বিষয়শ্রেণী আলোচনা:সাম্যবাদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পুরনো আলোচনা[সম্পাদনা]

কমিউনিজম-এর বাংলা আছেঃ সাম্যবাদ। --অর্ণব (আলাপ | অবদান) ০০:৩০, ৭ আগস্ট ২০০৬ (UTC)

কিন্তু কমিউনিজম অতি প্রচলিত শব্দ। কমিউনিস্ট শব্দটি এখন প্রায় বাংলা ভাষার অংশ হিসাবেই তো ব্যবহৃত হয়। --রাগিব (আলাপ | অবদান) ০০:৫৬, ৭ আগস্ট ২০০৬ (UTC)
আমরা যারা কথায় কথায় বাংলিশ বলি, তাদের কাছে ডেমোক্রেসিও বাংলায় অতিপ্রচলিত শব্দ। কিন্তু বাংলায় মানসম্মত লেখার ক্ষেত্রে আমরা গণতন্ত্র prefer করি। একই যুক্তিতে সাম্যবাদ preferable। সাম্যবাদ একটি বহুল ব্যবহৃত ও অনেক দিন ধরে প্রচলিত পরিভাষা; আপনি হয়ত পরিচিত নন। --অর্ণব (আলাপ | অবদান) ০১:৫৭, ৭ আগস্ট ২০০৬ (UTC)
"কমিউনিস্ট" প্রসঙ্গেঃ এটার প্রচলন মূলত বিভিন্ন রাজনৈতিক পার্টির ইংরেজি নাম থেকে। কিন্তু যখন আমরা সাম্যবাদী রাজনৈতিক ধারাটিকে নৈর্ব্যক্তিক দৃষ্টিকোণ থেকে একটি বাংলা বিশ্বকোষে অন্তর্ভুক্ত করব, তখন এসব Label-এর ব্যাপারে আমাদের নীতি হওয়া উচিত (একই ধারণার ইংরেজি-বাংলা দুটি সংস্করণ থাকলে) বাংলাকে রাধান্য দেওয়া। "পলিটিক্স" ও "পলিটিশিয়ান" বাংলায় বহুল ব্যবহৃত শব্দ, কিন্তু আমরা "রাজনীতি" ও "রাজনীতিবিদ"-ই এই বিশ্বকোষে prefer করব - এটা আমার ব্যক্তিগত মতামত। --অর্ণব (আলাপ | অবদান) ০২:০৬, ৭ আগস্ট ২০০৬ (UTC)