ব্যবহারকারী:Sadidmibzalhan/আলহেরা জামেয়া ইসলামিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলহেরা জামেয়া ইসলামিয়া
দক্ষিণ পশ্চিমের শ্রেণিকক্ষ ও মসজিদ
ঠিকানা

3CFH+V84, Z2811, 3000
তথ্য
অন্য নামআলহেরা মাদরাসা
বিদ্যালয়ের ধরনমাদরাসা
ধর্মীয় অন্তর্ভুক্তিইসলামী
প্রতিষ্ঠিত১৯৬৬
বিদ্যালয় বোর্ডবাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড
বিদ্যালয় কোড১৩০০৪৫
অধ্যক্ষমো. আবুল কালাম আজাদ
শিক্ষকমণ্ডলী৩০
কর্মচারী
শ্রেণীশিশু শ্রেণি – ফাজিল শ্রেণি
লিঙ্গসহশিক্ষা
ভর্তি৯০০ (প্রায়)
ভাষাবাংলা
আরবি
সময়সূচির ধরনদিবা
সময়সূচিসকাল ১০.০০ – বিকাল ৪.০০
বিদ্যালয়ের কার্যসময়৬ ঘন্টা
শিক্ষায়তন২.৮৮ একর
আয়তন৪.৭০ একর
ছাত্র ইউনিয়ন/সংঘআলহেরা ছাত্র সংসদ
রংবালক:  সাদা  ক্রিম , বালিকা: সাদা  আকাশী 
গানআলহেরা সংগীত
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, ম্যারাথন, সাঁতার
ডাকনামহেরায়ী
প্রাক্তন শিক্ষার্থী১০০০০ (প্রায়)

আলহেরা জামেয়া ইসলামিয়া বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের অন্তর্গত সুনামগঞ্জ - দোয়ারাবাজার – ছাতক রোডের দক্ষিণ পাশে সুনামগঞ্জ পৌরশহর সংলগ্ন মাইজবাড়ি গ্রামে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসাটি সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি দ্বীনী বিদ্যাপীঠ।

কর্মসূচি[সম্পাদনা]

  • তালিম (শিক্ষাদান)
  • তাজকিয়া (পরিশুদ্ধ করণ)
  • দা’ওয়াত ইলাল্লাহ (আল্লাহর দিকে আহবান)

আলহেরা জামেয়ার বৈশিষ্ট্য[সম্পাদনা]

• দ্বীনি পরিচর্যা ও দ্বীনি পরিবেশ।
• আরবি, ইংরেজি ও আইসিটি বিষয়ে অধিকতর গুরুত্ব প্রদান।
• শিক্ষা সহায়ক কার্যক্রম এবং সৃজনশীল প্রতিভা বিকাশের কার্যকর ব্যবস্থা।
• কম্পিউটার ও বিজ্ঞান ল্যাব ব্যবহারের সুযোগ।
• স্কুল থেকে আগত এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা।

মাদরাসা সম্পর্কিত[সম্পাদনা]

আলহেরা জামেয়া বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সদর উপজেলার পৌরসভা সংলগ্ন কুরবানগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে অবস্থিত। মাদরাসাটি শহুরে কোলাহল থেকে দূরে নীরব পরিবেশে অবস্থান করছে।
মাদরাসাটি পরিচালিত হয় অভিভাবক সদস্যবিশিষ্ট গভর্ণিংবডির পরিচালনায়। মাদরাসায় প্রবেশের পর টিনশেড দুটি ভবন, আলহেরা জামেয়ী (মসজিদ), অতঃপর আরো দুটি ভবনের দেখা মিলবে। মাদরাসাটিতে ২টি বড় পুকুর এবং একটি খেলার মাঠ রয়েছে। আরো একটু এগোলেই দেখা যাবে মাদরাসা ছাত্রাবাস।
মাদরাসার পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে ধানক্ষেত এবং উত্তরে মূল সড়কের অবস্থান। মাদরাসা থেকে দূরত্বে পশ্চিম দিকে বদিপুর ও মোহাম্মদপুর মহল্লা এবং সুনামগঞ্জ শহর, পূর্ব দিকে শান্তিপাড়া মহল্লা, উত্তর দিকে পূর্বপাড়া ও পশ্চিমপাড়া মহল্লা এবং দক্ষিণ দিকে বাহান বিলের অবস্থান। আধুনিকতার সাথে তাল মিলিয়ে মাদরাসায় নিত্য উন্নয়ন করা হচ্ছে।

পাবলিক পরিক্ষা সমূহের ফলাফল[সম্পাদনা]

[১]শিক্ষা বোর্ড

তথ্যসূত্র[সম্পাদনা]