দাগ (১৯৭৩-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাগ
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকযশ চোপড়া
প্রযোজকযশ চোপড়া
রচয়িতাকাহিনি:
গুলশান নন্দা
সংলাপ:
আখতার-উল-ঈমান
উৎসটমাস হার্ডি কর্তৃক 
দ্য মেয়র অব ক্যাস্টারব্রিজ
শ্রেষ্ঠাংশে
সুরকারলক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল
চিত্রগ্রাহককে জি
সম্পাদকপ্রাণ মেহরা
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকযশ রাজ ফিল্মস
মুক্তি
  • ২৭ এপ্রিল ১৯৭৩ (1973-04-27)
স্থিতিকাল১৪৬ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়১.০২ কোটি[১]
আয়৪.৮০ কোটি[১]

দাগ হল যশ চোপড়া প্রযোজিত ও পরিচালিত ১৯৭৩ সালের ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি চোপড়ার প্রযোজিত প্রথম চলচ্চিত্র, যা যশ রাজ ফিল্মসের ভিত্তি গড়ে দেয়। এটি টমাস হার্ডির ১৮৮৬ সালের দ্য মেয়র অব ক্যাস্টারব্রিজ উপন্যাসের চলচ্চিত্ররূপ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন রাজেশ খান্না, শর্মিলা ঠাকুররাখী এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেন মদন পুরি, কাদের খান, প্রেম চোপড়া ও এ. কে. হঙ্গল। এই চলচ্চিত্র দিয়ে অভিনেতা হিসেবে কাদের খানের অভিষেক ঘটে।[২]

দাগ চলচ্চিত্রটি রাজেশ খান্নার জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন মুক্তি পায় এবং বক্স অফিসে দারুণ ব্যবসা করেন। এটি সেই বছরের তৃতীয় সর্বাচ্চ আয়কারী চলচ্চিত্র।[৩] চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেন লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল এবং গানগুলো সে বছর শ্রোতাপ্রিয় হয়। চলচ্চিত্রটি পরবর্তীকালে তেলুগু ভাষায় বিচিত্র জীবিতম (১৯৭৮) নামে পুনর্নির্মিত হয়।[৪]

২১তম ফিল্মফেয়ার পুরস্কারে চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেতা (খান্না) ও শ্রেষ্ঠ অভিনেত্রী (শর্মিলা)-সহ ৭টি মনোনয়ন লাভ করে এবং তন্মধ্যে শ্রেষ্ঠ পরিচালক (চোপড়া) ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (রাখী) বিভাগে দুটি পুরস্কার অর্জন করে।

অভিনয়শিল্পীদল[সম্পাদনা]

  • রাজেশ খান্না - সুনীল কোহলি / সুধীর
  • শর্মিলা ঠাকুর - সোনিয়া কোহলি
  • রাখী - চাঁদনী
  • প্রেম চোপড়া - ধীরজ কাপুর
  • মদন পুরি - কে. সি. খান্না
  • কাদের খান - সরকারি উকিল
  • এ. কে. হঙ্গল - বিচারক
  • বেবি পিংকি - পিংকি
  • রাজু শ্রেষ্ঠ - রিংকু
  • মনমোহন কৃষ্ণ - দিওয়ান, চাঁদনীর বাবা
  • অচলা সচদেব - মালতি খান্না
  • ইফতেখার - ইনস্পেক্টর সিং
  • হরি শিবদসানি - জগদীশ কাপুর
  • যশোদরা কাটজু - স্কুলের প্রিন্সিপাল
  • এস. এন. ব্যানার্জি - বিচারক
  • করণ দেওয়ান - ডাক্তার কাপুর
  • সুরেন্দ্র - সুনীলের চাচা
  • জগদীশ রাজ - রাম সিং (ড্রাইভার)
  • মনমোহন - সুনীলের সাথে মারপিট করা কয়েদি
  • পদ্মা খান্না - নৃত্যশিল্পী
  • অরুণা - নৃত্যশিল্পী
  • হাবিব - সুনীলের হ্যান্ডকাফ খুলে দেওয়া কামার
  • সউল জর্জ - জুনিয়র আর্টিস্ট

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

২১তম ফিল্মফেয়ার পুরস্কার, ১৯৭৪[৫][৬]

জয়

মনোনয়ন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Daag 1973 Movie Box Office Collection, Budget and Unknown Facts 1970's Box Office Collection"কেএস বক্স অফিস (ইংরেজি ভাষায়)। ৫ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৩ 
  2. সুদ, সমিরা (৩ অক্টোবর ২০২০)। "Daag, Yash Chopra's debut as producer, broke the mould with its shades of bigamy"। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৩ 
  3. "Box Office 1973"বক্স অফিস ইন্ডিয়া। Archived from the original on ২০ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৩ 
  4. কোহলি, সুরেশ (৫ জুন ২০১৪)। "Daag (1973)"দ্য হিন্দু 
  5. "The Filmfare Awards Nominations – 1973"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  6. "The Filmfare Awards Winners – 1973"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ[সম্পাদনা]