প্রতাপপুর উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Photograph of Pratappur High School

প্রতাপপুর উচ্চ বিদ্যালয়টি ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত প্রতাপপুর গ্রামে অবস্থিত ।

মানচিত্র

ভূমিকা[সম্পাদনা]

1965 সালে প্রতাপপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। বিদ্যালয়টি আগে প্রতাপপুর জুনিয়ার হাই স্কুল নামে পরিচিত ছিল। এখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন-পাঠন হয়। এই বিদ্যালয়ে কুড়ি থেকে 25 জন শিক্ষক-শিক্ষিকার রয়েছেন। এবং 15 টির ও বেশী শ্রেণি কক্ষ রয়েছে। স্কুলটি একেবারে উত্তর দিকে শিলাবতী নদীর ধারে ঘাটাল রানিচক এর রাস্তার পাশে অবস্থিত। এ বিদ্যালয়টির পাশে একটি প্রাথমিক বিদ্যালয় ও রয়েছে যার নাম প্রতাপপুর গোলাপ সুন্দরী প্রাথমিক বিদ্যালয়।[১]

বর্তমানে এই স্কুল থেকে পাশ করে বহু ছাত্র ছাত্রী ভালো ভালো জায়গায় কর্মরত।

এই স্কুলটি যে গ্রামে অবস্থিত সেই গ্রামের একটি ওভারভিউ নিচে দেওয়া হল, Pratappur - Village Overview Gram Panchayat : Monoharpur I Block / Subdivision : Ghatal District : Paschim Medinipur State : West Bengal Pincode : 721212 Area : 309.65 hectares Population : 4,699 Households : 1,004 Nearest Town : Ghatal (6 km)[২]

দুই তালা তিন তলা বিশিষ্ট পাঁচটি বিল্ডিং রয়েছে। WBBSE ও WBCHSE এর আওতায় প্রতাপপুর গ্রামসহ আশেপাশের গ্রামের বহু ছাত্রছাত্রীরা এখান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে বের হয়। [৩]

এই স্কুলের শিক্ষার পাশাপাশি মেয়েদের জন্য টেলারিং এর ব্যবস্থা রয়েছে এবং ভোকেশনাল পরীক্ষার মাধ্যমে ও বহু ছাত্র-ছাত্রী উচ্চ মাধ্যমিক পাস করেছে।[৪]

বিদ্যালয়ের কথা[সম্পাদনা]

1965 সালের পয়লা জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার প্রতাপপুর গ্রামের প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল। গ্রামের কিছু প্রগতিশীল মানুষের উপলব্ধিতে ছিল শিক্ষা আনে চেতনা আর এই চেতনাই জমে থাকা অন্ধকারকে অপসারিত করতে পারবে একদিন। আর বিদ্যালয় হলো সেই জায়গা ।

2005 সালের 15 ই মে আমাদের বিদ্যালয় মাধ্যমিক স্তরে উন্নীত হয়। এই বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত কারিগরি বিষয়ের পঠন-পাঠনের ব্যবস্থা আছে। তার পাশাপাশি কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে। এবং বর্তমানে বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে।

শপথ বাক্য[সম্পাদনা]

শপথ বাক্য

ভারতবর্ষ আমার জন্মভূমি। সমগ্র ভারতবাসী আমার আপনজন। আমি আমার দেশকে ভালবাসি। আমি সর্বদাই এর যোগ্য হবার চেষ্টা করবো। আমি আমার পিতা মাতা, শিক্ষক ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবো এবং প্রত্যেকের সঙ্গে আমার আচরণ হবে সবিনয়। আমার দেশ ও দেশবাসীর প্রতি এই শপথ গ্রহণ করলাম। আমার আনন্দ দেশবাসীর আনন্দের মধ্যেই নিহিত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Pratappur Village in Ghatal (Paschim Medinipur) West Bengal | villageinfo.in"villageinfo.in। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০১ 
  2. "Pratappur Village in Ghatal (Paschim Medinipur) West Bengal | villageinfo.in"villageinfo.in। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৯ 
  3. "Map of Pratappur, Ghatal, Medinipur, West Bengal"m.mapsofindia.com। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০১ 
  4. "Pratappur Population (2021/2022), Village in Ghatal Block"www.indiagrowing.com। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০১