আলাপ:সর্বনাম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Abu Sayeem Mahfooz Khan কর্তৃক ৬ বছর পূর্বে "অন্য ভাষা না" অনুচ্ছেদে

অন্য ভাষা না[সম্পাদনা]

@Abu Sayeem Mahfooz Khan: এই নিবন্ধটি শুধু বাংলা ব্যাকরণের জন্য। অন্য কোন ভাষার সংজ্ঞা না যোগ করার অনুরোধ করছি। --আফতাব (আলাপ) ১৪:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@Aftabuzzaman: আমার মনে হয় উইকিপিডিয়া বাংলার যেকোন নিবন্ধ সকল বাংলা ভাষা ব্যবহারকারী এবং বিশেষভাবে শিক্ষার্থীদের জন্যে পাঠ উপযোগী এবং জ্ঞ্যনসহায়ক হওয়া উচিৎ। এখানে এমন যুক্তি খুবই হাস্যকর যে অন্য ভাষা ব্যবহার করা যাবে না। বিশেষভাবে এই নিবন্ধ "সর্বনাম" এর সংজ্ঞা এবং কিছু বিষয় বাংলা ভাষার ব্যখ্যাই যথেষ্ট নয়, এই জন্য সহায়ক হিসাবে ইংরেজি ব্যবহার করা হয়েছিল। একইসাথে পদ প্রকরণ পাঠ করতে আসবে শুধুমাত্র ব্যাকরণপ্রেমীরাই এবং তাদের পদ (বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া ও অব্যয়) জানার সাথে সাথে ইংরেজি Parts of Speech এর মাঝে সংযোগ সেতু তৈরি করতে না পারলে জানাটা সম্পুর্ন হবে না। এই কারনে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ রাখতে চাই, সরাসরি শিক্ষামূলক নিবন্ধগুলিতে ইংরেজি সংজ্ঞা (যেখান বাংলা ভাষা কাঠামো বুঝানোর জন্যে একটু সীমিত সেখানে সহায়ক হিসাবে) এবং ইংরেজির (আন্তর্জাতিক ভাষার) শব্দরূপ রাখার বিধান চালু করা হোক।-মাহ্‌ফুজ (আলাপ) ০৪:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@Abu Sayeem Mahfooz Khan: আন্তর্জাতিক ভাষা বলে সব ক্ষেত্রে ইংরেজি টানতে হবে কেন। জ্ঞান সম্পূর্ণ করতে চাইলে শুধু ইংরেজি কেন, অন্য ভাষা যেমন ফরাসি, চীনা, আরবি ইত্যাদি কি দোষ করল। বাংলা কি এতই অর্থহীন যে তা বুঝতে ইংরেজি টানতে হবে। আপনি ইংরেজি ব্যাকরণ দিতে চান, বাংলার সাথে সংযোগ করতে চান, ভালো, আমার আপত্তি নাই। সর্বনাম (ইংরেজি ব্যাকরণ) নামে শুরু করুন। আফতাব (আলাপ) ১৩:১৩, ২৪ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@Aftabuzzaman: আবেগ অনুভব করলাম, ভাল লাগল।-মাহ্‌ফুজ (আলাপ) ১৪:০২, ২৪ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন