বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:শাহ সোহাগ/আলকরা ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলকরা ইউনিয়ন
স্থানাঙ্ক: ২৩°০৫′১৭″ উত্তর ৯১°১৭′৫৩″ পূর্ব / ২৩.০৮৮০৯৫° উত্তর ৯১.২৯৭৯৬৬° পূর্ব / 23.088095; 91.297966
দেশঃ বাংলাদেশ
বিভাগঃচট্টগ্রাম
জেলাঃকুমিল্লা
উপজেলাঃচৌদ্দগ্রাম
সময় অঞ্চলBST (ইউটিসি+৬)

আলকরা চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লা জেলার অন্তর্গত একটি ইউনিয়ন

ইতিহাস[সম্পাদনা]

চৌদ্দগ্রাম উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষেরভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্বঅঞ্চলেঅবস্থিত এই উপজেলাকে ঘিরে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের অন্যান্য উপজেলাসমূহ। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়।যেমন কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণেরপ্রবণতা রয়েছে। চৌদ্দগ্রাম উপজেলার আঞ্চলিক ভাষার সাথে সন্নিহিত ঢাকা অঞ্চলের ভাষার, লাকসাম উপজেলার আঞ্চলিক ভাষায় নোয়াখালি এলাকার ভাষারঅনেকটাই সাযুজ্য রয়েছে। ভাষা, সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছেবলেবিশেষজ্ঞরা মনে করেন।

এই এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে চৌদ্দগ্রাম সভ্যতাবহুপ্রাচীন। এই এলাকায় প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ওবৌদ্ধবিহারেরধ্বংসাবশেষ প্রাচীন সভ্যতার বাহক হিসেবে দেদীপ্যমান। এছাড়াওএএলাকায় কিছুক্ষুদ্র জাতিসত্বা বসবাস করে যাদের নিজস্ব ভাষা ওসংস্কৃতিরয়েছে। সাংস্কৃতিক পরিমন্ডলে চৌদ্দগ্রাম অবদানও অনস্বীকার্য।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

আয়তন ১৯.৬৪ (বর্গঃ কি.মি.)
জনসংখ্যা ৩৫,১৮৬ জন
পুরুষ ১৬৪৭৯ জন
মহিলা ১৮৭০৭ জন
ডাকঘর কোড ৩৫৮৩
পোস্ট অফিস ৪ টি
গ্রাম সংখ্যা ২৯ টি
উচ্চ বিদ্যালয় ৫ টি
প্রাথমিক বিদ্যালয় ১২ টি
হাট-বাজার ২৯ টি
ব্যাংক ২ টি
শিক্ষার হার ৫৫%

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

কলেজ

মাধ্যমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়

  • আলকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • ভাজনকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম ডেকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • বাকগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • কিশলয় ধোপাখিলা প্রাথমিক বিদ্যালয়
  • দঃ লাটিমী কাজী রফিক প্রাথমিক বিদ্যালয়
  • পদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • কাইচ্ছুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • কুঞ্জশ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • কেন্দুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • উঃ লাটিমী রফিক ভূঁইয়া প্রাথমিক বিদ্যালয়

'মাদ্রাসা

  • ভাজনকরা কারনদিঘীর পাড় দারুল উলুম মাদ্রাসা।
  • শিলরী লতিফিয়া মহিলা মাদ্রাসা
  • কুলাসার সিনিয়র দাখিল মাদ্রাসা
  • বাকগ্রাম রহমানিয়া মাদ্রাসা
  • দক্ষিন শ্রীপুর দারুস সালাম বালক দাখিল মাদ্রাসা
  • পশ্চিম ডেকরা দাখিল মাদ্রাসা
  • দত্তসার রহমানিয়া মাদ্রাসা

যাতায়াত ব্যবস্থা[সম্পাদনা]

১। ঢাকা-চট্ট্রগ্রাম মহাসড়কের লাটিমী রাস্তার মাথা হইতে ৩ কিঃমিঃ পশ্চিম দিকে আলকরা বাজার সংলগ্ন ইউপি ভবন।

২। ঢাকা-চট্ট্রগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথা হইতে ৩ কিঃমিঃ পশ্চিম দিকে লক্ষীপুর বাজার থেকে দক্ষিন দিকে আলকরা বাজার সংলগ্ন ইউপি ভবন।

ব্যাংক সমূহ[সম্পাদনা]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

১। দত্তসার দীঘি

২। ইউপি ভবন

গ্রাম সমূহ[সম্পাদনা]

  1. আলকরা
  2. ভাজনকরা
  3. আশকালিয়া
  4. বাকগ্রাম
  5. বাকজালা
  6. বান্দেরজলা
  7. চিনাইমুড়ী
  8. দামারপাড়া
  9. দত্তসার
  10. ধোপাখিলা
  11. পোটকরা
  12. দক্ষিণ পিরিজকরা
  13. গোলাইকারা
  14. জঙ্গলপুর
  15. কাইচ্ছুটি
  16. খিলপাড়া
  17. ময়ুরপুর
  18. কেন্দুযা
  19. কুলাশার
  20. গদানগর
  21. মনিপুর
  22. নারায়নকুরি
  23. পদুয়া
  24. পূর্ব ডেকরা
  25. সাদান্দানগর
  26. চাটচর
  27. সাহেব নগর
  28. শিলরী
  29. সোনাইচা

তথ্যসূত্র[সম্পাদনা]

http://www.alkaraup.comilla.gov.bd

বহিঃসংযোগ[সম্পাদনা]