নয়না অশ্বিন কুমার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নয়না অশ্বিন কুমার হলেন একজন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়। তিনি ২০০০ সালের ২২শে মার্চ ভারতের অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। তিনি নয়না বিস্ময় শিশু নামেও পরিচিত।

প্রাতিষ্ঠানিক শিক্ষা[সম্পাদনা]

মাধ্যমিক শিক্ষার একটি আন্তর্জাতিক সাধারণ শংসাপত্রের অধীনে, এই অপূর্ব কুশলী[১] মেয়ে আট বছর বয়সে দশম শ্রেণীর পরীক্ষায় অংশ নিয়েছিল। কেমব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনস সিআইই বোর্ড দ্বারা পরিচালিত পরীক্ষাটি শেষ করে, সে সেই স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সবচেয়ে কম বয়সী এশীয় মেয়ে হয়েছিল।[১] তার দশম বর্ষের শেষে, সে অন্ধ্র প্রদেশ বোর্ড অফ ইন্টারমিডিয়েট এডুকেশন থেকে ১১ এবং ১২ শ্রেণীর পরীক্ষাও সম্পন্ন করেছিল। ১২ বছর বয়সে, সেন্ট মেরি'স কলেজে গণ যোগাযোগ বিষয় নিয়ে বিএ-তে সে ছিল দ্বিতীয় বর্ষের ছাত্রী।[২] সে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছে।[৩]

সাত বছর বয়সে সে একটি মিউজিক অ্যালবাম রেকর্ড করে। সেই সিডিতে তার গাওয়া রামায়ণ: দ্য এপিক অন্তর্ভুক্ত রয়েছে।

সে ভগবদ্গীতা ইংরেজিতে অনুবাদ করেছিল।[১] নয়না ৫ থেকে ৭ বছর বয়সের মধ্যে ইংরেজি, হিন্দি এবং তার অঞ্চলের প্রাথমিক ভাষা শিখে নিয়েছিল।

টেবিল টেনিস[সম্পাদনা]

টেবিল টেনিসে, সাব-জুনিয়র গার্লস বিভাগে ব্রোঞ্জ পদক জিতে নয়না অশ্বিন কুমার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি জুনিয়র গার্লস প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন। দলগত ইভেন্টে, নয়না ২০১০ সালে অনূর্ধ্ব বারো,[১] চোদ্দ এবং ষোল বয়সের বন্ধনীতে সোনা জিতেছিলেন।[৪] জম্মু ও কাশ্মীরে তিনি সাব-জুনিয়র একক বিভাগে প্রথম স্থান অধিকার করেন। তিনি বোলপুরে ব্রোঞ্জ পেয়েছিলেন এবং ২০১২ সালে বেঙ্গালুরুতে দক্ষিণ অঞ্চলের শিরোপা জিতেছিলেন। যুব বালিকা জাতীয় প্রতিযোগিতায় তিনি দলের জন্য ব্রোঞ্জ পদকও জিতেছিলেন। এই সবই তাঁকে বারো, চৌদ্দ এবং ষোল বয়সের নিচে 'রাজ্য সেরা' করে তোলে। ভারতে টেবিল টেনিসের জন্য সাব-জুনিয়র মেয়েদের মধ্যে তিনি এক নম্বরে ছিলেন।

ভারতের বাইরে, নয়না অস্ট্রিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক টেবিল টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন এবং ৬ষ্ঠ মর্যাদাক্রমে ছিলেন। তিনি চীনে একটি প্রশিক্ষণ শিবিরে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। সেই গ্রুপের সাথে, তিনি নতুন দিল্লিতে একটি এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন। তিনি দেরাদুনে ইন্ডিয়া জুনিয়র ও ক্যাডেট ওপেনেও খেলেছিলেন এবং ব্যক্তিগত প্রতিযোগিতায় ক্যাডেট ও ব্রোঞ্জ জিতেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. V.V. Subrahmanyam (২০১১-০১-১২)। "NATIONAL / ANDHRA PRADESH : Child prodigy dreams of reaching the skies"The Hindu। সংগ্রহের তারিখ ২০১২-১২-১৮ 
  2. "ST.MARY'S - Hall of Fame"। Stmaryscollege.in। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০২-০৬ 
  3. "Home-grown wonders: Table tennis star-PhD student, 17, and brother, 11, who cleared Class 12, were homeschooled"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-১৭। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৮ 
  4. "NAINA" 

বহিঃসংযোগ[সম্পাদনা]