বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সাহিত্যকর্ম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বলাইচাঁদ মুখোপাধ্যায় (১৯ জুলাই, ১৮৯৯ - ৯ ফেব্রুয়ারি, ১৯৭৯) ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি। তিনি বনফুল ছদ্মনামেই সমধিক পরিচিত ছিলেন। বনফুল ৬০টি উপন্যাস, ৫৮৬টি ছোটোগল্প, ১৩টি নাটক ও সহস্রাধিক কবিতা ছাড়াও কয়েকটি রম্যরচনা, স্মৃতিকথা, আত্মজীবনী ও প্রবন্ধ রচনা করেছিলেন। তাঁর সম্পূর্ণ গ্রন্থতালিকা এই পৃষ্ঠায় দেওয়া হল:[১]

উপন্যাস[সম্পাদনা]

  1. তৃণখণ্ড (১৯৩৫)
  2. বৈতরণী তীরে (১৯৩৬)
  3. দ্বৈরথ (১৯৩৭)
  4. কিছুক্ষণ (১৯৩৭)
  5. নির্মোক (১৯৪০)
  6. মৃগয়া (১৯৪০)
  7. রাত্রি (১৯৪১)
  8. সে ও আমি (১৯৪৩)
  9. জঙ্গম
    1. প্রথম খণ্ড (১৯৪৩)
    2. দ্বিতীয় খণ্ড (১৯৪৫)
    3. তৃতীয় খণ্ড (১৯৪৫)
  10. সপ্তর্ষি (১৯৪৫)
  11. অগ্নি (১৯৪৬)
  12. নঞতৎপুরুষ (১৯৪৬)
  13. স্বপ্নসম্ভব (১৯৪৬)
  14. মানদণ্ড (১৯৪৮)
  15. ডানা
    1. প্রথম খণ্ড (১৯৪৮)
    2. দ্বিতীয় খণ্ড (১৯৫০)
    3. তৃতীয় খণ্ড (১৯৫৫)
  16. ভীমপলশ্রী (১৯৪৯)
  17. নবদিগন্ত (১৯৪৯)
  18. স্থাবর (১৯৫১)
  19. কষ্টিপাথর (১৯৫১)
  20. লক্ষ্মীর আগমন (১৯৫৪)
  21. পিতামহ (১৯৫৪)
  22. পঞ্চপর্ব (১৯৫৪)
  23. বিষমজুর (১৯৫৪)
  24. নিরঞ্জনা (১৯৫৫)
  25. ভুবন সোম (১৯৫৭)
  26. উজ্জ্বলা (১৯৫৭)
  27. মহারাণী (১৯৫৮)
  28. জলতরঙ্গ (১৯৫৯)
  29. অগ্নীশ্বর (১৯৫৯)
  30. উদয় অস্ত
    1. প্রথম খণ্ড (১৯৫৯)
    2. দ্বিতীয় খণ্ড (১৯৭৪)
  31. ওরা সব পারে (১৯৬০)
  32. দুই পথিক (১৯৬০)
  33. হাটেবাজারে (১৯৬১)
  34. কন্যাসু (১৯৬২)
  35. সীমারেখা (১৯৬২)
  36. পীতাম্বরের পুনর্জন্ম (১৯৬৩)
  37. ত্রিবর্ণ (১৯৬৩)
  38. বর্ণচোরা (১৯৬৪)
  39. পক্ষীমিথুন (১৯৬৪)
  40. তীর্থের কাক (১৯৬৫)
  41. মানসপুর (১৯৬৬)
  42. গন্ধরাজ (১৯৬৬)
  43. প্রচ্ছন্ন মহিমা (১৯৬৭)
  44. গোপালদেবের স্বপ্ন (১৯৬৮)
  45. অধিকলাল (১৯৬৯)
  46. অসংলগ্না (১৯৬৯)
  47. রৌরব (১৯৭০)
  48. রূপকথা এবং তারপর (১৯৭০)
  49. রঙ্গ-তুরঙ্গ (১৯৭০)
  50. তুমি (১৯৭১)
  51. সন্ধিপূজা (১৯৭২)
  52. এরাও আছে (১৯৭২)
  53. কৃষ্ণপক্ষ (১৯৭২)
  54. নবীন দত্ত (১৯৭৪)
  55. প্রথম গরল (১৯৭৪)
  56. আশাবরী (১৯৭৪)
  57. সাত সমুদ্র তেরো নদী (১৯৭৬)
  58. লী (১৯৭৮)
  59. অলংকারপুরী (১৯৭৮)
  60. হরিশচন্দ্র (১৯৭৯)

গল্পগ্রন্থ[সম্পাদনা]

  1. বনফুলের গল্প (১৯৩৬)
  2. বনফুলের আরো গল্প (১৯৩৬)
  3. বাহুল্য (১৯৪৩)
  4. বিন্দুবিসর্গ (১৯৪৪) পরিমল গোস্বামীকে উৎসর্গ করেছিল
  5. অদৃশ্যলোক (১৯৪৬)
  6. আরো কয়েকটি (১৯৪৭)
  7. তন্বী (১৯৫২)
  8. নবমঞ্জরী (১৯৫৪)
  9. ঊর্মিমালা (১৯৫৫)
  10. রঙ্গনা (১৯৫৬)
  11. অনুগামিনী (১৯৫৮)
  12. করবী (১৯৫৮)
  13. সপ্তমী (১৯৬০)
  14. দূরবীন (১৯৬১)
  15. মণিহারী (১৯৬৩)
  16. ছিটমহল (১৯৬৫)
  17. এক ঝাঁক খঞ্জন (১৯৬৭)
  18. অদ্বিতীয়া (১৯৭৫)
  19. বহুবর্ণ (১৯৭৬)
  20. বনফুলের নূতন গল্প (১৯৭৬)
  21. মায়াকানন (১৯৭৮)

গল্প সংগ্রহ[সম্পাদনা]

  1. বনফুলের গল্প সংগ্রহ
    1. প্রথম খণ্ড (১৯৫৫)
    2. দ্বিতীয় খণ্ড (১৯৫৭)
  2. ছোটদের শ্রেষ্ঠ গল্প (১৯৫৮)
  3. ছোটদের ভালো ভালো গল্প (১৯৬১)
  4. তিনকাহিনী (১৯৬১)
  5. বনফুলের গল্প সংগ্রহ
    1. প্রথম শতক (১৯৬২)
    2. দ্বিতীয় শতক (১৯৬৫)
    3. তৃতীয় শতক (১৯৭০)
  6. চতুরঙ্গ (১৯৭৪)
  7. বনফুল বীথিকা (১৯৭৪)
  8. দিবসযামিনী (১৯৭৬)
  9. বনফুলের শ্রেষ্ঠ গল্প (১৯৭৬)
  10. রাজা (১৯৭৭)
  11. বনফুলের হাসির গল্প (১৯৭৮)
  12. বনফুলের কিশোর সমগ্র (১৯৭৮)
  13. বনফুলের শেষ লেখা (১৯৭৯)
  14. বনফুলের ছোটগল্প সমগ্র, দুই খণ্ডে (২০০৩)

নাটক[সম্পাদনা]

  1. মন্ত্রমুগ্ধ (১৯৩৮)
  2. রূপান্তর (১৯৩৮)
  3. শ্রীমধুসূদন (১৯৩৯)
  4. বিদ্যাসাগর (১৯৪১)
  5. মধ্যবিত্ত (১৯৪৩)
  6. দশভাণ (১৯৪৪)
  7. কঞ্চি (১৯৪৫)
  8. সিনেমার গল্প (চিত্রনাট্য) (১৯৪৬)
  9. বন্ধনমোচন (১৯৪৮)
  10. দশভাণ ও আরো কয়েকটি (১৯৬২)
  11. শৃন্বন্তু (১৯৬৩)
  12. আসন্ন (১৯৭৩)
  13. ত্রিনয়ন (১৯৭৬)

কাব্যগ্রন্থ[সম্পাদনা]

  1. বনফুলের কবিতা (১৯৩৬)
  2. অঙ্গারপর্ণী (১৯৪০)
  3. চতুর্দশী (১৯৪০)
  4. আহবনীয় (১৯৪৩)
  5. করকমলেষু (১৯৪৯)
  6. বনফুলের ব্যঙ্গকবিতা (১৯৫৮)
  7. নূতন বাঁকে (১৯৫৯)
  8. সুরসপ্তক (১৯৭০)

অন্যান্য রচনা[সম্পাদনা]

  1. ভূয়োদর্শন (রম্যরচনা, ১৯৪২)
  2. উত্তর (প্রবন্ধ সংকলন, ১৯৫৩)
  3. শিক্ষার ভিত্তি (ভাষণ, ১৯৫৫)
  4. মনন (ভাষণ, ১৯৬২)
  5. দ্বিজেন্দ্র দর্পণ (ভাষণ, ১৯৬৭)
  6. রবীন্দ্র-স্মৃতি (স্মৃতিকথা, ১৯৬৮)
  7. ভাষণ (ভাষণ, ১৯৭৮)
  8. মর্জিমহল (দিনলিপি, ১৯৭৪)
  9. চূড়ামণি রসার্ণব (রম্যরচনা, ১৯৭৬)
  10. পশ্চাৎপট (আত্মজীবনী, ১৯৮৭)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ভারতীয় সাহিত্যকার পুস্তকমালা: বনফুল (বলাইচাঁদ মুখোপাধ্যায়), বিপ্লব চক্রবর্তী, সাহিত্য অকাদেমি, নতুন দিল্লি, ২০০৫, পৃ. ৭০-৭৬

টেমপ্লেট:বলাইচাঁদ মুখোপাধ্যায়