বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Naiemofficial/sandbox

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিল্লুর রহমান জুয়েল
মেয়র, চাঁদপুর পৌরসভা
-নির্বাচিত সদস্য
Chandpur জেলা থেকে
কাজের মেয়াদ
অক্টোবর ২০২০ – বর্তমান
পূর্বসূরীনাছির উদ্দিন আহমেদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1973-09-01) ১ সেপ্টেম্বর ১৯৭৩ (বয়স ৫০)
আলিম পাড়া, চাঁদপুর
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
মাতামিসেস সাহানারা বেগম
পিতামোঃ লুৎফুর রহমান
শিক্ষাএল.এল.বি (সম্মান), (১৯৯২-১৯৯৩ শিক্ষাবর্ষ )
প্রাক্তন শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পেশাআইনজীবী, রাজনীতিবিদ
জীবিকাআইনজীবী
যে জন্য পরিচিতপৌর মেয়র
অন্যান্য তথ্য
প্রতিষ্ঠাতাঃ কুইক রেসপন্স ডিউরিং ক্রাইসিস (কিউ.আর.সি)
Naiemofficial
— উইকিপিডিয়ান —
দেশ{{দেশের উপাত্ত Bangladesh|পতাকা/মূল|name=Bangladesh|variant=|size=}}
পরিবার এবং বন্ধু-বান্ধব
বৈবাহিক অবস্থাবিবাহিত
শিক্ষা এবং কর্মসংস্থান
কলেজচাঁদপুর সরকারি কলেজ
বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শখ, পছন্দ এবং বিশ্বাস
ধর্মইসলাম


জিল্লুর রহমান জুয়েল একজন বাংলাদেশী রাজনীতিবিদ যিনি ২০২০ সালের অক্টোবরের পর থেকে চাঁদপুর সিটি কর্পোরেশনের মেয়র এর দায়িত্ব পালন করছেন। তিনি অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল নামেও পরিচিত। তিনি কুইক রেসপন্স ডিউরিং ক্রাইসিস (কিউআরসি)-এর প্রতিষ্ঠাতা। তিনি বর্তমানে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছেন। তিনি রাজনিতি, সংবাদপত্র এবং বেশ কিছু সংস্থার সাথে বিভিন্ন পদে সংযুক্ত রয়েছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

জিল্লুর রহমান জুয়েল ১৯৭৩ সালের ১ সেপ্টেম্বর চাঁদপুর সদরে জন্মগ্রহণ করেন। তিনি চাঁদপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন এবং ১৯৯২-৯৩ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এলএলবিতে স্নাতকোত্তর শেষ করেছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা চলাকালীন সময়ে তিনি রাজনীতিতে যুক্ত হন।

সংযুক্ত সংস্থা এবং পদ[সম্পাদনা]

  • সাবেক সহ-সম্পাদক, কেন্দ্রীয় উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।
  • সাবেক নির্বাহী সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ (লিয়াকত-বাবু)
  • সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। (১৯৯৯-২০০১)
  • সাবেক ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা (১৯৯৫-১৯৯৮)
  • সাবেক সাংগঠনিক সম্পাদক, আলাওল হল ছাত্রলীগ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়।
  • প্রতিষ্ঠাকালীন আহবায়ক, আইন অনুষদ ছাত্রলীগ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়।
  • সদস্য, লিগ্যাল এইড এসিস্টেন্স” উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ-একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি, ২০১৮।
  • চীফ ইলেকশান এজেন্ট, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থীর পক্ষে-চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন, ২০১৯|
  • সদস্য সচিব, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটিহাইমচর উপজেলা পরিষদ নির্বাচন,চাঁদপুর ২০২০।
  • সদস্য, কেন্দ্রীয় উপ-কমিটি-২০তম জাতীয় সম্মেলন, বাংলাদেশ আওয়ামী লীগ।
  • সদস্য, কেন্দ্রীয় অভ্যর্থনা উপ-কমিটি-২১তম জাতীয় সম্মেলন, বাংলাদেশ আওয়ামী লীগ।

সামাজিক কাজ স্বেচ্ছাসেবী কাজ[সম্পাদনা]

  • প্রতিষ্ঠাতা সভাপতিঃ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদ অ্যালামনাই এসোসিয়েশন।
  • সদস্যঃ ঘাতক দালাল নির্মূল কমিটি।
  • উপদেষ্টাঃ কমিউনিটি পুলিশ, চাঁদপুর জেলা শাখা
  • সহ-সভাপতিঃ একাত্তর ফাউন্ডেশন
  • উপদেষ্টাঃ দৈনিক চাঁদপুর বার্তা
  • সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ চাঁদপুর টেলিভিশন


তথ্যসূত্র[সম্পাদনা]

[১] [২] [৩] [৪] [৫]

  1. "চাঁদপুর"উইকিপিডিয়া। ২০২০-১১-১৪। 
  2. "চাঁদপুর পৌরসভা"উইকিপিডিয়া। ২০২০-১১-১৪। 
  3. "চাঁদপুর পৌর মেয়র সম্পর্কে"www.chandpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-১২-৩০ 
  4. "Chandpur mayoral polls on October 10, EVMs to be used"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২০-০৯-০৪। সংগ্রহের তারিখ ২০২০-১২-৩০ 
  5. "Victory of Awami League for the post of mayor & councilor in Chandpur"Chandpur Times (ইংরেজি ভাষায়)। ২০২০-১০-১১। সংগ্রহের তারিখ ২০২০-১২-৩০