ব্যবহারকারী আলাপ:Eraheem

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mrb Rafi কর্তৃক ৩ বছর পূর্বে "উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ" অনুচ্ছেদে


স্বাগতম বার্তা[সম্পাদনা]

প্রিয় Eraheem, উইকিপিডিয়াতে আপনাকে    স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •   Bangla script display helpPlease follow these guidelines to install Bangla Unicode viewing and typing support on your computer.
  •   টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল    আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


-- মুহাম্মদ ০২:৪২, ২৯ জুন ২০০৭ (UTC)

আমি জানতে চাইছি কী ভাবে একটা ভুক্তির জন্য সূচি তৈরি করা যায়? মনে করুন আমি মেরু ভল্লুকের উপর একটি ভুক্তি যোগ করব। সেখানে ইংরেজী উইকিপিডিয়া থেকে মূলত: অনুবাদ করব। আমি চাইছি পাতার ডান পাশে থাকবে প্রাণির শ্রেণীবিন্যাস এবং শুরুতে থাকবে সূচিপত্র। দয়া করে বলুন এটার সিনট্যাক্স কী হবে। ধন্যবাদ। ‍‍‍‍Eraheem ১২:২০, ৭ জুলাই ২০০৭ (UTC)


হা হা..সূচিপত্রের সমাধান নিজেই পেয়েছি। এত সহজ! কয়েকটা শিরোনাম আর উপশিরোনাম দিলেই তো সূচিপত্র অটোমেটিক্যালি চলে আসে। ধন্যবাদ। কিন্তু শ্রেণীবিন্যাসের সমাধানটা এখনো দরকার। এনায়েতুর রহীম ১২:৪০, ৭ জুলাই ২০০৭ (UTC)

এনায়েত আপনার অবদানের জন্য অনেক ধন্যবাদ। আশা করবো বাংলা ভাষী হিসেবে বাংলা উইকিপিডিয়ার প্রতি আপনার যে কর্তব্য তা চালিয়ে যাবেন। আপনি নিবন্ধের ডান পাশে শ্রেণীবিন্যাসের যে ছকটি দিতে চাচ্ছেন তা আসলে তা একটি টেম্পলেট। আপাতত যদি টেম্পলেটটি বাংলা উইকিপিডিয়ায় তৈরি করা থাকে তাহলে ইংরেজী উইকিপিডিয়ার ছকের অংশটুকু কপি করে বাংলা উইকিপিডিয়ায় পেস্ট করলেই বাংলা নিবন্ধে দেখানোর কথা। আর টেম্পলেটটি না থাকে তাহলে নিবন্ধে টেম্পলেটটির লাল লিঙ্ক দেখাবে। টেম্পলেট সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন Template। প্রশ্নের জন্য ধন্যবাদ। আরও প্রশ্ন থাকলে নির্দ্বধায় জিজ্ঞেস করবেন। উত্তর দিতে একটু সময় লাগলেও উত্তরটি পাবেন।:)--বেলায়েত ১৭:১৮, ৭ জুলাই ২০০৭ (UTC)

কাজী মোতাহার হোসেন[সম্পাদনা]

আপনি তো আই.এস.আর.টি-এর শিক্ষক। কাজী মোতাহার হোসেনের কোন কপি রাইট মুক্ত ছবি যদি যোগ করতে পারেন তাহলে খুব ভাল হয়। ধন্যবাদ। মুনতাসির ০৭:৩৩, ২১ জুলাই ২০০৭ (UTC)

মুনতাসির, আপনার বার্তার জন্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে দেশের বাইরে। তবে আমার যতটা মনে পড়ে সেখানে কাজী সাহেবের একটা বড় ছবি আছে। যে ছবিটা নিঢে তাঁকে নিয়ে ডাকটিকিট হয়েছিল, সেই ছবিটা। আমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব। তবে আমি নিশ্চিত নই এই ছবিটা কপিরাইট মুক্ত কী না। এটাও সন্দিহান কর্তৃপক্ষ ফ্রেম থেকে ছবিটা বের করতে দেবে কী না। আমি চেষ্টা চালাব, দেখা যাক কী হয়। এনায়েতুর রহীম ১৮:২৮, ২৩ জুলাই ২০০৭ (UTC)

স্বাক্ষর সংক্রান্ত[সম্পাদনা]

চারটা টিল্ডা চিহ্ন দিয়ে স্বাক্ষর দেয়া হয়, সেটা বুঝলাম। কিন্তু অনেককেই দেখেছি স্বাক্ষরের নামের সাথে তাদের আলাপ পাতা এবং অবদানের পাতারও লিংক থাকে। এটা কিভাবে দেয়? ধন্যবাদ।‍‍‍এনায়েতুর রহীম ১৭:৩২, ২২ ডিসেম্বর ২০০৭ (UTC)

প্রথমে আপনি আমার পছন্দ লিংকে ক্লিক করুন। এখানে ব্যবহারকারী প্রোফাইল ট্যাবে ক্লিক করে আপনার স্বাক্ষরে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ দিতে না চাইলে টিক দিন সম্বলিত চেকবক্স সিলেক্ট করুন। এবার আপনার ডাক নাম টেক্সট বক্সে লিখুনঃ
<b>[[User:Eraheem|আপনার নাম]]</b> ([[User talk:Eraheem|আলাপ]])
তাহলে আপনার স্বাক্ষর দেখাবে এভাবেঃ আপনার নাম (আলাপ)
ব্যস হয়ে গেলো।
--μακσυδআলাপ ১৮:৫৬, ২২ ডিসেম্বর ২০০৭ (UTC)

ধন্যবাদ। দেখিতো হয়েছে কী না। ‌--এনায়েত (আলাপ | অবদান) ১৯:২৯, ২২ ডিসেম্বর ২০০৭ (UTC) বাহ! একেবারে যা চাইছিলাম। ধন্যবাদ মাকসুদ ভাই।

টিপ্‌স[সম্পাদনা]

  • category এবং interwiki link যোগ করুন।
  • নিবন্ধের শিরোনাম প্রথমবার উল্লেখের সময় ইটালিক্‌সে না দিয়ে বোল্ড দিন। উইকিপিডিয়ার সর্বত্র এই ফরম্যাট অনুসরণ করা হচ্ছে।--অর্ণব (আলাপ | অবদান) ১৮:৪৫, ২৩ ডিসেম্বর ২০০৭ (UTC)
  • specific interwiki link খুঁজে বের করার চেষ্টা করুন। একই interwiki link দুই নিবন্ধে রাখবেন না। যেমন বিলোপনবিলুপ্ত প্রজাতি দুটার জন্য জন্য একই interwiki link রাখা ঠিক না। প্রথমটির জন্য en:Extinction এবং দ্বিতীয়টির জন্য en:Extinct species প্রযোজ্য। --অর্ণব (আলাপ | অবদান) ২১:০০, ২৩ ডিসেম্বর ২০০৭ (UTC)
ধন্যবাদ আপনাকে। এরকম আরো টিপস দিলে দ্রুত শেখা হয়ে যাবে। --এনায়েত (আলাপ | অবদান) ২১:১৬, ২৩ ডিসেম্বর ২০০৭ (UTC)
আপনি লিখতে থাকুন। প্রয়োজন হলে আরও টিপ্‌স দেব। --অর্ণব (আলাপ | অবদান) ২১:৫৭, ২৩ ডিসেম্বর ২০০৭ (UTC)

বাঙ্গালী নদী[সম্পাদনা]

ভাই, নদীর একটা ছবি যোগার করে দিতে পারলে খুবই ভাল হয়। আর নদীটি যখন আপনাদের অঞ্চলে তাই তা আপনার জন্য সহজই হবে। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৫০, ২৬ ডিসেম্বর ২০০৭ (UTC)

বেলায়েত ভাই। আমি পড়ে আছি কানাডায়, কীভাবে ছবি দেই বলেন? তবে চেষ্টা শুরু করলাম ছবি পাওয়া যায় কী না। ধন্যবাদ।

ছবির লাইসেন্স[সম্পাদনা]

আপনার ছবির জন্য ধন্যবাদ। ছবির পাতায় একটু লাইসেন্স যোগ করে দিন। GFDL এর অধীনে দিতে চাইলে {{GFDL}} এটা কপি করে ছবির পাতায় দিয়ে দিন।

আপনার অন্য প্রশ্নের জবাবে জানাচ্ছি, ছবি যদি বাংলা উইকিতে আপলোড করেন, তাহলে সেই ছবি কেবল বাংলা উইকিতেই ব্যবহার করা যাবে। কিন্তু যদি কমন্সে দেন, তাহলে সকল ভাষার উইকিতে সেটা ব্যবহার করা যাবে, তার পাশাপাশি উইকিমিডিয়ার যাবতীয় প্রজেক্টেও ব্যবহার করা যাবে একই ছবি। এজন্যই আমরা কমন্সে ছবি দিতে উৎসাহিত করি। --রাগিব (আলাপ | অবদান) ০৩:৩৩, ৪ মে ২০০৯ (UTC)

দিবস তালিকা + নিসর্গ[সম্পাদনা]

শ্রদ্ধেয় এনায়েতুর রহীম, আপনার বিশ্ব দিবস তালিকাটি আরো সমৃদ্ধ হোক। আমিও প্রায় অনুরূপ একটি পাতা তৈরি করেছি, আপনার কাজে সুবিধা হতে পারে। পাতাটি হলো: বাংলাদেশে পালিত দিবসসমূহ। আমিও আপনার পাতা থেকে তথ্য ধার করবো বলে ঠিক করেছি, ইনশাল্লাহ।
...আর আপনার নিসর্গ ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি না। লিংকটি বোধহয় ভুল, নাকি বন্ধ করে দিয়েছেন ওয়েবসাইটটি? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৭:১০, ২৯ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

 নিসর্গ সাইটের ইউআরএল ফরওয়ার্ডিংএ সমস্যা হয়েছে। ওটা এখন www.nature.com.bd ঠিকানায় আছে।‌‌66.49.128.37 (আলাপ) ১১:৫৭, ২৯ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় Eraheem,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় Eraheem, শুভেচ্ছা নেবেন। আপনাকে উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি। উইকিপ্রকল্প নটর ডেম কলেজ হলো এমন একটি সম্মিলিত প্রয়াস, যেখানে উইকিপিডিয়ানরা, বিশেষ করে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা, সম্মিলিতভাবে নটর ডেম কলেজ সংশ্লিষ্ট নিবন্ধগুলো তৈরি ও নিবন্ধগুলোর মানোন্নয়ন করে থাকেন। এই উইকিপ্রকল্পে অংশগ্রহণের জন্য আপনি আপনার নাম এখানে যুক্ত করতে পারেন। এছাড়া আপনি আপনার ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী উইকিপ্রকল্প নটর ডেম কলেজ}} যুক্ত করতে পারেন। এতে আপনার নাম উইকিপ্রকল্প নটর ডেম কলেজের সদস্যবৃন্দ বিষয়শ্রেণীতে যুক্ত হবে।

শুভেচ্ছান্তে—
উইকিপ্রকল্প নটর ডেম কলেজের পক্ষে, বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৮:৪৯, ১৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন