ব্যবহারকারী আলাপ:অভিরূপ দাশশর্মা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Nettime Sujata কর্তৃক ২ বছর পূর্বে "বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

—শাকিল হোসেন আলাপ ০২:০৮, ৩ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

জুন 2021[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। সম্ভবত এটা আপনার ইচ্ছাকৃত ছিল না, কিন্তু আপনার সাম্প্রতিক সম্পাদনা অম্বষ্ঠ থেকে তথ্য মুছে ফেলেছে। লেখা মোছার সময়, অনুগ্রহ করে সম্পাদনা সারাংশ অংশে কারণ উল্লেখ করুন এবং বিতর্ক উদ্রেক করতে পারে এমন সম্পাদনা সম্পর্কে নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করুন। এটা যদি কোনো ভুল হয়ে থাকে, দুশ্চিন্তিত হবেন না; লেখা উদ্ধার করা হয়েছে, যেমনটা আপনি দেখতে পাবেন পাতার ইতিহাসে। এই বিশ্বকোষে কিভাবে অবদান রাখতে পারেন, এ বিষয়ে স্বাগত পাতাটি দেখুন, এবং আপনি যদি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। ধন্যবাদ। গোলা মুকি(আলাপ)১৯:৪১, ৪ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বৈদ্য[সম্পাদনা]

সুধী, আপনাকে উইকিপিডিয়ায় স্বাগত জানাই। সাম্প্রতিক সময়ে বৈদ্য নিবন্ধে আপনার সম্পাদনা আমার দৃষ্টিগোচর হয়েছে, সেই সম্পর্কে আপনার সাথে আলোচনা করতে চাই। আপনার সম্পাদনা ও সারাংশে আপনি উল্লেখ করেছেন, দেব/দেবনাথ বৈদ্য জাতভুক্ত নয়। অন্যদিকে তীর্থ দেবনাথ নামক অপর একজন ব্যবহারকারী দেব/দেবনাথ যুক্ত করছেন। এ নিয়ে বেশ কিছুবার পাল্টাপাল্টি সম্পাদনা চলছে৷ এক্ষেত্রে দেখুন, দুজনের বিপরীতমুখী অবস্থানে কে সঠিক, তা বিচার করা আমাদের পক্ষে সম্ভব নয়, যদি না আমাদের কাছে কোনো প্রমাণ থাকে। উইকিপিডিয়ায় এই প্রমাণ হলো তথ্যসূত্র। আপনি যদি এক্ষেত্রে তথ্যসূত্র দেন, তবেই আমরা নিশ্চিত হতে পারব, আপনার দাবি ঠিক, এই বিষয়গুলো এখানে রাখা যাবে না।

এর অর্থ এই নয় যে, আমরা আপনার ওপর আস্থা রাখছি না। উইকিপিডিয়া সম্প্রদায় এর সকল ব্যবহারকারীদের প্রতি আস্থাশীল। আপনার ওপর আস্থা রাখার পাশাপাশি শ্রীযুক্ত ব্যবহারকারী তীর্থ দেবনাথের অবদানেও আস্থা রাখতে হবে। কাজেই, এই দ্বিমুখী অবস্থান নিরসনে আপনার সহযোগিতা কামনা করি। ধন্যবাদ ও শুভেচ্ছাসহযোগে — Meghmollar2017আলাপ০৫:১৪, ১৩ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ[সম্পাদনা]

সুপ্রিয় অভিরূপ দাশশর্মা,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২[সম্পাদনা]

সুপ্রিয় অভিরূপ দাশশর্মা,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১[সম্পাদনা]

প্রিয় অভিরূপ দাশশর্মা,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে

প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)