জেমস ড্রুমন্ড অ্যান্ডারসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেমস ড্রুমন্ড অ্যান্ডারসন
জন্ম১১ নভেম্বর ১৮৫২
মৃত্যু২৪ নভেম্বর ১৯২০
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনচেলটেনহ্যাম কলেজ
পেশাব্রিটিশ উপনিবেশিক সরকারি কর্মকর্তা

ড. জেমস ড্রুমন্ড অ্যান্ডারসন (১১ নভেম্বর ১৮৫২ – ২৪ নভেম্বর ১৯২০) হলেন একজন প্রখ্যাত গবেষক ও লেখক এবং ঔপনিবেশিক আমলের ব্রিটিশ পদস্থ সরকারি কর্মকর্তা।[১] তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি এখানকার শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য বিষয়াবলী নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুস্তক রচনা করেছিলেন।[২]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

ডা. জেমস অ্যান্ডারসন এম. ডি. ও এলেন গার্সটিনের সন্তান জেমস ড্রুমন্ড ১৮৫২ সালের ১১ নভেম্বর ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং ইংল্যান্ডের রাগবি শহরের চেলটেনহ্যাম কলেজ থেকে শিক্ষা লাভ করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

তিনি ১৮৭৫ সালে অ্যাসিস্টেন্ট ম্যাজেস্ট্রেট ও কালেক্টর পদে চাকুরিতে যোগ দিয়ে পরবর্তীতে ১৮৯৪ সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগ দেন এবং ১৯০০ সালে এখান থেকে অবসর নিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যাপনায় আত্মনিয়োগ করেন।[১][৩]

রচনাবলী[সম্পাদনা]

শিক্ষা বিভাগে কর্মরত থাকা অবস্থায় তিনি ভারতবর্ষের বিভিন্ন বিষয়াবলী নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুস্তক রচনা করেন, যার মধ্যে রয়েছেঃ[১][২][৪][৫]

  • এ কালেকশন অব কাছারী ফোকটেলস এন্ড রাইমস (১৮৯৫);
  • এ শর্ট ভোকাবোলারি অব দ্য আকা লেঙ্গুয়েজ (১৮৯৬);
  • সাম চিটাগং প্রোভার্বস (১৮৯৭);
  • দ্য পিপল অব ইন্ডিয়া (১৯১৩);
  • এ ম্যানুয়েল অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ (১৯২০)।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মো. মামুনূর রশীদ (জানুয়ারি ২০০৩)। "অ্যান্ডারসন, জেমস ড্রুমন্ড"। সিরাজুল ইসলাম[[বাংলাপিডিয়া]]ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮  ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
  2. Crooke, William (সম্পাদক)। "Obituary of Dr. J. Drummond Anderson"। Folk-Lore31। পৃষ্ঠা 336। 
  3. "Dr. J. D. Anderson (Person Page - 50747)"। The Peerage। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮ 
  4. "Books : "James Drummond Anderson""। www.amazon.com। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮ 
  5. "James Drummond Anderson"। The Book Depository Ltd। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]