জ্ঞানেন্দ্রমোহন দাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জ্ঞানেন্দ্রমোহন দাস
জ্ঞানেন্দ্রমোহন দাস
জন্ম১৮৭২
শিকদার বাগান, কলকাতা, ব্রিটিশ ভারত
মৃত্যু১৯৩৯ (বয়স ৬৬–৬৭)
জাতীয়তা ব্রিটিশ ভারতীয়
পরিচিতির কারণবাংলা সাহিত্যে অবদান
আদি নিবাসকলকাতা, ভারত
উচ্চশিক্ষায়তনিক কর্ম
যুগআধুনিক যুগ
উল্লেখযোগ্য কাজবাঙ্গালা ভাষার অভিধান (১৯১৭)
স্বাক্ষর

জ্ঞানেন্দ্রমোহন দাস (১৮৭২ – ১৯৩৯) একজন ব্রিটিশ-ভারতীয় বাঙালি সাহিত্যিক ও অভিধান রচয়িতা। তিনি বাঙ্গালা ভাষার অভিধানসহ আরও বিভিন্ন গ্রন্থ রচনা করেন।

জীবনী[সম্পাদনা]

তার জন্ম ভারতের কলকাতায়।[১] কিন্তু তিনি তার শৈশব ও যৌবনকাল তার পিতার চাকরির কারণে এলাহাবাদে। পড়াশোনা শেষ করে তিনি এলাহাবাদেই পুলিশের মুনশির চাকরি নেন। এরপর তিনি চাকরির সুবাদে এলাহাবাদ ছাড়াও লখনউ, নৈনিতাল প্রভৃতি এলাকায় অবস্থান করেন। চাকরিজীবনেই প্রবাসী পত্রিকায় লেখালেখির মাধ্যমে তার সাহিত্য জীবনের শুরু হয়। তিনি ১৯১০ সালে অসুস্থতার কারণে[২] চাকরি থেকে অব্যাহতি নেন এবং পুরোপুরিভাবে লেখালেখিতে মনোনিবেশ করেন। ১৩০৮ বঙ্গাব্দ থেকে ১৩৩৫ বঙ্গাব্দ পর্যন্ত প্রবাসী পত্রিকায় তিনি ৮৯টি প্রবন্ধ লিখেন। উত্তর-পশ্চিম প্রদেশের বাঙ্গালীদের নিয়ে কাজ করার জন্য প্রবাসী পত্রিকা কর্তৃক সুবর্ণ পদক লাভ করেন। জর্জ আব্রাহাম গ্রিয়ার্সনের মতে তার লিখিত অভিধানটিই বাংলা ভাষার প্রথম অভিধান।[২] তিনি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যের সম্পাদনা ও টীকা যুক্ত করেছিলেন।[১][২][৩]

কর্ম[সম্পাদনা]

  • বাঙ্গালা ভাষার অভিধান (১৯১৭)
  • বঙ্গের বাহিরে বাঙ্গালী (উত্তর ভারত) (১৯২৫)
  • ঋদ্ধি (১৯০৯)
  • চরিত্র গঠন (১৯০৯)
  • ইব্রীয় ধর্ম (১৯১৯)
  • সৃষ্টিতত্ত্বে পুরাণ ও বিজ্ঞান (১৯১৯)
  • প্রাণীদের অন্তরের কথা (১৯২১)
  • ছাত্রপাঠ
  • শিক্ষা ও সুনীতি
  • সাহিত্য প্রবেশিকা
  • জন্তুদের বন্ধু নন্তুবাবু ও শ্বেতপরির গল্প
  • বাঘ ভালুকের গল্প
  • সৃষ্টিতত্ত্বে পুরাণ ও বিজ্ঞান

পরবর্তী[সম্পাদনা]

সরস্বতী মিশ্র তার প্রকাশিত ও অপ্রকাশিত প্রবন্ধগুলো একত্রিত করে "প্রবন্ধ সংগ্রহ" নামে একটি বই প্রকাশ করেন, যেটি অক্ষর প্রকাশনী প্রকাশ করেছে।[৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দাস, জ্ঞানেন্দ্রমোহন - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১১ 
  2. "অভিধানকারের প্রবন্ধসংকলন"desh.co.in। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১১ 
  3. "বঙ্গপ্রীতি যুক্ত মেধাবী, জিজ্ঞাসু মন"Eisamay। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১১ 
  4. "সারস্বত সাধকের সৃষ্টি"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]