ডায়মন্ড জ্যাকসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডায়মন্ড জ্যাকসন
জন্ম
মেলা ডাল্টন

(1966-07-06) ৬ জুলাই ১৯৬৬ (বয়স ৫৭)

ডায়মন্ড জ্যাকসন একজন মার্কিন কৃষ্ণাঙ্গ পর্ণোগ্রাফিক অভিনেত্রী। তিনি ১৯৬৬ সালের ৬ই জুলাই জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রভাবশালী অভিনেত্রী হিসেবে কাজ করে যাচ্ছেন। তার প্রকৃত নাম মেলা ডাল্টন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ডায়মন্ড জ্যাকসন একটি ক্যাথলিক পরিবারে বেড়ে ওঠেন। হাই স্কুলে পড়ার সময় তিনি চিয়ারলিডার হিসেবে কাজ করতেন। ইউনিভার্সিটি অফ ডেনভার থেকে তিনি স্পোর্টস মেডিসিন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

কর্মজীবন[সম্পাদনা]

২০০৭ সালে তার অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়। ৪০ বছরের পর ক্যারিয়ার শুরু করার পরও তিনি উল্লেখযোগ্য জনপ্রিয়তা অর্জন করেন। তিনি যেমন ব্রাজার্স, নটি আমেরিকা, রিয়েলিটি কিংস, ডিজিটাল প্লেগ্রাউন্ড ইত্যাদি স্বনামধন্য পর্ণোগ্রাফিক সাইটে কাজ করেছেন। এছাড়াও, জ্যাকসন ব্যাং ব্রোস এবং রিয়ালিটি কিংসের মতো প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটগুলির জন্যও কাজ করেছেন। [১] তিনি মূলত মিলফ ক্যাটাগরির পর্ণোগ্রাফিক চলচ্চিত্রে কাজ করে আসছেন। এছাড়াও তার নিজস্ব ওয়েবসাইটে তিনি একজন ওয়েবক্যাম মডেল হিসেবেও সুপরিচিত।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তিনি একজন নন-ভেজিটেরিয়ান এবং অবিবাহিত। তিনি নিজেকে একজন উভকামী হিসেবে পরিচয় দিয়ে আসছেন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

৮ই এপ্রিল ২০০৪ থেকে ডায়মন্ড জ্যাকসন ফ্লোরিডা ডেমোক্রেটিক পার্টিতে যোগদানের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন।

সম্মাননা[সম্পাদনা]

তিনি এভিএন পুরস্কার ও এক্সবিস অ্যাওয়ার্ডসে একাধিকবার মনোনীত হয়েছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Diamond Jackson - Biography - IMDb