইংরেজি ও উর্দু

আয়তন

৩০ শতক

ক্যাম্পাসের ধরন

গ্রাম

বিভাগ সমূহ[সম্পাদনা]

নূরানী বিভাগ

এবতেদায়ী বিভাগ

মাধ্যমিক বিভাগ

উচ্চ মাধ্যমিক বিভাগ

বৈশিষ্ট্য সমূহ[সম্পাদনা]

নিরিবিলি মনোরম পরিবেশে মাদ্রাসাটি অবস্থিত।

একঝাঁক অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান।

আমল আখলাক ও নৈতিকতাবোধ জাগ্রত করার প্রতি সার্বক্ষণিক প্রচেষ্টা করা হয়।

আরবী ও ইংরেজি ভাষার প্রতি বিশেষ গুরুত্বদান।

দূর্বল ও অমনোযোগী ছাত্র-ছাত্রীদের যত্ন সহকারে পাঠদান করা হয়।

ছাত্রদের মেধা বিকাশে প্রতি সপ্তাহে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লেখা-পড়ার মান উন্নয়নের লক্ষে মাসিক পরীক্ষা গ্রহণ।

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে।

ফলাফল ও কৃতিত্ব[সম্পাদনা]

বিগত বছরের পাশের হার ১০০%। প্রত্যেক বছর এ প্রতিষ্ঠান থেকে সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সাথে শিক্ষার্থীরা ফলাফল করে আসছে। এবং বিভিন্ন ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। Yasin Ararat (আলাপ) ০৭:৩৫, ১১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন


দত্তপাড়া আমীরুল মুমিনীন কওমী মাদরাসা

ঠিকানা

দত্তপাড়া, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর, দত্তপাড়া ইউনিয়ন

লক্ষ্মীপুর

৩৭০৬

বাংলাদেশ

তথ্য

নীতিবাক্য

"হে প্রভু আমাকে জ্ঞান দাও"

প্রতিষ্ঠাকাল

১ জানুয়ারি ২০০৩; ২২ বছর আগে

প্রতিষ্ঠাতা

মাওলানা নুরুল হুদা

মাদরাসা বোর্ড

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)

অধ্যক্ষ

মাওলানা নুরুল হুদা

শিক্ষার্থী সংখ্যা

৫০০(প্রায়)

ভাষা

বাংলা, আরবি এবং ইংরেজি ও উর্দু

আয়তন

৩০ শতক

ক্যাম্পাসের ধরন

গ্রাম

বিভাগ সমূহ[সম্পাদনা]

নূরানী বিভাগ

এবতেদায়ী বিভাগ

মাধ্যমিক বিভাগ

উচ্চ মাধ্যমিক বিভাগ

বৈশিষ্ট্য সমূহ[সম্পাদনা]

Yasin Ararat (আলাপ) ০৯:২০, ১১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:Yasin Ararat পাতাটি দ্রুত অপসারণ করা হয়েছে[সম্পাদনা]

হ্যালো, এবং উইকিপিডিয়াতে স্বাগতম। আপনার তৈরি ব্যবহারকারী:Yasin Ararat পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করা হয়েছে। দ্রুত অপসারণ মানদণ্ডের ব্য৫ অনুচ্ছেদের অধীনে এটি করা হয়েছে, কারণ পাতাটির লেখা, তথ্য, আলোচনা, এবং/অথবা কার্যকলাপ উইকিপিডিয়ার লক্ষ্যের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নয় বলে মনে হয়েছে। দয়া করে মনে রাখবেন যে উইকিপিডিয়া কোনো বিনামূল্যের ওয়েব হোস্টিং পরিষেবা নয়। দ্রুত অপসারণের মানদণ্ডের অধীনে, এই জাতীয় পাতাগুলো যে কোনও সময় মুছে ফেলা হতে পারে।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, এখানে একটি অনুরোধ করতে পারেন। Yahya (আলাপ) ১২:০৮, ১১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

দত্তপাড়া আমীরুল মুমিনীন মাদরাসা পাতাটি দ্রুত অপসারণ করা হয়েছে[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

আপনার তৈরি করা পাতা দত্তপাড়া আমীরুল মুমিনীন মাদরাসা উইকিপিডিয়া থেকে দ্রুত মুছে ফেলা হয়েছে। এটি দ্রুত মুছে ফেলার মানদণ্ডের ধারা স১১ এর অধীনে করা হয়েছে, কারণ পৃষ্ঠাটি দ্ব্যর্থহীন বিজ্ঞাপন বলে মনে হয়েছে যা শুধুমাত্র একটি কোম্পানি, গোষ্ঠী, পণ্য, পরিষেবা, ব্যক্তি বা দৃষ্টিভঙ্গি প্রচার করে এবং এটিকে বিশ্বকোষীয় মানে আনার জন্য পুরো পুনর্লিখন প্রয়োজন ছিল। আরও তথ্যের জন্য অনুগ্রহ করে স্প্যাম এবং উইকিপিডিয়া:প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন/সংগঠন নির্দেশিকা পড়ুন।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন। Yahya (আলাপ) ১৩:১৪, ১১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ইমামগঞ্জ (নাগেরহাট) নূরানী দাখিল মাদ্রাসা নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ইমামগঞ্জ (নাগেরহাট) নূরানী দাখিল মাদ্রাসা নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ নিবন্ধটি একটি প্রতিষ্ঠান বা কোম্পানি সম্পর্কিত। কিন্তু নিবন্ধে নির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করা হয়নি কী কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুনইউনুছ মিঞা (আলাপ) ০৪:৫২, ১২ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন