আলাপ:রান্না

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১২ বছর পূর্বে "ট্যাগের ব্যবহার" অনুচ্ছেদে

ট্যাগের ব্যবহার[সম্পাদনা]

নিবন্ধটি ছিল প্রথমদিককার যা বর্তমানে রেস্তোরাঁর সাথে সম্পৃক্ত। ভাবলে হাসি পায় যে তথ্যসূত্রবিহীন অবস্থায় এটি রচনা করেছিলাম। সে যাই হোক -

বাংলাদেশ থেকে লিখলেতো নিবন্ধের ভাষা কিছুটা হলেও বাংলাদেশকেন্দ্রীক হবেই। তবে - নিবন্ধে কিন্তু বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি। বরং, [ভারত উপমহাদেশে], [সারা পৃথিবীতেই], [চীন] - শব্দ(গুচ্ছ)গুলোর প্রয়োগ হয়েছে। সুতরাং, ট্যাগের ব্যবহার যথোপযুক্ত হয়নি বলেই আমার ধারণা। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৮:৪১, ৮ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ঠিক বলেছেন, দাদা। ভারত উপমহাদেশে সাধারণত মহিলারাই রান্নাঘরে দিনের একটি বিরাট অংশ অতিবাহিত করেন বাক্যের "ভারতীয় উপমহাদেশে" কথাটি আমি চোখেই দেখিনি। হাতে সময়ও ছিল না, তাই পটাপট ট্যাগ সেঁটে অন্যের জন্য কাজটা রেখে দিয়েছিলাম মাত্র। ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। তবুও সামান্য একটু সংশোধন করার দরকার ছিল, করে দিয়েছি। :) ট্যাগটাও আর দরকার নেই। ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন