ব্যবহারকারী:Anjon mallick

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমি অঞ্জন মল্লিক ৷ আমি ২০১৫ থেকে উইকিচর্চা শুরু করি ৷ আমি একজন উইকিপিডিয়ান হয়ে গর্বিত অনুভব করি

অঞ্জন মল্লিক

↪---উইকিপিডিয়ান---↩
প্রথম আলোর "তারুণ্যের জয়োৎসব" প্রোগ্রামে অংশ নেওয়ার পর তোলা ছবি
জন্ম১৪ই সেপ্টেম্বর, ১৯৯৮
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামতীর্থ
নাগরিকত্ব বাংলাদেশ
পেশাছাত্র,উইকিপিডিয়ান,লেখক
আদি নিবাসখুলনা, বাংলাদেশ
পিতা-মাতা
  • মৃনাল কান্তি মল্লিক
  • পারুল মল্লিক
অঞ্জন মল্লিক সম্পর্কিত তথ্যাবলী
বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
এই ব্যবহারকারী ধূমপান অত্যন্ত ঘৃণা করেন।
এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ৯ বছর ও ৪ দিন
ইংরেজি
to
বাংলা
এই ব্যবহারকারী একজন অনুবাদক যিনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন।
এই ব্যবহারকারী একজন হিন্দু
উইকিপিডিয়া এশীয় মাসএই ব্যবহারকারী উইকিপিডিয়া এশীয় মাসে অবদান রেখেছেন।

পড়ালেখা [সম্পাদনা]

সরকারী চাকুরির সুবাদে আমার পরিবারকে অনেক স্থানে ঘুরতে হয়েছে ৷ আমি ১ম থেকে ৩য় শ্রেনি ঝিনুক বিদ্যাপীঠ, চুয়াডাঙ্গা তে শেষ করি ৷ তারপর বাবা যশোর বদলি হয়ে আসেন ৷ ৪র্থ থেকে দশম শ্রেনি আমি সম্মিলনী ইন্সটিটিউশনে সম্পন্ন করি ৷ তারপর এম.এম. কলেজ থেকে মাধ্যমিক সম্পন্ন করি ৷ বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ কৃষি অনুষদে পড়ছি ৷

আমার বক্তব্য

[সম্পাদনা]

জীবনে সবসময় অপূর্নতা থাকে । জীবনটা অনেক বড় ৷ আবার অনেক ছোট ৷ সময় খুব কম ৷ তবুও সবকিছু সামলে চলতে হয় ৷ অন্যকে বুঝতে হয় ৷ ভালমন্দ বিচার করতে শিখতে হয় ৷ তাই নিজের অপূর্ণতাকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করুন ৷

আমার রচিত উইকি প্রবন্ধসমূহ

[সম্পাদনা]

--Anjon mallick (আলাপ) ০৭:২৬, ৩১ মার্চ ২০১৭ (ইউটিসি)