বাংলাদেশী ওডিআই উইকেট-রক্ষকদের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মে, ২০১০ সালে লর্ডসে অনুষ্ঠিত টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করছেন মুশফিকুর রহিম

এটি বাংলাদেশী ওডিআই উইকেট-রক্ষকদের তালিকা। অদ্যাবধি ১১জন ক্রিকেটার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পক্ষে উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেছেন। উইকেট-রক্ষণের দায়িত্বের বাইরে থাকলে তা ক্যাচ হিসেবে গণ্য করা হয়নি। যেদিন একজন খেলোয়াড় তার প্রথম ওডিআই ক্যাপ পায়, সেই ক্রমিক অনুসারে এ তালিকাটি সাজানো। যদি একাধিক খেলোয়াড় একই ওডিআইয়ে তার প্রথম ক্যাপ পায়, সেক্ষেত্রে খেলোয়াড়দের পারিবারিক নামের বর্ণানুক্রম অনুসারে (ইংরেজি নামের বর্ণানুক্রম) তালিকাভুক্ত করা হয়েছে। যে সকল খেলোয়াড় মূল উইকেট-রক্ষকের আঘাতপ্রাপ্তি কিংবা অসুস্থতাজনিত কারণে খেলা থেকে দূরে ছিলেন তাদেরকে তারকা-চিহ্ন (*) দিয়ে চিহ্নিত করা হয়েছে।

পরিসংখ্যানটি ২৯ জুলাই, ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক।

ক্রমিক খেলোয়াড় সময়কাল ওডিআই ক্যাচ স্টাম্পিং সর্বমোট
আউট
সূত্র
হাফিজুর রহমান ১৯৮৬ - [১]
নাসির আহমেদ ১৯৮৮-১৯৯০ [২]
খালেদ মাসুদ ১৯৯৫-২০০৬ ১২৬ ৯১ ৩৫ ১২৬ [৩]
জাহাঙ্গীর আলম ১৯৯৯ - [৪]
মোহাম্মদ সেলিম ২০০৩ - [৫]
হান্নান সরকার ২০০৩ - [৬]
মুশফিকুর রহিম ২০০৬- ১৪৭ ১২৪ ৩৮ ১৬২ [৭]
ধীমান ঘোষ ২০০৮ ১৪ ১৩ [৮]
জহুরুল ইসলাম ২০১০ - [৯]
১০ এনামুল হক ২০১৪ - [১০]
১১ লিটন দাস ২০১৫- - [১১]

তথ্যসূত্র[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]