দেব জোশী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেব জোশী
২০২০ সালে জোশী
জন্ম
দেব দুশ্বান্ত কুমার জোশী

(2000-11-28) ২৮ নভেম্বর ২০০০ (বয়স ২৩)
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০৪-বর্তমান
পরিচিতির কারণ
ওয়েবসাইটwww.devjoshi.in

দেব জোশী (জন্ম: ২৮ নভেম্বর ২০০০) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা, যিনি সনি সাবের বালবীর, বালবীর রিটার্নস এবং বালবীর থ্রি-এ বালবীরের ভূমিকায় অভিনয়ের জন্য পরিচিত।[১] তিনি ২০টিরও বেশি গুজরাটি সিনেমা এবং অনেক বিজ্ঞাপনে কাজ করেছেন। তিনি চন্দ্রশেখর টেলিভিশন ধারাবাহিকে কিশোর চন্দ্রশেখর আজাদ চরিত্রে অভিনয় করার জন্যও পরিচিত।[২]

প্রারম্ভিক জীবন এবং পড়াশোনা[সম্পাদনা]

দেব যোশী তার পিতা-মাতা দুষ্যন্ত জোশী এবং দেবাঙ্গনা জোশীর সাথে গুজরাটের আহমেদাবাদে প্রতিপালিত হন।[৩] তিনি এল.ডি. আর্টস কলেজ, আহমেদাবাদ এর রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র।[৪]

কর্মজীবন[সম্পাদনা]

জোশী অল্প বয়সে স্টেজ পারফরমেন্স, থিয়েটার, বিজ্ঞাপন এবং আঞ্চলিক গুজরাটি শোতে অভিনয় শুরু করেন। ২০০৯-২০১০ সালে তিনি হিন্দি টেলিভিশনে তরুণ শুক্র হিসেবে আত্মপ্রকাশ করেন যা এনডিটিভি ইমাজিনে সম্প্রচারিত হয়।[৫] তিনি ২০১০ সালে কাশী - আব না রাহে তেরা কাগজ কোরা-তে তরুণ শৌর্যের চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১২ সালে, তিনি বালবীর-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন যা সনি সাব-এ সম্প্রচারিত হয়েছিল। ২০১৬ সাল পর্যন্ত এই ভূমিকা পালন করার পর তিনি স্টার ভারত-এর শো চন্দ্রশেখর-এ কিশোর চন্দ্রশেখর আজাদ চরিত্রে অভিনয় করতে চলে যান। বালবীর-এর সিক্যুয়াল বালবীর রিটার্নস এবং বালবীর থ্রি-তে বালবীর চরিত্রে অভিনয় করার জন্য তিনি সনি সাব-এ ফিরে আসেন।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "This is why Dev Joshi will be missing from sets of SAB TV's Baalveer"The Times of India। ২০১৬-০৯-২২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১০ 
  2. "Dev Joshi on why his trip to the moon has been postponed to 2024"The Times of India। ২০২৩-১০-০৮। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১০ 
  3. "Exclusive - Mother's Day - Baalveer Returns' Dev Joshi: I owe my success to my mom"The Times of India। ২০২১-০৫-০৯। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১০ 
  4. "I feel fortunate to have people support me so I can manage studies and work together: Baal Veer's Dev Joshi"The Times of India। ২০১৯-১১-২৯। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১০ 
  5. Patowari, Farzana। "Exclusive! Dev Joshi aka TV's Baalveer opens up about his personal life"The Times of Indiaআইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১০ 
  6. "Dev Joshi to reprise titular role in new season of 'Baalveer'"The Times of India। ২০২৩-০৩-০৩। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]