নরেন্দ্রকৃষ্ণ দেব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নরেন্দ্রকৃষ্ণ দেব
জন্ম১০ অক্টোবর ১৮২২
মৃত্যু২০ মার্চ ১৯০৩
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
মাতৃশিক্ষায়তনহিন্দু কলেজ
উপাধিমহারাজা স্যার নরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর

মহারাজা স্যার নরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর, কে.সি.আই.ই (English Maharaja Sir Narendrakrishna Deb, Bahadur, KCIE) (ইং ১০ অক্টোবর ১৮২২ - ২০ শে মার্চ ১৯০৩) কলকাতার শোভাবাজার রাজ পরিবারের প্রতিষ্ঠাতা মহারাজা নবকৃষ্ণ দেবের পৌত্র ও রাজা রাজকৃষ্ণ দেবের পুত্র। [১]

জন্মবৃত্তান্ত[সম্পাদনা]

নরেন্দ্রকৃষ্ণ দেব ইংরাজী ১৮২২ সালের ১০ ই অক্টোবর কলকাতার শোভাবাজার রাজপরিবারে জন্ম গ্রহণ করেন। ১৮৩৯ সাল পর্যন্ত তিনি হিন্দু কলেজের ছাত্র ছিলেন। ইংরেজি, আরবি, ফারসি, হিন্দুস্থানি ও বাংলা ভাষায় তার যথেষ্ট জ্ঞান ছিল।

প্রভাব[সম্পাদনা]

মহারাজ নরেন্দ্রকৃষ্ণ তার সময়ে একজন সৰ্ব্বজন-বিদিত ও সম্মানিত ব্যক্তি ছিলেন। সাধারণ রাজকাৰ্য্য ছাড়াও বিভিন্ন সভা-সমিতিতে তিনি অবাধে যোগ দিতেন। সরকার কর্তৃক তিনি ডেপুটি ম্যাজিস্টেট ও ডেপুটি কালেক্টরের পদে নিয়োজিত হয়েছিলেন। কলকাতা পৌর শাসনের কমিশনার পদেও আসীন ছিলেন। পরে সরকারি পদ পরিত্যাগ তৎকালীন রাজনীতিতে অংশগ্রহণ করেন। ১৮৬১ সালে তিনি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি ও পরে সহ-সভাপতি রূপে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিভিল সার্ভিসে বয়স সম্বন্ধীয় আন্দোলনও যোগ দেন। এব্যাপারে তিনি ১৮৭৭ সালের ২৪ শে মার্চের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভায় সভাপতিত্ব করেন। ম্যাঞ্চেস্টারে প্রস্তুত কাপড়ের আমদানি শুল্ক রহিত না করার দাবি নিয়ে যে প্রতিনিধি দল ১৮৭৮ সালে লর্ড লিটনের কাছে যায়, তার নেতৃত্ব তিনিই করেন। কলকাতায় অনুষ্ঠিত ভারতের দ্বিতীয় জাতীয় সম্মেলনের শেষ দিনের সভাপতি হয়েছিলেন তিনি। ভারতীয় সঙ্গীত সমাজের সভাপতি ছিলেন। মহারাজ নরেন্দ্রকৃষ্ণ বড়-লাটের মন্ত্রণা-সভার একজন সদস্যপদেও নির্বাচিত হয়েছিলেন । বৃটিশ সরকার কর্তৃক তিনি নাইট ( কে.সি. আই. ই.) উপাধি লাভ করেন। তিনি বহু গঠনমূলক ও সামাজিক কাজে অংশ নিতেন। কলকাতা বিশ্ববিদ্যালয়, মেয়ো হাসপাতাল,জাতীয় গ্রন্থাগার প্রভৃতি প্রতিষ্ঠানের সাথে নানাভাবে জড়িত ছিলেন। ডায়মন্ড হারবারের কাছে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার সবচেয়ে পুরাতন হটুগঞ্জ হাই স্কুলের প্রতিষ্ঠাতা তিনি। পরে বিদ্যালয়টি তার নামানুসারে হটুগঞ্জ মহারাজা নরেন্দ্র কৃষ্ণ হাই স্কুল নামেই পরিচিত হয়।

মৃত্যু[সম্পাদনা]

ইংরাজী ১৯০৩ সালের ২০ শে মার্চ নরেন্দ্রকৃষ্ণ দেব প্রয়াত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬ পৃষ্ঠা ৩৩৯, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬