বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Atiy Misty/খেলাঘর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ছোট গল্প[সম্পাদনা]

আন্টি ? আন্টি ? কই তুমি ?
কেন ? কি হইছে ? আমার ছোট্ট মামুনি ।
কি হয়-নাই! কিছু আর বাকি নাই । সত্যটা প্রকাশিত হইছে, হুম
কেন ?

অমনি হাতটা ধরে টান দিয়ে পুঁকুর পারে নিয়ে গেলো ।

আমি ছোট বলে, তুমি আমাকে মিথ্যে বলেছো ? তুমি কি মনে করেছো আমি কিছু বুঝতে পারবোনা ?
আরে কি হয়েছে সেটা তো বল ?
ঐ যে দেখ, আমি তোমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি । ঐ যে, পুঁকুরের পানিতে । হুম

ঐ মুহূর্তে যেন আমার হাঁসি আর থামেনা । কিছুক্ষন হাঁসার পর,

আরে আমার ছোট্ট মামুনি এটা আসল সূর্য না । আসল সূর্য ঐ যে আকাশে, ঐ যে দেখ ।
তাহলে এটা কি ?
এটা সূর্যের ছবি (প্রতিছবি) মাত্র । যেমন আয়নাতে তুমি তোমার ছবি দেখতে পাও, ঠিক সেরখম । বুঝতে পেরেছো মামুনি ?
(লম্বা করে) ও , আচ্ছা । খালামনি ।



অথই মিষ্টি , দ্বাদশ শ্রেণী বদরগঞ্জ মহিলা কলেজ । বদরগঞ্জ-রংপুর । Atiy Misty (আলাপ) ১০:২০, ৪ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Atiy Misty বাকী অংশ কোথায়? এতটুকুতে তো মন ভরেনা! - Nazrul Islam Nahid (আলাপ) ১০:২৪, ৪ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
অপেক্ষা করুন , Atiy Misty (আলাপ) ১০:৩৩, ৪ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

কবিতা[সম্পাদনা]

মোবারকবাদ ঈদ

         লেখক : অথই মিষ্টি


এক ফাঁলি চাঁদ দিলো আজ

    ঐ আসমানে উকি ।

হৃদয় নিঙরানো আনন্দ আজ

    স্তব্দ রাখা যায় না ।

দীর্ঘ একমাস সাধনার পর

    আসিয়াছে ঈদ কাক্ষিত ।

তাই তো ভেদা-ভেদ হীন আজ

    সকলে আনন্দে আপলুত ।

চলো আজ ধনী গরিবের পাশে দ্বাড়াই

    ঈদ আনন্দে ভাসতে ।

এতোটুকুন অর্থে তাঁদের সাহায্য করি

    শুকনো মুখে হাঁসতে ।

প্রত্যেক মুসলমানের হোক আদর্শবান নীতি ঈদ আনন্দ বহাল থাকুক সমস্ত পৃথিবী । Atiy Misty (আলাপ) ১০:৩৪, ২১ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

কবিতা - কাঁঠের পুঁতুল - লেখক : অথই মিষ্টি[সম্পাদনা]

কাঁঠের পুঁতুল হোতাম যদি হায় , সকল কিছু সইতাম আমি নিরব অবস্তায় ।

আমার থাকতো নারে ব্যথা সুখে দুঃখে রেগে গিয়ে না, বলতামনা কথা ।

আমি আনন্দেতে হাঁসতামনা দুঃখ সাগরে ভাসতামনা চুপ থাকতাম সর্বঅবস্তায়

বলতামনা কথা ওরে চুপি চুপি চুপিসারে রেগে গিয়ে জোরে জোরে

নিরবতায় নিরব হয়ে সকল কিছু যাইতাম সয়ে দ্বাড়িয়ে এক অবস্তায়

কাঁঠের পুঁপুল হোতাম যদি হায় , সকল কিছু সইতাম আমি নিরব অবস্তায় । Atiy Misty (আলাপ) ০৯:৪৫, ১৫ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন