দেবাদৃতা বসু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেবাদৃতা বসু
জন্ম
দেবাদৃতা বসু

(2001-10-03) ৩ অক্টোবর ২০০১ (বয়স ২২)
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারত
পেশাঅভিনেত্রী

দেবাদৃতা বসু (জয়ী নামে পরিচিত এবং জন্ম: ৩ অক্টোবর ২০০১) হলেন একজন বাংলা টেলিভিশনের এবং মঞ্চ নাটকের অভিনেত্রী। মঞ্চ নাটক দিয়ে তিনি তার পেশা জীবন শুরু করলেও পরে তিনি একটি বাংলা ধারাবাহিক ( আলো ছায়া ) প্রধান চরিত্রে অভিনয় করেন। এর আগে তার প্রথম ধারাবাহিকটি ছিল জয়ী। [১] তিনি বিদ্যালয়ে অধ্যয়নকালে তার বাবার সাথে তিনি থিয়েটারে কাজ করেছিলেন বা বিদ্যালয় জীবনে তিনি এগুলো অনুশীলন শুরু করেছিলেন। [২] তার প্রথম থিয়েটার নাটক হলো দ্রোহি চইটোনন্যা। তার মিডিয়া জগতের সেই চকই তার উপর কাজ করেছিল। তারপরে তিনি জয়ী ধারাবাহিকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন । এখন তিনি আলো হিসাবে অভিনয় করছেন সোপ অপেরা আলো ছায়ার নায়িকা চরিত্রের চরিত্রটি।


জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

দেবাদৃতার জন্ম ৩ অক্টোবর ২০০১ সালে ভারতের কলকাতা শহরে। তিনি সঞ্জয় বসু ও শুক্লা বসুর জ্যেষ্ঠ কন্যা এবং কিংবদন্তি ফুটবল খেলোয়াড় এবং মোহুন বাগানের প্রাক্তন ক্যাপ্টেন বিদেশ বসুর নাতনি

তার অভিনয় জীবনের শুরুটি নাট্যগোষ্ঠীর থিয়েটার গ্রুপ হ য ব র ল দিয়ে শুরু হয়েছিল । এই অভিনেত্রী ৮ বছর বয়স থেকেই এখানে কাজ করতেন। তারপরে সেখান থেকে টিভি ধারাবাহিকে কাজ করার জন্য অডিশনের মাধ্যমে তিনি একটি সুযোগ পান। কলকাতায় বাংলা চ্যানেল জি বাংলাতে ধারাবাহিক ' জয়ী ' ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । [৩] ২০১৮ সালে তিনি জয়ী ধারাবাহিক করেছিলেন। সেই সময় তিনি একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার পরীক্ষার সময় ধারাবাহিকের জন্য অভিনয় করতে তার সমস্যা হয়। তিনি বলেছেন, "আমার পরিচালক এবং সহ-অভিনেতারা ভীষণ ভাল। পরীক্ষা থাকলে আমাকে আগে ছেড়ে দেন। না হলে রূপচর্চার ঘরে বসেই পড়াশোনা করতে দেন।

অভিনয় এবং অবদান[সম্পাদনা]

বিদ্যালয় অধ্যয়নকালে তিনি তার বাবার সাথে থিয়েটারে অনুশীলন শুরু করেছিলেন। [২] দ্রোহী চৈতন্য হলো তাঁর প্রথম থিয়েটার নাটক। তারপরে তিনি জয়ী ধারাবাহিকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন । এখন তিনি আলো হিসাবে অভিনয় করছেন সোপ অপেরা আলো ছায়াতে

তিনি ছোট বেলা থেকেই কত্থক নাচ শিখে আসছেন। তিনি বলেন,[৪]

‘‘আমি আট বছর বয়স থেকে কত্থক শিখি। শঙ্কর রক্ষিত এবং অঙ্গনা জোয়ারদার আমার নাচের গুরু। আমি এখনো কত্থক নৃত্য অনুশীলনো করি এবং কখনো কখনো সেটা সবার কাছে উপস্থাপন করি। এ বার কত্থকের পঞ্চাশতম বর্ষের পরীক্ষা দেব। আমার মা-বাবার আগ্রহতেই ছোট থেকেই কত্থকের তালিম নিতে শুরু করি। অত ছোটবেলায় কারও পক্ষে সিদ্ধান্ত নেওয়া তো সম্ভব নয় যে সে ভবিষ্যতে কী করবে? তাই বাড়ির বড়রা সিদ্ধান্ত নেবেন সেটাই স্বাভাবিক। আমার কত্থক শেখার বিষয়ে অভিভাবকরা ঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন।’’

টিভি[সম্পাদনা]

  • জয়ী (২০১৭–২০১৯) জয়ী / জেসিকা (প্রধান মহিলা নেতৃত্ব) হিসাবে।
  • আলো চ্যাটার্জি চরিত্রে আলো ছায়া (প্রধান মহিলা নেতৃত্ব)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "I took part in school plays, but never thought I'll act on TV: Debadrita Basu"The Times of India। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৮ 
  2. দত্ত, নবনীতা। "ফুটবল ছুঁয়েও দেখিনি কখনও, জানালেন জয়ী"Anandabazar Patrika। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৮ 
  3. এবেলা.ইন, নিজস্ব প্রতিবেদন। "অভিনয়ে এত ভাল কেন 'জয়ী', পরিবারের পরিচয়ে লুকিয়ে রহস্য"ebela.in। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৮ 
  4. সংবাদদাতা, নিজস্ব। "অভিনয়ের পাশাপাশি কোন নেশা ধরে রেখেছেন 'জয়ী'?"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৪