টাইমল মিলস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টাইমল মিলস
টম ক্রাডক (বায়ে) ও মিলস (ডানে)
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামটাইমল সলোমন মিলস
জন্ম (1992-08-12) ১২ আগস্ট ১৯৯২ (বয়স ৩১)
ডিউসবারি, ইয়র্কশায়ার, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনবামহাতি ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টি২০আই
(ক্যাপ ৭৭)
৫ জুলাই ২০১৬ বনাম শ্রীলঙ্কা
টি২০আই শার্ট নং৭২
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১১-২০১৪এসেক্স (জার্সি নং ৫)
২০৫-বর্তমানসাসেক্স (জার্সি নং ৭)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টি২০আই এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ৩২ ২৩ ৩৩
রানের সংখ্যা ২৬০ ২০
ব্যাটিং গড় ১১.৩০ ১.৭৫ ১০.০০
১০০/৫০ –/– ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৩১* * *
বল করেছে ২৪ ৩,৫৩১ ৭৯০ ৬২৮
উইকেট ৫৫ ২২ ৩৮
বোলিং গড় ৩৬.৫০ ৩৫.৭৭ ২১.৭৮
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a - -
সেরা বোলিং ৪/২৫ ৩/২৩ ৪/২২
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ৯/– ৩/– ৩/–
উৎস: ক্রিকইনফো, ১৫ জুলাই ২০১৬

টাইমল সলোমন মিলস (ইংরেজি: Tymal Mills; জন্ম: ১২ আগস্ট, ১৯৯২) ইয়র্কশায়ারের ডিউসবারিতে জন্মগ্রহণকারী ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার। ৫ জুলাই, ২০১৬ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে তার টি২০আই অভিষেক ঘটে।[১] বর্তমানে তিনি সাসেক্সের প্রতিনিধিত্ব করছেন। দলে তিনি মূলতঃ বামহাতি ফাস্ট বোলিং করে থাকেন। এছাড়াও ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন টাইমল মিলস

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

সাফোকের মিল্ডেনহল এলাকায় অবস্থিত মিল্ডেনহল কলেজ অব টেকনোলজিতে পড়াশোনা করেছেন তিনি। ২০১১ সালে চেমসফোর্ডে সফরকারী শ্রীলঙ্কা একাদশের বিপক্ষে এসেক্সের সদস্যরূপে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। জুলাই, ২০১১ সালে গ্রেস রোডে লিচেস্টারশায়ারের বিপক্ষে চ্যাম্পিয়নশীপের খেলায় অভিষিক্ত হন তিনি। ঐ খেলার প্রথম ইনিংসে ০/৫১ বোলিং পরিসংখ্যান গড়লেও দ্বিতীয় ইনিংসে ৩/৪৮ লাভ করেন।

২০০১ সালের শীতকালে ইংল্যান্ড পারফরম্যান্স প্রোগ্রামে তিনি অন্তর্ভুক্ত হন। লাফবোরায় প্রশিক্ষণের পাশাপাশি গ্রেটার ম্যানচেস্টার ফায়ার ডিপার্টম্যান্ট ও নর্থ ওয়েলসে প্রশিক্ষণ নেন। এরপর নভেম্বরে তিন সপ্তাহের বিশেষজ্ঞ ফাস্ট বোলিং কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে যান। ১৬ ডিসেম্বর শুক্রবার আশ্চর্যজনকভাবে ইংল্যান্ড লায়ন্স দলের ১৬ সদস্যের তালিকায় অন্তর্ভুক্ত হন তিনি। নটিংহ্যামশায়ারের সদস্য জেমস টেলরের নেতৃত্বাধীন দলটি বাংলাদেশ সফর করেছিল।

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

১৩ জুন, ২০১৬ তারিখে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিকে খেলার জন্য দাউদ মালানের সাথে তাকেও দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অতঃপর ৫ জুলাই, ২০১৬ তারিখে তার অভিষেক ঘটে। খেলায় তার দল ১৫ বল বাকী থাকতে ৮ উইকেটে জয়লাভ করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sri Lanka tour of England and Ireland, Only T20I: England v Sri Lanka at Southampton, Jul 5, 2016"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৬ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]