তুমি আমার জীবন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"তুমি আমার জীবন"
বীর অ্যালবাম থেকে
আকাশ সেন ফিচারিং ইমরান মাহমুদুলকোনাল কর্তৃক একক
ভাষাবাংলা
মুক্তিপ্রাপ্ত৬ ফেব্রুয়ারি ২০২০ (2020-02-06)
বিন্যাসডিজিটাল ডাউনলোড
ধারা
দৈর্ঘ্য:১৬
লেবেল
এসকে ফিল্মস
সুরকারআকাশ সেন
গীতিকারকবির বকুল
বীর track listing
  1. "তুমি আমার জীবন"
  2. "তোকে দেখলে শুধু একটিবার"
  3. "মিস বুবলি"
  4. "কি চমৎকার দেখা গেলো"
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "তুমি আমার জীবন"

তুমি আমার জীবন হচ্ছে ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত রাজনৈতিক-নাট্যধর্মী বীর চলচ্চিত্রের একটি প্রণয়ধর্মী গান, যা গেয়েছেন ইমরান মাহমুদুলকোনাল। এটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন এবং গীত রচনা করেছেন কবির বকুল। এছাড়াও এই গানের নৃত্য পরিচালনা করেছেন হাবিব রহমান। গানটি ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি চলচ্চিত্রের প্রচারণামূলক গান হিসাবে এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

পটভূমি[সম্পাদনা]

২০২০ সালে মুক্তিপ্রাপ্ত রাজনৈতিক-নাট্যধর্মী বীর চলচ্চিত্রের তুমি আমার জীবন শিরোনামের প্রথম গানটি গেয়েছেন ইমরান মাহমুদুলকোনাল। এটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন এবং গীত রচনা করেছেন কবির বকুল। এছাড়াও এই গানের নৃত্য পরিচালনা করেছেন হাবিব রহমান। তুমি আমার জীবন গানের শিরোনামটি ১৯৮৯ সালের জাফর ইকবালববিতা অভিনীত অবুঝ হৃদয় চলচ্চিত্রের আহমেদ ইমতিয়াজ বুলবুল সুর ও রচিত এবং এন্ড্রু কিশোররুনা লায়লার গাওয়া একই শিরোনামের একটি গান থেকে নেওয়া হয়। গানটি ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তি প্রকাশ করা হয়।[১][২][৩][৪]

নির্মাণ[সম্পাদনা]

ঢাকার একটি পাঁচ তারকা রেস্তোরাঁয় গানটির দৃশ্যধারণ করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'বীর'-এর প্রথম গানেই শাকিব-বুবলীর চমক"চ্যানেল আই অনলাইন। ৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "জাফর ইকবাল-ববিতা ফিরে এলেন শাকিব-বুবলীর গানে"বাংলা ট্রিবিউন। ৬ ফেব্রুয়ারি ২০২০। ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "প্রকাশ্যে শাকিব-বুবলীর 'তুমি আমার জীবন'"মানবজমিন। ৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "প্রশংসিত শাকিব-বুবলীর 'তুমি আমার জীবন'"এনটিভি অনলাইন। ৭ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০