ফার্খুন্দা জাহরা নাদেরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফার্খুন্দা জাহরা নাদেরি
فرخنده زهرا نادری
রাষ্ট্রপতি মোহাম্মদ আশরাফ ঘানির জ্যেষ্ঠ উপদেষ্টা
ব্যক্তিগত বিবরণ
জন্মফার্খুন্দা জাহরা
(1981-04-19) এপ্রিল ১৯, ১৯৮১ (বয়স ৪৩)
জাতীয়তা আফগানিস্তান
রাজনৈতিক দলন্যাশনাল সলিডারিটি পার্টি অব আফগানিস্তান
বাসস্থানতাইমানি, কাবুল, আফগানিস্তান
ধর্মইসলাম (শিয়া)
ওয়েবসাইট

ফার্খুন্দা জাহরা নাদেরি (দারি: فرخنده زهرا نادری‎) হলেন একজন আফগান রাজনীতিবিদ। তিনি রাষ্ট্রপতি আশরাফ গনির জাতিসংঘ বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা। ২০১৬ সালে রাষ্ট্রপতির সমন জারির মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি এর আগে ২০১০ সালের আফগান সংসদীয় নির্বাচনের নির্বাচিত হয়েছিলেন ও ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত আফগানিস্তান জাতীয় পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[১] তিনিই একমাত্র নারী প্রতিনিধি যিনি ২০১০ ও ২০১২ সালে প্যারিসে টানা তিনটি শ্যান্টিলি সম্মেলনে অংশ নিয়েছিলেন।[২][৩]

২০১২ সালের জুলাইতে, নাদেরিকে এন-শান্তি (জাতিসংঘ উন্নয়ন প্রোগ্রাম) পুরস্কার প্রদান করা হয়।

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

নাদেরি ১৯৮১ সালের এপ্রিলে জন্মগ্রহণ করেছিলেন। [৪] তিনি আফগান বাগলান ইসমাইলির নেতা সৈয়দ মনসুর নাদেরির মেয়ে। [৫]

তিনি বাগলান ও কাবুল প্রদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ২০০১ সালে লন্ডনের হ্যারো কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করেন।[৬] তিনি তাশখন্দের ওয়েস্টমিনস্টার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং ২০০৭ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। [৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About Farkhunda Zahra Naderi in 2010 Election"। ৮ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২১ 
  2. "Paris Peace Chantilly Conference"। ২০১৪-১১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০২ 
  3. "Paris Conf-Chantilly"। ৩ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২১ 
  4. "Her Date of Birth"। ৩ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২১ 
  5. "Family Background" 
  6. "Education-School"। ৩ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২১ 
  7. "Education-University"। ৩ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]