ফারাহ মাহবুব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাননীয় বিচারপতি
ফারাহ মাহবুব
200px
বিচারপতি ফারাহ মাহবুব
বাংলাদেশের হাইকোর্ট বিভাগ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৩ আগস্ট, ২০০৬
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1966-05-27) ২৭ মে ১৯৬৬ (বয়স ৫৭)
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীশাহরিয়ার সাঈদ হুসাইন
সন্তানএকজন (ফারিশা হুসাইন)
পিতামাতামাহবুবুর রহমান (পিতা) এবং ফিরোজা বেগম (মাতা)
বাসস্থানমহাখালী, ঢাকা
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
জীবিকাবিচারক
ধর্মইসলাম

বিচারপতি ফারাহ মাহবুব (জন্ম: ১৯৬৬) বাংলাদেশের হাইকোর্ট বিভাগের একজন বিচারক।[১][২] তিনি বাংলাদেশের হাইকোর্ট বিভাগে নিয়োগপ্রাপ্ত নারী বিচারকদের মধ্যে চতুর্থ।

প্রাথমিক জীবন ও শিক্ষা[সম্পাদনা]

ফারাহ মাহবুবের বাবা বিশিষ্ট আইনজীবী মাহবুবুর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক ডিগ্রী এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কর্মজীবন[সম্পাদনা]

ফারাহ মাহবুব ১৯৯২ সালের ১৫ সেপ্টেম্বর জেলা আদালতের একজন উকিল হিসাবে নাম নথিভুক্ত হন। জেলা আদালতে তার সাফল্যের পর, তিনি ১৯৯৪ সালের ৯ এপ্রিল এবং ২০০২ সালের ১৫ মে যথাক্রমে হাইকোর্ট বিভাগ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নথিভুক্ত হন।[১][২] তিনি ২০০৪ সালের ৮ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে উন্নীত হন এবং ২০০৬ সালের ২৩ আগস্ট একই বিভাগের বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।[২] তিনি ২০৩৩ সালের ২৬শে মে অবসর গ্রহণ করবেন।

তিনি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি এবং সৌদি আরব সহ অনেক দেশ সফর করেন।

সম্ভাব্য জ্যেষ্ঠ বিচারপতি[সম্পাদনা]

৮ই ডিসেম্বর ২০৩২ তারিখে বিচারপতি মামনুন রহমান অবসরে গেলে ফারাহ মাহবুব হবেন বাংলাদেশের জ্যেষ্ঠতম বিচারপতি।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

ফারাহ মাহবুব শাহরিয়ার সাঈদ হুসাইন নামক এক ব্যবসায়ীকে বিয়ে করেন। তাদের ফারিশা নামে একটি মেয়ে রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Profile Detail Justice Farah Mahbub"। Think Legal Bangladesh। ২০১৪-১১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১১-২১ 
  2. "Judges' List : High Court Division"। Supreme Court of Bangladesh। ২০১৪-১১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১১-২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]