প্রবেশদ্বার:যুদ্ধ/বিশেষ জীবনী/৬

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সালাদিন (১১৩৭-মার্চ ৪,১১৯৩) একজন বীর মুসলিম সেনাপতি এবং মিশরের আইউবীয় সুলতান। আরবি ভাষায় তাঁর পুরো নাম সালাহ্‌ আদ দীন ইউসুফ। তিনি ছিলেন ক্রুসেডারদের প্রবল প্রতিপক্ষ। তাঁর জন্মস্থান মেসোপটেমিয়া (বর্তমান ইরাক)এর তিকরিত নামক এলাকায়। তিনি ছিলেন কুর্দী বংশোদ্ভূত। ইউসুফ তাঁর প্রকৃত নাম। সালাহ আদ দীন লাকাব বা খেতাব। তিনি কুর্দি জাতিভুক্ত ও রাওয়াদিদ গোত্রের লোক ছিলেন। তাঁর পরিবার দিভিন নগরীর আজদানাকান গ্রাম থেকে আগত বলে প্রচলিত থাকলেও এ নিয়ে বিতর্ক রয়েছে। দামেস্‌ক এ তিনি নুরুদ্দিন এর দরবারে দশ বছর ছিলেন। নুরুদ্দিনের প্রতিনিধি শিরকু এর সাথে তিনি মিশরের ফাতিমীয় সুলতান গণের বিরুদ্ধে অভিযানে গমন করেন। পরবর্তীতে শিরকু মিশরের প্রধান উজীর হন।