তামুলপুর

স্থানাঙ্ক: স্থানাঙ্ক: একটি নম্বর হিসাবে অক্ষাংশ পার্স করতে ব্যর্থ:26°40
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তামুলপুর
মহকুমা
তামুলপুর আসাম-এ অবস্থিত
তামুলপুর
তামুলপুর
তামুলপুর ভারত-এ অবস্থিত
তামুলপুর
তামুলপুর
ভারতের আসামে তামুলপুরের অবস্থান
স্থানাঙ্ক: ২৬°২৪′ উত্তর ৯১°২০′ পূর্ব / ২৬.৪০° উত্তর ৯১.৩৪° পূর্ব / 26.40; 91.34
Country India
রাজ্যআসাম
জেলাবাক্সা
ভাষা
 • Officialবড়ো, অসমীয়া
সময় অঞ্চলIST (ইউটিসি+৫:৩০)
পিন৭৮১৩৬৭
দূরভাষ কোড০৩৬২৪ XXXXXX
যানবাহন নিবন্ধনAS-28
ওয়েবসাইটbaksa.gov.in

তামুলপুর আসামের বাক্সা জেলার একটি মহকুমা। চোদ্দটা জাতি-জনগোষ্ঠীতে পরিপূর্ণ তামুলপুর মহকুমার ভারত-ভুটান সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত।। বাক্সা জেলার সদর মুসলপুর থেকে তামুলপুরের দূরত্ব ৭৩ কিলোমিটার। [১]

ইতিহাস[সম্পাদনা]

২০০৩ সাল ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বি টি সি চুক্তিমতে আসামে চারটি জেলা- কোকরাঝাড়, বাক্সা, চিরাং এবং ওদালগুড়ি-এর বড়োল্যান্ড স্বায়ত্ত শাসিত অঞ্চল স্থাপিত হয়। বরপেটা, নলবাড়ি, কামরূপ এবং দরং জেলার অংশ নিয়ে বাক্সা জেলার সৃষ্টি করা হয়। [২] এবং তামুলপুরক সদর হিসাবে নিয়ে তামুলপুর এবং গোরেশ্বর রাজহ চক্র নিয়ে তামুলপুর মহকুমা গঠন করা হয়।[৩]

নাম উৎপত্তি[সম্পাদনা]

তামুলপুর নামের উৎপত্তি সন্দর্ভে এডবার্ড গেইট-এর বর্ণনায় ১৮৬৪-৬৬ সালে ইংরাজ এবং ভূটীয়া দের মাঝে হওয়া যুদ্ধের বর্ণনা আছে। গেইটের মতে সেই সময়ে দেওয়ানগিরি অঞ্চলে ভয়ংকর অভিযান চলছিল এবং গুয়াহাটি থেকে কর্ণেল কেম্বল সাহেব ছটা কোম্পানী নিয়ে এগিয়ে এসে নিম্নের সমতল ভূমিতে তম্বু (তাঁবু) তরি ছাউনী পেতেছিল। কিন্তু ভূটীয়ারা রাতের শিবির আক্রমণ করে ইংরাজদের তম্বুগুলি পুড়িয়ে ফেলেছিল। তম্বু পুড়িয়ে দেয়ার জন্য স্থানটি তম্বুপোরা>তাম্বোলপুর>তামুলপুর হয় বলে মত পোষণ করা হয়।[৩]

ভৌগোলিক অবস্থিতি[সম্পাদনা]

তামুলপুর হিমালয়ের পাদদেশে অবস্থিত ভারত-ভুটান সীমান্তবর্তী এক অঞ্চল। ভুটান থেকে বয়ে আসা মটঙা ইত্যাদি নদী তামুলপুরের মধ্য দিয়ে বয়ে গিয়ে নিম্নে নোনা নাম নিয়ে বরলীয়া নদীতে মিলিত হয়ে ব্রহ্মপুত্রে বিলীন হয়েছে।[৩]

জন গঠন[সম্পাদনা]

তামুলপুর মহকুমাটি অসমীয়া, বড়ো, রাভা, আদিবাসী , বাঙালী, নেপালীদের ধরে প্রায় চোদ্দটা জাতি-উপজাতিতে পরিপূর্ণ। এই মহকুমাটির মধ্যে সর্বমোট ২৮৬টি গাঁও আছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Baksa district" 
  2. Law, Gwillim (২০১১-০৯-২৫)। "Districts of India"Statoids। সংগ্রহের তারিখ ২০১১-১০-১১ 
  3. উৎপল ডেকা (১ মার্চ, ২০১৯)। "তামুলপুর একটিও সমস্যারে ভরপূর"। দৈনিক আসাম। পৃষ্ঠা ১৩। সংগ্রহের তারিখ 10 April 2020  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]