বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Atiy Misty/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
   ” রহস্য কণ্যা “

রহস্যের গন্ধ নাকে,

  অনেক প্রশ্ন জাগে বুকে ।

ভয় ভয় আমায় লাগে,

  আমায় দেখে ভূতে ভাগে ।

বুদ্ধি জুঁঠলো এর-ই ফাকে,

  এ দৌড় দিয়ে পালাবো আমি,
     এই আমায় ধোরবে বা-কে ?

রহস্যের গন্ধ নাকে ।

ঢেউ জাঁগে নদীর বাঁকে,

  পাঁখি উঁড়ে ঝাঁকে ঝাঁকে ।

শোনা যায় যায় মনে হয়,

  কে-যেন আমায় ডাকে ?

রহস্যের গন্ধ নাকে ।

আমায় দেখে লোকে ভাগে,

  রহস্যের কণ্যা বলে আমায় ডাকে,

তবু্ও আমার কাছে,

  রহস্যের গন্ধ নাকে । 


                    অথই মিষ্টি , দ্বাদশ শ্রেনী 
                    বদরগঞ্জ মহিলা কলেজ ।
                    বদরগঞ্জ-রংপুর ।