ব্যবহারকারী আলাপ:সাকিব সাঈফি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বাগতম[সম্পাদনা]

ইয়াহিয়া (আলাপঅবদান) ১২:০৮, ২৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

জানুয়ারি 2021[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগতম, আমি Yahya। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু আমি মামুনুল হক-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যেকোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটি পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ —ইয়াহিয়া (আলাপঅবদান) ১২:০৭, ২৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মামুনুল হক সাহেবের শাগরেদ হওয়া শর্তের কি নাম দেয়া যাবে না? সাকিব সাঈফি (আলাপ) ১২:০৯, ২৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

না, যাবে না। যার নাম দিবেন, তাকে উল্লেখযোগ্য হতে হবে।—ইয়াহিয়া (আলাপঅবদান) ১৪:৩০, ২৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

এপ্রিল 2021[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগতম, আমি ShazidSharif। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু আমি মামুনুল হক-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যেকোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটি পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ সাজিদ আলাপ ০৮:৫০, ১১ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

শুভেচ্ছা[সম্পাদনা]

আপনি চাইলে বাংলা উইকি-তে নিয়মিত অবদান রেখে বাংলায় একটি পূর্ণাঙ্গ বিশ্বকোষ সমৃদ্ধকরণে ভূমিকা রাখতে পারেন। বিশেষতঃ ইসলামি বিষয়াবলিতে। এক্ষেত্রে যেকোনো সাহায্যের প্রয়োজনে আমাকে পাশে পাবেন। ধন্যবাদ। -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ২০:৩৩, ২৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আলহামদুলিল্লাহ আমি আপনার সহযোগীতা পেলে আমি আগ্রহী ইনশাআল্লাহ 103.51.2.182 (আলাপ) ১৯:১৫, ৩০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

শিক্ষাগত যোগ্যতা[সম্পাদনা]

তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন দারুল উলুম লাল খার বাগ মাদ্রাসা হতে, তাকমীল তথা(মাস্টার্স) শেষ শায়েখ আল্লামা মাহমুদুল হাসান প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি থেকে, এর পর তিনি ইসালমিক আইনবিভাগ তথা মুফতি পড়েন আল-ইহসান রিসার্চ সেন্টার হতে। সাকিব সাঈফি (আলাপ) ১০:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন দারুল উলুম লাল খার বাগ মাদ্রাসা হতে, তাকমীল তথা(মাস্টার্স) শেষ শায়েখ আল্লামা মাহমুদুল হাসান প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি থেকে, এর পর তিনি ইসালমিক আইনবিভাগ তথা মুফতি পড়েন আল-ইহসান রিসার্চ সেন্টার হতে। সাকিব সাঈফি (আলাপ) ১০:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২[সম্পাদনা]

সুপ্রিয় সাকিব সাঈফি,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস পাতার দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি আপনার তৈরি প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ তৈরিতে নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ বিচারধারার স১১ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটি দেখে দ্ব্যর্থহীন বিজ্ঞাপন বলে মনে হয়েছে যেটি শুধু একটি প্রতিষ্ঠান, পণ্য, সংগঠন, সেবা বা ব্যক্তির প্রচার করছে এবং পাতাটি গ্রহণযোগ্য হতে এটিতে প্রাথমিক পর্যায়ের পুনর্লিখন দরকার। দয়া করে দ্রুত অপসারণের সাধারণ বিচারধারা পড়ুন, বিশেষ করে স১১ অনুচ্ছেদটি, একইসাথে স্প্যাম বিষয়ে নির্দেশিকা পড়ুন।

যদি আপনি মনে করেন যে পাতাটি বিজ্ঞাপনমূলক নয়, তবে অপসারণের আপত্তি জানাতে নিবন্ধটির আলাপ পাতায় যেয়ে ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, দেরি না করে তা অপসারণ করা হয় যদি তা দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। আপনি পাতাটি সম্পাদনা করে সমস্যাটির সমাধান করতে পারেন কিন্তু পাতাটি থেকে দ্রুত অপসারণ ট্যাগ মুছবেন না। বিজ্ঞাপনমূলক লেখা মুছার সাথে বিশ্বকোষীয় তথ্য যুক্ত করা যেতে পারে এবং এতে স্বাধীন নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি দেওয়া উচিত যাতে পাতাটি যাচাইযোগ্য হয়। এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। — য়াহিয়া (আলাপঅবদান) - ০৮:২৯, ৫ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:সাকিব সাঈফি পাতার দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি আপনার তৈরি প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ তৈরিতে নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ব্যবহারকারী:সাকিব সাঈফি নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ বিচারধারার স১১ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটি দেখে দ্ব্যর্থহীন বিজ্ঞাপন বলে মনে হয়েছে যেটি শুধু একটি প্রতিষ্ঠান, পণ্য, সংগঠন, সেবা বা ব্যক্তির প্রচার করছে এবং পাতাটি গ্রহণযোগ্য হতে এটিতে প্রাথমিক পর্যায়ের পুনর্লিখন দরকার। দয়া করে দ্রুত অপসারণের সাধারণ বিচারধারা পড়ুন, বিশেষ করে স১১ অনুচ্ছেদটি, একইসাথে স্প্যাম বিষয়ে নির্দেশিকা পড়ুন।

যদি আপনি মনে করেন যে পাতাটি বিজ্ঞাপনমূলক নয়, তবে অপসারণের আপত্তি জানাতে নিবন্ধটির আলাপ পাতায় যেয়ে ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, দেরি না করে তা অপসারণ করা হয় যদি তা দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। আপনি পাতাটি সম্পাদনা করে সমস্যাটির সমাধান করতে পারেন কিন্তু পাতাটি থেকে দ্রুত অপসারণ ট্যাগ মুছবেন না। বিজ্ঞাপনমূলক লেখা মুছার সাথে বিশ্বকোষীয় তথ্য যুক্ত করা যেতে পারে এবং এতে স্বাধীন নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি দেওয়া উচিত যাতে পাতাটি যাচাইযোগ্য হয়। এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। –ধর্মমন্ত্রী (আলাপ) ১৯:২৮, ৫ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আগস্ট 2021[সম্পাদনা]

দয়া করে, আপনার ধ্বংসাত্মক সম্পাদনা বন্ধ করুন। আপনি যদি উইকিপিডিয়াতে বিজ্ঞাপন ও প্রচারণামূলক তথ্য সংযোজন করা অব্যাহত রাখেন, তবে আপনাকে সম্পাদনা করা থেকে বাধাদান করা হতে পারে। — য়াহিয়া (আলাপঅবদান) - ১৯:৩৯, ৫ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, সাকিব সাঈফি। উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/সাকিব সাঈফি পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৯:৪৩, ২১ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

শাকিল (আলাপ · অবদান) ১৯:৪৩, ২১ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ব্যক্তিগত আক্রমন ও অশ্লীল বাক্য ব্যবহারের কারণে অসীম সময়ের জন্য উইকিপিডিয়া হতে ব্লক করা হলো[সম্পাদনা]

মাওলানা ইসমাঈল নুরপুরী নিবন্ধটিতে দ্রুত অপসারণ করার প্রস্তাবনা দেয়ায় আপনি আলাপ:মাওলানা ইসমাঈল নুরপুরী -তে সকল উইকিপিডিয়ানের যোগ্যতা ও বিচারকে অশ্রাব্য ভাষায় ব্যক্তিগত আক্রমন করেছেন ও অশ্লীল বাক্য ব্যবহার করেছেন যা উইকিপিডিয়ার নীতিমালার সম্পূর্ণ বরখেলাপ বিধায় আপনার সম্পাদনার সুযোগ এখান হতে অসীম সময়ের জন্য স্থগিত করা হলো। -- Ashiq Shawon (আলাপ) ১৯:৩০, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন