বিপিন চন্দ্র জোশী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেনারেল

বিপিন চন্দ্র জোশী

পিভিএসএম, এভিএসএম, এডিসি
জন্ম৫ ডিসেম্বর ১৯৩৫[১]
উত্তরখণ্ড, ভারত
মৃত্যু১৯ নভেম্বর ১৯৯৪(1994-11-19) (বয়স ৫৮)
দিল্লী সামরিক হাসপাতাল
আনুগত্য ভারত
সেবা/শাখাভারতীয় সেনাবাহিনী
কার্যকাল১৯৫৪-১৯৯৪
পদমর্যাদা জেনারেল
নেতৃত্বসমূহ সেনাবাহিনী সাউদার্ন কমান্ড
পুরস্কার পরম বিশিষ্ট সেবা পদক
অতি বিশিষ্ট সেবা পদক

বিপিন চন্দ্র জোশী ভারতীয় সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন, তিনি ১৭তম ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসেবে ১৯৯৩ থেকে তার মৃত্যু পর্যন্ত (১৯৯৪) ছিলেন। তার জন্ম উত্তরখণ্ডের পিতোরাগড়ে।

কর্মজীবন[সম্পাদনা]

  • ১৯৫৪ সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনীর সাঁজোয়া শাখায় কমিশন লাভ।
  • ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে একটি সাঁজোয়া রেজিমেন্টের অধিনায়কত্ব।[২]
  • অস্ট্রেলিয়াতে সামরিম উপদেষ্টা হিসেবে ১৯৭৩ সালের মে থেকে অক্টোবর ১৯৭৬।
  • একটি কোর সদরে ব্রিগেডিয়ার জেনারেল স্টাফ।
  • একটি স্বতন্ত্র সাঁজোয়া ব্রিগেড এবং একটি পদাতিক ডিভিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন।
  • পূর্বাঞ্চলে একটি কোরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন।
  • সাউদার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চীফ (সর্বাধিনায়ক)।
  • সেনাবাহিনী সদর দপ্তরে সমর পরিকল্পনা পরিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক এবং সামরিক অভিযান পরিদপ্তরের মহাপরিচালক।
  • আর্মার্ড কোর কেন্দ্র এবং বিদ্যালয়ে তিনবার তিনপ্রকারের প্রশিক্ষক হিসেবে বদলী।
  • কলেজ অব কমব্যাটে স্টাফ অফিসার।
  • সেনাপ্রধান হবার পর ৬৪ ক্যাভালরির কর্নেল অব দ্যা রেজিমেন্ট

মৃত্যু[সম্পাদনা]

হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে জেনারেল বিপিন চন্দ্র ১৯৯৪ সালের ১৯ নভেম্বর দিল্লীর সামরিক হাসপাতালে মারা যান।[৩] ১৯৯৫ সালে তার অবসরে যাওয়ার কথা ছিলো। আজ পর্যন্ত ভারতের তিনিই একমাত্র সেনাপ্রধান যিনি চাকুরীরত অবস্থায় মারা যান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Abidi, S. Sartaj Alam; Sharma, Satinder (২০০৭)। Services Chiefs of India (ইংরেজি ভাষায়)। Northern Book Centre। পৃষ্ঠা 81। আইএসবিএন 9788172111625। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৭ 
  2. "CHIEFS OF THE INDIAN ARMY"। bharat-rakshak.com। ২০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Gen. Bipin Chandra Joshi, Indian Army Chief, 59"। NY times। ১৯ নভেম্বর ১৯৯৪। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১০