ব্যবহারকারী:Jaunpurzada/গোলাম সালমানী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গোলাম সালমানী

শামসুল ওলামা
ব্যক্তিগত তথ্য
জন্মজানুয়ারী ১৮৫৮
মৃত্যু১ জুলাই ১৯১২(1912-07-01) (বয়স ৫৪)
ধর্মইসলাম
আখ্যাসুন্নী
ব্যবহারশাস্ত্রহানাফী
শিক্ষাহুগলি মাদ্রাসা
শিক্ষকআহমদ আলী সহারনপুরী
তরিকানকশেবন্দী (মোজাদ্দেদী)[১]
মুসলিম নেতা
এর শিষ্যফতেহ আলী ওয়াসি
যার দ্বারা প্রভাবিত
যাদের প্রভাবিত করেন
হেড মৌলভী, হুগলি মাদ্রাসা
কাজের মেয়াদ
১৮৮৭ – ১৮৯৫

গোলাম সালমানী (আরবি: غلام السلماني; জানুয়ারী ১৮৫৮ – ১ জুলাই ১৯১২) ছিলেন একজন ইসলাম প্রচারক ও সুফি সাধক। তাঁর পীরদাদা ছিলেন গাজীয়ে বালাকোট নূর মোহাম্মদ নিজামপুরী[২][৩]

জীবনী[সম্পাদনা]

গোলাম সালমানী সাহেব ১৮৫৮ খ্রীষ্টাব্দে জানুয়ারী মাসে বেঙ্গল প্রেসিডেন্সির হুগলি জেলার এক সম্ভ্রান্ত বাঙ্গালী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা ছিলেন বাংলার অন্যতম বিখ্যাত মুন্সেফ, মৌলভী গোলাম রব্বানী। সালমানী সাহেবের দাদা মুন্সী গোলাম কেরমানী ছিলেন একজন উকিল এবং সহাবীয়ে রসূল মওলানা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বংশধর।[৪]

গোলাম সালমানী সাহেব হুগলি মাদ্রাসা থেকে ইসলামী শিক্ষা অর্জন করে মাদ্রাসা-ই-আলিয়া, কলকাতায় উচ্চশিক্ষার জন্য চলে যান। কলকাতায় তার ওস্তাদদের মধ্যে ছিলেন শায়খুল হাদীছ মাওলানা আহমদ আলী সহারনপুরী। তিনি সৈয়দ আহমদ শহীদের খলীফা সুফী নূর মোহাম্মদ নিজামপুরীর খলীফা ফতেহ আলী ওয়াসির কাছ থেকে খেলাফত পান।[৫][৬]

গোলাম সালমানীর পেশাজীবন শুরু হয় হুগলি মাদ্রাসায়। সেযুগের ওলামায়ে কেরাম সালমানী সাহেবকে "শামসুল ওলামা" খেতাব প্রদান করেন।[৭] তারপরে তিনি কলকাতার আলিয়া মাদ্রাসায় মোদাররেস হিসাবে চাকরী পান। ১৯১১ খ্রীষ্টাব্দে হুগলি মাদ্রাসায় ফিরে এসে সহকারী সুপারেন্টেনডেন্ট নিযুক্ত হন। তাঁর খলিফাদের মধ্যে রয়েছেন সৈয়দ আব্দুল বারী শাহ (হুগলি) এবং আব্দুল্লাহ বিশকুটী (সিলেট)। সিলেটের মৌলভী আবদুল করিম সালমানী সাহেবের মুরীদ ছিলেন।[৮] তিনি কলকাতা মাদ্রাসায় কর্মরত থাকতে ১ জুলাই ১৯১২ তারীখে ইন্তেকাল করেন।

শাজরা[সম্পাদনা]

গোলাম সালমানী সাহেবর পীরদের ঊর্ধ্বতন আধ্যাত্মিক সাধকদের তালিকা নিম্নরূপঃ

  1. মুহম্মদ
  2. আবু বকর
  3. সালমান ফারসী
  4. কাসেম ইবনে মুহম্মদ ইবনে আবু বকর
  5. জাফর সাদেক
  6. বায়েজীদ বোস্তামী
  7. আবুল হাসন খরকানী
  8. আবু আলী ফজল ফর্মদী
  9. আবূ ইয়াকূব ইঊসুফ হমদানী
  10. আব্দুল খালেক গেজদবানী
  11. খাজা মুহম্মদ আরেফ রেওগরী
  12. মাহমূদ আঞ্জীর ফগনবী
  13. আজীজান আলী রামেতানী
  14. মুহম্মদ বাবা সমাসী
  15. সৈয়দ শামসুদ্দীন আমীরে কুলাল
  16. বাহাউদ্দিন নকশবন্দ বুখারী
  17. সৈয়দ মীর আলাউদ্দীন আত্তার
  18. ইয়াকূব ইবনে ওছমান ইবনে মাহমূদ চরখী
  19. খাজা নাসেরউদ্দীন ওবায়দুল্লাহ ইবনে মাহমূদ ইবনে শহাবউদ্দীন আহরার
  20. খাজা মহম্মদ জাহেদ ওখশী
  21. খাজা দরবেশ মহম্মদ
  22. খাজা মহম্মদ ইবনে দরবেশ মহম্মদ আমকেঙ্গী
  23. খাজা রজীউদ্দীন বাকী বিল্লাহ ইবনে আব্দুস সালাম সমরকন্দী
  24. মুজদ্দিদে আলফে ছানী আহমদ ফারূকী সিরহিন্দী
  25. সৈয়দ আদম বন্নূরী
  26. সৈয়দ আব্দুল্লাহ আকবরাবাদী
  27. শাহ আব্দুর রহীম দেহলবী
  28. কুতুবউদ্দীন আহমদ শাহ ওলীউল্লাহ ইবনে আব্দুর রহীম মুহদ্দিছে দেহলভী
  29. শাহ আব্দুল আজীজ ইবনে ওলীউল্লাহ ওমরী মুহদ্দিছে দেহলভী
  30. সৈয়দ আহমদ ইবনে ইরফান হাসনী রায়বেরলবী
  31. নূর মোহাম্মদ নিজামপুরী
  32. ফতেহ আলী ইবনে ওয়ারেছ আলী ওয়াসী
  33. গোলাম সালমানী ইবনে গোলাম রব্বানী ইবনে গোলাম কেরমানী আব্বাসী হুগলবী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Buehler, Arthur F. (১৯৯৮)। "Mediational Sufism and revivalist currents"। Sufi Heirs of the Prophetইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা। পৃষ্ঠা 171। 
  2. সাত্তার, আব্দুস (২০০৪)। আলিয়া মাদ্রাসার ইতিহাসইসলামিক ফাউন্ডেশনআইএসবিএন 9840609106 
  3. ওবাইদুল হক, মুহাম্মদ (২০১৭)। বাংলাদেশের পীর আওলিয়াগণ। বাংলাবাজার, ঢাকা: মদীনা পাবলিকেশন্স। আইএসবিএন 984-70099-0024-2 
  4. [[s:The Indian Biographical Dictionary (1915)/Ghulam Salmani|]] (this version)
  5. মাওলানা নূর মুহম্মদ আজমী। "২.২ বঙ্গে এলমে হাদীছ"। হাদীছের তত্ত্ব ও ইতিহাস। এমদাদিয়া কুতুবখানা। 
  6. Hasan, Shamsul (২০১০)। Impact of the Naqshbandi silsilah on Indian Muslims (ইংরেজি ভাষায়)। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা 271, 272। 
  7. Buehler, Arthur F. (১৯৯৮)। "Hazrat Shah Sufi Maulana Ghulam Salmani"। Sufi Heirs of the Prophet (পিডিএফ)ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা। পৃষ্ঠা 271। 
  8. মুহাম্মদ মজলুম খান (২০১৩)। The Muslim Heritage of Bengal: The Lives, Thoughts and Achievements of Great Muslim Scholars, Writers and Reformers of Bangladesh and West Bengal। Kube Publishing Ltd। পৃষ্ঠা 240। আইএসবিএন 978-1-84774-052-6 


[[:বিষয়শ্রেণী::১৮৫৮-এ জন্ম]] বিষয়শ্রেণী:১৯১২-এ মৃত্যু বিষয়শ্রেণী:ইসলামি ব্যক্তিত্ব বিষয়শ্রেণী:সুন্নি ইসলামের পণ্ডিত বিষয়শ্রেণী:হানাফি ফিকহ পণ্ডিত বিষয়শ্রেণী:১৯শ শতাব্দীর ইসলামের মুসলিম পণ্ডিত বিষয়শ্রেণী:হুগলি মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী বিষয়শ্রেণী:মাদ্রাসা-ই আলিয়া, কলকাতার প্রাক্তন শিক্ষার্থী বিষয়শ্রেণী:মাদ্রাসা-ই আলিয়া, কলকাতার শিক্ষক