নূর টিভি (মার্কিন যুক্তরাষ্ট্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নূর টিভি
ধরনস্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক
দেশ আফগানিস্তান
প্রাপ্যতামার্কিন যুক্তরাষ্ট্রমার্কিন যুক্তরাষ্ট্র
কানাডাকানাডা
বিশেষ ব্যক্তি
ইয়ামা ইউসুফজাই, হারিস রহিমি, ফারজান রহিমি
আরম্ভের তারিখ
২৯ জুলাই ২০০৭
অফিসিয়াল ওয়েবসাইট
http://www.noor-tv.com

নূর টিভি (আরবি ভাষায় অর্থ "আলো") একটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আফগান উপগ্রহ টেলিভিশন নেটওয়ার্ক, যা ক্যালিফোর্নিয়ার প্লিজ্যান্টন থেকে পরিচালিত হয়।[১] স্টেশনটি উত্তর আমেরিকা জুড়ে গ্যালাক্সি ২৫ উপগ্রহ ডিশে পাওয়া যায়।

নূর টিভির প্রোগ্রামগুলো ২৪ ঘণ্টা সম্প্রচারিত হয় এবং এর মধ্যে রয়েছে: বিশ্ব সংবাদ, শিশু এবং যুব প্রোগ্রামিং, খেলা, রান্না, সঙ্গীত এবং আলোচনা অনুষ্ঠান।

নূর টিভির মিশন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন অঞ্চলে আফগান সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির প্রচার করা।

ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টের তিন আফগান-মার্কিন ভাই (ইয়াম ইউসুফজাই, হারিস রহিমি এবং ফারজান রহিমি) ২৯ জুলাই ২০০৭ সালে নূর টিভি প্রতিষ্ঠা করেছিলেন এবং ১ আগস্ট ২০০৭[২] এ টেলিভিশনের পর্দায় হাজির হয়েছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Noor TV focuses on Afghan community"The Mercury News (ইংরেজি ভাষায়)। ২০০৭-০৯-১১। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  2. "Noor TV Afghanistan live from California"www.virtualafghans.com। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]