ধাপ একরামিয়া জামে মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ধাপ একরামিয়া মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিসুন্নি ইসলাম
অবস্থান
অবস্থানরংপুর বিভাগীয় শহরের কটকিপড়া
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীআধুনিক স্থাপত্য
সম্পূর্ণ হয়২০০৬ খৃ.
ধারণক্ষমতা২০০+ সালাত আদায়কারী একসাথে সালাত আদায় করতে পারে

ধাপ একরামিয়া মসজিদ আধুনিক আমলের একটি মসজিদ, রংপুর বিভাগীয় শহরের ১৭নং ওয়ার্ড এর কটকিপাড়া অবস্থিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। আধুনিক আমলের স্থাপত্য শিল্পের সুউচ্চ মিনারের জন্য পরিচিত।[১]

অবস্থান[সম্পাদনা]

মসজিদটি রংপুর বিভাগ এর রংপুর জেলার ১৭নং ওয়ার্ড এর ধাপ কটকি পাড়ায় পিটিআই রোডের পাশে অবস্থিত।[১]

বর্ণনা[সম্পাদনা]

এ মসজিদটির দৈর্ঘ্য ৫০ ফুট ও প্রস্থ ৪০ ফুট। মসজিদটিতে ১২০ ফুট উচ্চ ১টি মিনার আছে, যা অনেক দূর থেকে দেখা যায়।

ইতিহাস[সম্পাদনা]

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর এর সাবেক ভাইচ প্রিন্সিপাল মাহবুবা বেগম নিঃসন্তান ছিলেন। তার স্বামী এ কে এম বজলুর রহমান মৃত্যুবরণ করলে এ মসজিদের নামে .৬০ শতাংশ জমি ওয়াকফ করেন এবং এ মসজিদটি তৈরী করেন। একজন নারীর দানে মসজিদ তৈরী হওয়ার জন্য সবার কাছে মসজিদটি পরিচিত।

চিত্রশালা[সম্পাদনা]

মসজিদের সামনের অংশ পূর্ব মুখী
মসজিদের উত্তর দিকে ওজুখানা

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রংপুর জেলা"www.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-৩০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]