পাংক রক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পাংক রক একটি রক আন্দোলন। এই রক আন্দোলন ১৯৭৬-১৯৭৭ সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে। দ্যা ক্ল্যাশ, জেনারেশান এক্স, দ্যা জ্যাম, দ্যা র‌্যামোনেস এসব ব্যান্ড এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধিকাংশ পাঙ্ক রক গ্রুপ প্রবল ভাবে রাজনৈতিক এবং প্রচলিত ধ্যান-ধারণা বিরোধী মানসিকতা ধারণ করে। এধরনের প্রায় সব গ্রুপই বামপন্থী। কেউ কেউ আবার নৈরাজ্যবাদী

১৯৯০-এর দশকে মূলধারার সঙ্গীতে পুনরায় পাংক রকের উত্থান ঘটে। গ্রিন ডে, দ্য অফস্প্রিং ও ব্লিংক-১৮২ এই ধারার জনপ্রিয়তা বাড়িয়ে তুলে।

The rock band The Clash performing onstage. Three members are shown. All three have short hair. Two of the members are playing electric guitars.
১৯৮০ সালে পারফর্মরত দ্য ক্ল্যাশ

বহিঃসংযোগ[সম্পাদনা]