ফাহিম মোহাম্মদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফাহিম মোহাম্মদ
Fahim Mohammad
জন্ম (2000-07-26) ২৬ জুলাই ২০০০ (বয়স ২৩)
নাগরিকত্ব ফ্রান্স
পরিচিতির কারণদাবাড়ু ফিদে মাস্টার

ফাহিম মোহাম্মদ (জন্ম ২৬ জুলাই ২০০০) তিনি একজন ফ্রান্স - বাংলাদেশী দাবা খেলোয়াড়। তিনি ২০১৭ সালে থেকে একজন দাবাড়ু ফিদে মাস্টার । তার সর্বোচ্চ রেটিং ছিল ২৩৮৩ (জুন ২০১৮ সালে )।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তিনি ২০০০ সালে বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন এবং ২০০৮ সালে তার বাবার সাথে ফ্রান্সে চলে আসেন। পরিবারটি রাজনৈতিক আশ্রয় চেয়েছিল যা প্রাথমিকভাবে ফরাসি কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছিল। এদিকে ফাহিম ক্রিটিলের দাবা ক্লাবে দাবা খেলা শুরু করেছিলেন। তিনি ২০১২ সালে অনূর্ধ্ব -১২ বিভাগে জাতীয় দাবা চ্যাম্পিয়ন হন। তিনি দাবা খেলায় দক্ষতা অর্জন করতে থাকেন এবং ২০১৬ সালের মধ্যে তাঁর এলো রেটিং বেড়ে ২২৭৬ হয়ে যায় , যা তাঁকে অনূর্ধ্ব -১৬ বিভাগে বিশ্বের শীর্ষ ১৫০ খেলোয়াড়ের মধ্যে স্থান পায়।

জনপ্রিয় সংস্কৃতি[সম্পাদনা]

২০১৪ সালে সোফি লে কলেনেক এবং জেভিয়ার পারমেন্টিয়ারের একটি বইয়ে ফাহিমের জীবনকাহিনী বলা হয়েছে । বইটি ' এ কিং ইন হাইডিং " শিরোনামে ইংরেজি সহ একাধিক ভাষায় অনুবাদ করা হয়েছে। বইটি ফাহিম নামে একটি চলচ্চিত্রেও রূপান্তরিত হয়েছে। পিয়েরে - ফ্রাঙ্কোইস মার্টিন - লাভাল পরিচালিত এবং জেরার্ড ডেপারডিউ অভিনীত চলচ্চিত্রটি ২০১৯ সালে মুক্তি পায়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Le jeune roi des échecs de passage à Châlons"www.lhebdoduvendredi.com (ফরাসি ভাষায়)। ২০১৮-০২-১৫।