পুনশ্চ (১৯৬১-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পুনশ্চ
পরিচালকমৃনাল সেন
প্রযোজকমৃনাল সেন
রচয়িতাআশীষ বর্মন
চিত্রনাট্যকারমৃনাল সেন
শ্রেষ্ঠাংশে
সুরকারহেমন্ত মুখোপাধ্যায়
চিত্রগ্রাহকশৈলজা চ্যাটার্জি
মুক্তি১৫ সেপ্টেম্বর ১৯৬১ (কলকাতা)
স্থিতিকাল১২০ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

পুনশ্চ মৃনাল সেন পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি ১৯৬১ সালে মুক্তি পায়। এই চলচ্চিত্রতে বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং কণিকা মজুমদার শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। চলচ্চিত্রটির কাহিনীকার আশীষ বর্মন। তার এই গল্পের উপর ভিত্তি করে ছবিটি নির্মাণ করা হয়। এই ছবিতে কণিকা মজুমদার প্রথম অভিনয় শুরু করেন, যদিও সত্যজিত রায় পরিচালিত তিনকন্যা তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি।

ছবিটি সেরা বাংলা ছবি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে।[১]

অভিনয়ে[সম্পাদনা]

  • সৌমিত্র চট্টোপাধ্যায়
  • কণিকা মজুমদার
  • পাহাড়ি স্যানাল
  • কালী ব্যানার্জী
  • শেফালী ব্যানার্জী
  • এন বিশ্বনাথন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mrinal Sen :: Punascha"mrinalsen.org। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]